There are these best 4 Govt Schemes of the Central Government for Women: মহিলাদের স্বাবলম্বী করে তোলার জন্য রাজ্য ও কেন্দ্র উভয় সরকারের পক্ষ থেকেই বেশ কয়েকটি প্রকল্প আগেই চালু করা হয়েছিল। মহিলাদের দক্ষতা যাচাই এবং ক্ষমতা বৃদ্ধির জন্য এই পদক্ষেপ নিয়েছে সরকার। সময়ে সময়ে শুধুমাত্র নারীদের জন্য নিয়ে এসেছে নতুন নতুন প্রকল্প। দেশের গরিষ্ঠ সংখ্যক মহিলারা উপকৃতও হয়েছেন এইসব প্রকল্পগুলির মাধ্যমে। মহিলাদের স্বাবলম্বী করার উদ্দেশ্যে নিয়ে কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে চালু করা এমনই ৪টি নতুন প্রকল্পের (Govt Schemes for Women) কথা আজ এই প্রতিবেদনে আলোচনা করব আমরা।
১. প্রধানমন্ত্রী মাতৃ বন্দনা যোজনা
সমগ্র দেশজুড়ে গর্ভবতী মায়েদের আর্থিক সাহায্য করার জন্য চালু করা হয়েছে প্রধানমন্ত্রী মাতৃ বন্দনা যোজনা (Govt Schemes for Women)। এই প্রকল্পে গর্ভবতী মায়েদের চার ভাগে মোট ৬ হাজার টাকা আর্থিক সাহায্য করা হয়। সন্তান জন্মানোর আগে প্রথম ধাপে ১০০০ টাকা দ্বিতীয় ও তৃতীয় ধাপে ২০০০ হাজার টাকা করে এবং সন্তান জন্মানোর পর ১০০০ হাজার টাকা দেওয়া হয় মহিলাদের।
২. সুকন্যা সমৃদ্ধি যোজনা
সুকন্যা সমৃদ্ধি যোজনা মূলত অর্থ সঞ্চয়ের কাজে ব্যবহৃত হয়। এই প্রকল্পের আওতায় থাকা কন্যা সন্তানদের জন্য অর্থ সঞ্চয় করতে পারবেন তাদের বাবা মায়েরা। এই প্রকল্পে সঞ্চিত অর্থের উপর প্রাপ্ত সুদের পরিমাণ অন্যান্য মাধ্যমগুলির চেয়ে তুলনামূলক অনেকটাই বেশি বার্ষিক সুদের হার ৮.২ শতাংশ। ১৫ বছরের মেয়াদ যুক্ত এই স্কিমে ২৫০ টাকা থেকে ১৫০০০০ লক্ষ টাকা অব্দি বিনিয়োগ করা সম্ভব। কন্যা সন্তানদের ২১ বছর বয়স পূর্ণ হবার পরই এই সঞ্চিত অর্থ তুলে নিতে পারবেন গ্রাহক।
আরও পড়ুন ? Golden Hour Scheme: দুর্ঘটনায় প্রাণ বাঁচাতে কেন্দ্রের নতুন প্রকল্প, মিলবে দেড় লক্ষ টাকার কভারেজ
৩. মহিলা সম্মান সেভিংস অ্যাকাউন্ট
মহিলা সম্মান সেভিংস অ্যাকাউন্ট প্রকল্পটিও (Govt Schemes for Women) এক প্রকার অর্থ সঞ্চয়ের জন্য তৈরি করা হয়েছে। এই প্রকল্পে ন্যূনতম ১০০০ টাকা থেকে সর্বোচ্চ ২০০০০০ টাকা অব্দি বিনিয়োগ করতে পারেন বিনিয়োগকারী। এই প্রকল্পের বার্ষিক সুদের হার ৭.৫ শতাংশ। যেকোনো জরুরী পরিস্থিতিতে এই প্রকল্প থেকে টাকা তুলে নেওয়া যায়। তবে, সেক্ষেত্রে নির্দিষ্ট কিছু নিয়ম মেনে চলতে হয় আমানতকারীকে।
৪. লাখপতি দিদি স্কিম
লাখপতি দিদি স্কিম (Govt Schemes for Women) প্রকল্পের মাধ্যমে ভারতীয় নারীদের স্বাবলম্বী করে তোলার উদ্দেশ্যে স্কিল ডেভেলপমেন্ট ট্রেনিংয়ের ব্যবস্থা করেছে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ভারতীয় নারীদের স্বনির্ভর করে তোলাই এই প্রকল্পের একমাত্র উদ্দেশ্য।