Visit Koraput in Odisha for a summer vacation: ভ্রমণ প্রেমীদের ভ্রমনীয় স্থানগুলির মধ্যে অন্যতম হলো দিঘা-পুরি-দার্জিলিং। যেখানে বছরে প্রায় বহুবারই তাদের ঘুরতে দেখা যায়। তবে এসব এখন অতীত। ওড়িশায় পুরি, সূর্য মন্দির, লিঙ্গরাজ মন্দির, উদয়গিরি-খণ্ডগিরি ছাড়াও রয়েছে আরো এক আকর্ষণীয় জায়গা। যার নাম কোরাপুট (Koraput)। এখানকার প্রাকৃতিক সৌন্দর্য, জলপ্রপাত যে কোনো ব্যক্তির মনকে আনন্দিত করে তুলবে। এখানে একবার গেলে ফিরে আসতে মন চাইবে না। ওড়িশার কোথায় অবস্থিতি কোরাপুট? এখানকার দর্শনীয় স্থান কি কি? জেনে নিন বিস্তারিতভাবে।
কোরাপুট
কোরাপুট (Koraput) হলো ওড়িশার একটি ছোট্ট শহর। যা ওড়িশা রাজ্যের দক্ষিণে পূর্বঘাট পাহাড়ে অবস্থিত। যা প্রায় ৮৫৩৪ কিলোমিটার জায়গা জুড়ে বঙ্গোপসাগরের নিকটে বিস্তৃত। এছাড়াও এখানকার সবুজায়ন, ঐতিহাসিক স্মৃতিসৌধ, স্থাপত্য সমস্ত কিছুই পর্যটকদের আকর্ষণ করে। অনেকেই কোরাপুটের সৌন্দর্যের সাথে সুইজারল্যান্ডকে তুলনা করেন। কি কি রয়েছে এই কোরাপুট শহরে?
গুপ্তেশ্বর গুহা
কোরাপুট শহরের দর্শনীয় স্থানগুলির মধ্যে অন্যতম হলো গুপ্তেশ্বর গুহা। যা প্রত্যেক পর্যটকদের আকর্ষণ করে। বিশেষত এই গুহার ভিতরে থাকা শিবলিঙ্গ। পুরাণ অনুসারে রামায়ণ যুগে শ্রী রামচন্দ্র বনবাস যাত্রায় এই শিবলিঙ্গ প্রথম খুঁজে পেয়েছিলেন। কথিত রয়েছে এই শিবলিঙ্গ নাকি প্রতিদিনই আকারে বৃদ্ধি পায়।
ডুডুমা জলপ্রপাত
কোরাপুট শহরে গেলে যেটা মিস করলে চলবে না সেটা হলো ডুডুমা জলপ্রপাত। যা ওড়িশার তৃতীয় উচ্চতম জলপ্রপাত। অন্ধ্রপ্রদেশের বিশাখাপত্তনম জেলার সীমান্তে অবস্থিত এই জলপ্রপাত। যার উচ্চতা ৫০০ মিটার। শুধু তাই না, এই জলপ্রপাতের পাশেই রয়েছে সবুজের সমাবেশ। কোরাপুট থেকে ১ ঘন্টা ৪৮ মিনিট দূরত্বেই অবস্থান করছে ডুডুমা জলপ্রপাত।
কোলাব বোটানিক্যাল গার্ডেন
যদি ফুলের দেশে যেতে চান তাহলে অবশ্যই আসতে পারেন কোরাপুট (Koraput) শহরের কোলাব বোটানিক্যাল গার্ডেনে। যেখানে ২০০টিরও বেশি প্রজাতির ফুলের বাগান রয়েছে। এই বাগানে একবার গেলে ফিরে আসতে মন চাইবে না। মনকে এক নিমেষে ঘায়েল করতে পারে এই কোলাভ বোটানিক্যাল গার্ডেন। এই গার্ডেনের অবস্থান হল গুলাব বাঁধের কিনারায়।
আরও পড়ুন ? Offbeat beaches in Odisha: পুরি বোরিং! ঘুরে আসুন ওড়িশার এই ৫ সমুদ্রসৈকত, মজা পাবেন
কোরাপুট আদিবাসী মিউজিয়াম
যেসব পর্যটকদের প্রাচীন বিষয় বা জিনিসের প্রতি আকর্ষণ রয়েছে তারা কোরাপুটের আদিবাসী মিউজিয়ামে ঘুরে আসতে পারেন। প্রাচীনের দেখার মত বিভিন্ন জিনিস রয়েছে এই মিউজিয়ামে। মূলত আদিবাসীদের বিভিন্ন জিনিস সংগ্রহ করে রাখা হয়েছে এই মিউজিয়ামে। যা পর্যটকদের মুগ্ধ করে। পোশাক-আশাক থেকে শুরু করে স্থাপত্য, গয়না, জীবনযাপন, ভাস্কর্য প্রভৃতি যা নজর কাড়তে বাধ্য।
কোরাপুট দেবমালি পাহাড়
কোরাপুট শহরের আর এক অনন্য জায়গা হল দেবমালি পাহাড়। যারা অ্যাডভেঞ্চারপ্রেমী তাদের জন্য এই পাহাড়ের সৌন্দর্য চোখে লাগার মতো। শীতের শেষের দিকে ট্রেকারদের ভিড় জমে এই পাহাড়ে। এখানকার নৈসর্গিক প্রাকৃতিক সৌন্দর্য যেকোনো ব্যক্তির মন ভালো করে দিতে পারে। পাশাপাশি এই পাহাড় হলো কোরাপুট (Koraput) শহরের সর্বোচ্চ শৃঙ্গ। যা সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় ১৬৭২ মিটার উপরে অবস্থান করছে।