নিজস্ব প্রতিবেদন : চলতি বছর রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (RBI) যে সব নির্দেশ দিয়েছে তার মধ্যে সবচেয়ে বড় নির্দেশ হিসাবে পেটিএম পেমেন্টস ব্যাঙ্কের লাইসেন্স বাতিল করাকেই ধরা হচ্ছে। আসলে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া সাধারণ মানুষদের টাকা পয়সা সংক্রান্ত নিরাপত্তা দেওয়ার জন্য সারা বছরই দেশের সমস্ত ব্যাংক সহ আর্থিক প্রতিষ্ঠানগুলির উপর নজরদারি চালায়। সেক্ষেত্রে কোথাও কোনরকম ত্রুটি ধরা পড়লেই কঠোর ব্যবস্থা গ্রহণ করা হয়।
রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার পেটিএম পেমেন্টস ব্যাংকের উপর লাইসেন্স বাতিল করার এমন পদক্ষেপ গ্রহণ সারাদেশকে নাড়িয়ে দিয়েছে। তবে শুধু পেটিএম পেমেন্টস ব্যাঙ্ক নয়, এর পাশাপাশি আরও একটি সংস্থার ওয়ালেট পরিষেবা বন্ধ হয়ে যাবে ৩১ মার্চ, যদি একটি কাজ না করা হয়। মূলত ওই সংস্থার তরফ থেকেই ওয়ালেট পরিষেবা বন্ধ করে দেওয়ার ক্ষেত্রে পরিবর্তন আনার জন্যই এমনটা হতে চলেছে। এক্ষেত্রে গ্রাহকদের পরিষেবা টিকিয়ে রাখার জন্য সংস্থার তরফ থেকে দেওয়া নির্দেশ পালন করতে হবে।
যে সংস্থার ওয়ালেট পরিষেবার কথা বলা হচ্ছে সেই সংস্থার ওয়ালেট ভারতে বহুল ব্যবহৃত। যদিও সব জায়গায় এর জনপ্রিয়তা সমান নয়। তবে রদবদলের কারণেই ওই ওয়ালেট পরিষেবা বন্ধ হয়ে যাবে। যে ওয়ালেট পরিষেবার কথা বলা হচ্ছে সেটি হল এএনআই টেকনোলজিস প্রাইভেট লিমিটেডের ওলা মানি ওয়ালেট (Ola Money Wallet)। যে ওলা ক্যাব পরিষেবা আমরা ব্যবহার করে থাকি তাদেরই পরিষেবায় বদল আনার কারণে তা বন্ধ হতে চলেছে।
আরও পড়ুন ? Top up loan rules: বদলে যাবে টপ আপ ঋণের নিয়ম! যা-ইচ্ছে তাই আর চলবে না, পরিকল্পনা RBI-এর
আসলে ওই সংস্থা ১ এপ্রিল থেকে স্মল প্রিপেড পেমেন্ট ইন্সট্রুমেন্ট হিসাবে কাজ করবে। এর ফলে গ্রাহকদের নতুন করে কেওয়াইসি করতে হবে এবং ওলা মানি ওয়ালেট সার্ভিসের লিমিটও আগের তুলনায় কমে যাবে। তাদের নতুন নীতি অনুসারে এবার গ্রাহকরা সর্বোচ্চ ১০ হাজার টাকা ওয়ালেটে রাখতে পারবেন। এক্ষেত্রে যদি গ্রাহকরা এই পরিষেবা ব্যবহার করতে চান তাহলে নতুন করে কেওয়াইসি করে রেজিস্টার করতে হবে, আর যদি না করতে চান তাহলে ওয়ালেট থেকে টাকা তুলে নিতে হবে এবং কোন অপশন বাছলে হবে না। এক্ষেত্রে নিজে থেকেই আগের অ্যাকাউন্ট বন্ধ হয়ে যাবে।
যে সকল গ্রাহকরা সংস্থার নীতি অনুযায়ী নিজেদের ওয়ালেট পরিষেবা টিকিয়ে রাখতে চান তাদের সংস্থার তরফ থেকে দেওয়া নির্দেশ অনুযায়ী নতুন করে কেওয়াইসি করতে হবে এবং পিপিআই ওয়ালেটে নিজেদের অ্যাকাউন্ট স্থানান্তরিত করতে হবে। স্মল পিপিআই অ্যাকাউন্টের নিয়ম অনুসারে কোন গ্রাহক তাদের ওয়ালেটে থাকা টাকা অন্য কোন কোয়ালিটি অথবা ব্যাংক অ্যাকাউন্টে ট্রান্সফার করতে পারবেন না। কেবলমাত্র দোকান অথবা অন্য কোথাও কেনাকাটার পেমেন্ট করা যাবে। এছাড়াও মাসে ১০ হাজার টাকার বেশি জমা করা যায় না।