নিজস্ব প্রতিবেদন : যাত্রীরা সব পরিষেবা ঠিকঠাক পাচ্ছেন কিনা তার উপর নজরদারি চালানোর জন্য রয়েছে ডিজিসিএ (DGCA)। শুধু যাত্রী পরিষেবা নয়, এর পাশাপাশি নিরাপত্তা থেকে শুরু করে ক্রু ও পাইলটদেরও সমস্ত দিকের উপর নজর রাখে কেন্দ্র সরকারের ডিজিসিএ। আর এই নজরদারি চালানোর সময় কোথাও কোনো রকম খামতি ধরা পড়লেই কঠোর শাস্তির ব্যবস্থা রয়েছে।
নিরাপত্তা থেকে শুরু করে যাত্রী পরিষেবা, ক্রু ও পাইলটদের সুযোগ-সুবিধা, পরিষেবা ইত্যাদির ক্ষেত্রে কোথাও কোন রকম খামতি দেখলেই বিমান পরিষেবা প্রদানকারী সংস্থাগুলিকে আর্থিক জরিমানা (DGCA Penalty) থেকে শুরু করে তাদের বিরুদ্ধে নানান ধরনের পদক্ষেপ গ্রহণ করে থাকে DGCA। তাদের তরফ থেকে পদক্ষেপ গ্রহণ করার ক্ষেত্রে কাউকেই রেয়াত করা হয় না। এরই বাস্তবতা দেখা গেল এবার।
এবার ডিজিসিএ-এর তরফ থেকে এয়ার ইন্ডিয়ার (Air India) মোটা টাকা জরিমানা করা হলো শাস্তি হিসেবে। টাকার পরিমাণ ৮০ লক্ষ টাকা। টাটাদের উড়ান সংস্থা এয়ার ইন্ডিয়া গত কয়েক মাসে এই নিয়ে পরপর আর্থিক জরিমানার সম্মুখীন হল। টাটাদের মত উড়ান সংস্থা বারবার এইভাবে জরিমানার সম্মুখীন হওয়ার পরিপ্রেক্ষিতে রীতিমতো যাত্রীদের মধ্যেও নানান প্রশ্ন উঠতে শুরু করেছে।
আরও পড়ুন ? Air India Penalty: নিজেদের প্রাক্তন কর্মীই বাঁশ দিল এয়ার ইন্ডিয়াকে! জরিমানা খেতে হল ১.১০ কোটি টাকা
ডিজিসিএ গত ১ মার্চ এয়ার ইন্ডিয়াকে একটি নোটিশ দিয়েছিল। যেখানে উল্লেখ ছিল পাইলট ও ক্রুদের সুরক্ষা সংক্রান্ত নিয়ম লঙ্ঘন করা হয়েছে। নোটিশ দেওয়ার পর এবার তাদের উপর জরিমানা ধার্য করা হয়েছে ৮০ লক্ষ টাকা। মূলত জানুয়ারি মাসে ডিজিসিএ যে অডিট করেছিল সেই অডিটে উঠে এসেছিল একাধিক নিয়ম ভেঙ্গেছে এয়ার ইন্ডিয়া। এর মধ্যে ক্রুদের পর্যাপ্ত বিশ্রাম দেওয়া হয়নি। এছাড়াও নির্ধারিত সময় পেরিয়ে যাওয়ার পরেও বাড়তি ডিউটি করানো হয়েছে কর্মীদের। এই বাড়তি সময়কে ট্রেনিং রেকর্ড হিসাবে দেখানো হয়। এর পাশাপাশি ৬০ বছরের বেশি বয়স্ক এক ক্রু মেম্বারকে নিয়ে বিমান যাত্রা করেছিল। যা যাত্রীদের সুরক্ষা ও নিরাপত্তার জন্য বিপদজনক। এসবের পরিপ্রেক্ষিতে ১৯৩৭ সালের এয়ারক্রাফটস আইন অনুযায়ী জরিমানা করা হয়েছে।
অন্যদিকে গত ফেব্রুয়ারি মাসেই এয়ার ইন্ডিয়া ৩০ লক্ষ টাকার জরিমানার মুখোমুখি হয়েছিল। এবার তাদের জরিমানার মুখোমুখি হতে হয়েছিল ৮০ বছর বয়সী এক বৃদ্ধকে হুইলচেয়ার দিতে না পেরে। মুম্বাইয়ের ছত্রপতি শিবাজী মহারাজ আন্তর্জাতিক বিমানবন্দরে ৮০ বছর বয়সী ঐ বৃদ্ধ হুইল চেয়ার না পেয়ে তার স্ত্রীর সঙ্গে হেঁটে হেঁটে টার্মিনালের দিকে যেতে বাধ্য হন এবং তারপরই অসুস্থ হয়ে পড়েন। এই ঘটনাই তার মৃত্যু হলে ৩০ লক্ষ টাকা জরিমানা করা হয় এয়ার ইন্ডিয়াকে।