নিজস্ব প্রতিবেদন : আন্তর্জাতিক ক্রিকেটকে আচমকা অনেকদিন আগেই বিদায় জানিয়েছেন। আন্তর্জাতিক ক্রিকেটের পাশাপাশি ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ ছাড়া আর কোন জায়গাতেও তাকে দেখা যায় না। আর এবার এই আইপিএল থেকেও বিদায়ের ঘন্টা বেজে গিয়েছে। তবে সেই বিদায়ের ঘন্টা বাজলেও বুড়ো হাড়ে ভেলকি দেখাতে ছাড়ছেন না চেন্নাই সুপার কিংস-এর প্রাণপুরুষ মহেন্দ্র সিং ধোনি (MS ধোনি)।
আন্তর্জাতিক ক্রিকেট থেকে বিদায় নেওয়ার পর প্রায় সারা বছরই মহেন্দ্র সিং ধোনিকে মাঠের বাইরে থাকতে দেখা যায়। কিন্তু মাঠের বাইরে থেকেও নিজেকে যে এইভাবে তৈরি রেখেছেন তা টের পাওয়া সত্যিই মুশকিল যদি না মঙ্গলবারের গুজরাতের বিরুদ্ধে তার নেওয়া এই ক্যাচটি না দেখা হয়। ৪২ বছর বয়সে এইভাবে শরীরকে এক প্রান্ত থেকে অন্য প্রান্তে ছুঁড়ে দিয়ে বল তালুবন্দী করা যেন ধোনিই দেখালেন।
চলতি বছর আইপিএল শুরু হওয়ার কয়েক ঘন্টা আগে থেকেই মহেন্দ্র সিং ধোনিকে নিয়ে শুরু হয়েছিল নানান জল্পনা। মূলত ক্যাপ্টেন্সির যে ফটোসেশন হয় সেই ফটোসেশনে ধোনির পরিবর্তে এগিয়ে আসতে দেখা যায় ঋতুরাজকে। এরপরই শুরু হয়েছিল নানান ধরনের জল্পনা। তবে সেই সকল জল্পনাকে দূরে সরিয়ে মাঠে নামতে দেখা যায় ধোনিকে। যদিও অধিনায়কত্ব ঠেলে দেন ঋতুরাজের ঘাড়ে।
আরও পড়ুন ? Net Worth of Cricketers’ Wives: ধোনি, শচীন না সৌরভ! কার বউ কত টাকার মালিক! কে সবচেয়ে বেশি বড়লোক
মঙ্গলবার গুজরাট টাইটানসের ইনিংস চলাকালীন মহেন্দ্র সিং ধোনিকে ডান দিকে বাজপাখির মত উড়ে শঙ্করের ক্যাচ নিতে দেখা যায়। গুজরাট টাইটানসের অষ্টম ওভারে ধোনি এমন দুর্দান্ত ক্যাচটি নেন। গুজরাট টাইটানসের বিজয় শঙ্কর যখন ব্যাটিং করছিলেন, সেই সময় চেন্নাইয়ের ডারিল মিচেল বল করলে সেই বল ব্যাটের কোনায় লেগে স্লিপের দিকে যাচ্ছিল। আর তখনই উইকেটের পিছনে থাকা মহেন্দ্র সিং ধোনি ২.২৭ মিটার স্ট্রেচ করে দুহাতে ওই ক্যাচ তালুবন্দি করেন।
??????? ??? ?
An excellent diving grab behind the stumps and the home crowd erupts in joy?
Head to @JioCinema and @StarSportsIndia to watch the match LIVE#TATAIPL | #CSKvGT pic.twitter.com/n5AlXAw9Zg
— IndianPremierLeague (@IPL) March 26, 2024
মিচেলের বলে শঙ্কর সোজা মারতে গেলেও তা ব্যাটের কোনায় লেগে চলে যায় উইকেটের পিছনে স্লিপের দিকে। কিন্তু সেই সময় চেন্নাইয়ের কেউ স্লিপ পজিশনে দাঁড়িয়ে ছিলেন না। স্বাভাবিকভাবেই পুরো দায়িত্ব ছিল ধোনির ঘাড়ে। আর ৪২ বছর বয়সেও সেই দায়িত্ব তিনি যেভাবে সামলেছেন তা দেখে রীতিমতো উচ্ছ্বসিত হয়ে পড়েন সকলে। সত্যি বলতে অনেকেই বিশ্বাসই করতে পারছেন না এই বয়সেও ধোনি এইভাবে নিজের পারফরমেন্স দেখাবেন।