নিজস্ব প্রতিবেদন : দেশজুড়ে ঘোষণা হয়ে গিয়েছে ২০২৪ সালের লোকসভা নির্বাচনের (Lok Sabha Election 2024) দিনক্ষণ। নির্বাচন কমিশনের তরফ থেকে যেকোনো নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করে দেওয়া মানেই জারি হয়ে যাওয়া মডেল কোড অফ কন্ডাক্ট (MCC)। এই নিয়ম (ECI Rules) জারি হওয়ার সঙ্গে সঙ্গেই সরকার থেকে শুরু করে সাধারণ মানুষদের বিভিন্ন নিয়ম মেনে চলতে হয়।
সরকার এবং সাধারণ মানুষদের যে সকল নিয়ম মেনে চলতে হয় তার মধ্যে একটি হল নগদ টাকা। অনেকেই রয়েছেন যারা ভোট চলাকালীনও বিভিন্ন জায়গা ঘুরতে যান অথবা বিভিন্ন কাজে এক জায়গা থেকে অন্য জায়গায় যান টাকা পয়সা নিয়ে। কিন্তু নির্বাচন কমিশনের নিয়ম অনুযায়ী নির্দিষ্ট একটি সীমারেখার বাইরে নগদ টাকা নিয়ে ঘোরাফেরা যাবে না। সেই নিয়ম না জানলে অবশ্যই ভুগতে হবে টাকা বহনকারীকে।
দিনকয়েক আগেই তামিলনাড়ুর নীলগিরি জেলায় এমন ঘটনা ঘটেছে। যেখানে পাঞ্জাব থেকে আসা এক পর্যটকের ৬৯ হাজার ৪০০ টাকা বাজেয়াপ্ত করেছে পুলিশ। মূলত নির্বাচনের দিনক্ষণ ঘোষণা হয়ে যাওয়ার পর এই বিপুল অঙ্কের টাকা নগদ হিসাবে ঘুরতে যাওয়ার কারণে পুলিশ তাদের জিজ্ঞাসাবাদ করে এবং প্রথমে ওই বাজেয়াপ্ত করা হয়। যদিও পরে সব নথি দেখে টাকা ফেরত দেয় পুলিশ।
আরও পড়ুন ? Election Commissioner of India: কীভাবে হয় মুখ্য নির্বাচন কমিশনার নিয়োগ! কত টাকা বেতন পান তারা
আসলে নির্বাচন কমিশনের যে নিয়ম রয়েছে সেই নিয়ম অনুযায়ী, নির্বাচনের দিনক্ষণ ঘোষণা হয়ে যাওয়ার পর নির্বাচনী আচরণবিধি অনুযায়ী কোন ব্যক্তি ৫০ হাজার টাকা পর্যন্ত নগদ রাখতে পারবেন নিজের কাছে। কিন্তু তার থেকে বেশি টাকা থাকলেই পুলিশ থেকে শুরু করে অন্যান্য আধিকারিকরা ওই ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করতে পারেন। এছাড়াও উপযুক্ত নথি এবং জবাবে সন্তুষ্ট না হলে সেই টাকা বাজেয়াপ্ত করতে পারে পুলিশ।
তবে এই নিয়মের ক্ষেত্রে কোন কোন জায়গায় ছাড় দেওয়া হয়েছে। যেমন বিয়ের অনুষ্ঠান বা এই ধরনের কোন সামাজিক অনুষ্ঠান থাকলে ৫০০০০ টাকার বেশি অর্থ রাখতে পারা যায়। তবে সে ক্ষেত্রে অবশ্যই যিনি সেই টাকা রাখছেন বা বহন করছেন তাকে যথোপযুক্ত নথি দেখাতে হবে। শর্ত অনুযায়ী যেন কমপক্ষে তিনটি নথি থাকে। সেই তিনটি নথি হলো পরিচয় পত্র, অর্থের লেনদেন সংক্রান্ত সার্টিফিকেট এবং টাকা তোলার ক্ষেত্রে ব্যাংকের রশিদ।