IPL Wide Ball Records: আইপিএলে সবচেয়ে বেশি ওয়াইড বল করেছেন কে? কার মাথায় রয়েছে এমন অনন্য নজিরের তাজ

Prosun Kanti Das

Published on:

Advertisements

Let’s take a look at who holds the records of most wide balls in the history of IPL: প্রতিবছরের মত ২০২৪ সালেও শুরু হতে চলেছে আইপিএল। ইতিমধ্যেই ঘোষণা হয়ে গিয়েছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ ২০ টোয়েন্টি ক্রিকেট খেলার দিন। ২০২৪ সালের মার্চ মাসের ২২ তারিখ থেকে শুরু হবে আইপিএল। এই আবহে প্রকাশ্যে এসেছে আইপিএল সম্পর্কিত একটি বড় খবর। প্রকাশিত হয়েছে আইপিএল ওয়াইড বল রেকর্ডসের (IPL Wide Ball Records) তালিকা। যেখানে শীর্ষস্থানে রয়েছে ৫ প্লেয়ারের নাম। ৫ প্লেয়ারের মধ্যে কোন প্লেয়ারের মাথায় উঠেছে মুকুট? দেখে নিন ৫ প্লেয়ারের নাম সহ ওয়াইড বলের তালিকা।

Advertisements
প্রবীন কুমার

IPL ওয়াইড বল রেকর্ডসের (IPL Wide Ball Records) পঞ্চম তালিকায় নাম রয়েছে প্রবীণ কুমারের। আইপিএলের বিভিন্ন দলে খেলেছেন এই ভারতীয় প্লেয়ার। রেকর্ড বলছে আইপিএলে প্রবীণ মোট ওয়াইড বল করেছে ১১২টি। বেশিরভাগ সময় ডানহাতি মিডিয়াম পেস বোলার রুপে নিজেকে উপস্থাপন করেছেন এই ক্রিকেটার।

Advertisements
ভুবনেশ্বর কুমার

ওয়াইড বল রেকর্ডে চতুর্থ স্থান অধিকার করেছে ভুবনেশ্বর কুমার। আইপিএলের একাধিক দলে প্লেয়ার হিসেবে খেলেছেন তিনি। তবে বেশিরভাগ সময়টাই তিনি সানরাইস হায়দ্রাবাদের হয়ে খেলেছেন। আইপিএল ওয়াইড বল রেকর্ডে ১২৪টি হোয়াইট বল করে রেকর্ড গড়েছে ভুবনেশ্বর কুমার।

Advertisements
লসিথ মালিঙ্গা

আইপিএল ওয়াইড বল রেকর্ডে নজির গড়েছেন লসিথ মালিঙ্গা। দীর্ঘ সময় মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে আইপিএলে কাটিয়েছেন মালিঙ্গা। অপরদিকে শ্রীলংকার কিংবদন্তি পেসার হিসেবে পরিচিতি রয়েছে তাঁর। নিজের কেরিয়ারে আইপিএলে ১২৯টি বলের রেকর্ড গড়েছেন লসিথ মালিঙ্গা।

রবিচন্দ্রন অশ্বিন

আরও পড়ুন ? IPL 2024 New Rules: IPL-এ নতুন নিয়ম, এবার আর অযথা হবে না সময় নষ্ট

হোয়াইট বল রেকর্ডসে দ্বিতীয় স্থান অধিকার করেছেন রবিচন্দ্রন অশ্বিন। আইপিএলে ১৩৫টি ওয়াইড বল করে রেকর্ড করেছেন রবিচন্দ্রন অশ্বিন। ভারতীয় এই ক্রিকেটার আইপিএলের রাজস্থান রয়্যালসের হয়ে নিজের ক্ষমতা দেখান।

ডোয়েইন ব্র্যাভো

IPL ওয়াইল বল রেকর্ডসের (IPL Wide Ball Records) সর্বোচ্চ বল করে প্রথম স্থান অধিকার করেছে ডোয়েইন ব্রাভো। ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেটার তিনি। বোলার রূপে বারংবার নিজের দারুণ ক্ষমতা দেখিয়েছেন এই ক্রিকেটার। এই লিগে চেন্নাইয়ের হয়ে খেলতেন ব্রাভো। এখন তিনি CSK-এর কোচ। গত ২০২২ সালে তিনি খেলা জগত থেকে অবসর নেন। তার রেকর্ডস বলছে কেরিয়ারে আইপিএল লিগে মোট ১৬৩ টি ওয়াইড বল করে রেকর্ডসের শীর্ষস্থানে রয়েছে ব্রাভো। তবে তিনি শুধু ক্রিকেটার নন পাশাপাশি একজন গায়কও বটে।

Advertisements