নিজস্ব প্রতিবেদন : চলতি বছর লোকসভা নির্বাচনে বিজেপি সবচেয়ে বড় চমক দিয়েছে একেবারেই নিম্নবিত্ত পরিবারের রেখা পাত্রকে (Rekha Patra) প্রার্থী ঘোষণা করে। তাকে বিজেপির তরফ থেকে বসিরহাটের প্রার্থী ঘোষণা করা হয়েছে। রেখা পাত্র একেবারেই নিম্নবিত্ত পরিবারের একজন গৃহবধূ। তার বেশি দূর পড়াশোনা করা হয়নি। অল্প বয়সেই সন্দীপ পাত্রের সঙ্গে তার বিয়ে হয় এবং এখন তার তিন সন্তান রয়েছে।
আর্থিক অভাব অনটনের পরিবার থেকে উঠে আসা রেখা পাত্রের স্বামীকে সংসার টানতে পরিযায়ী শ্রমিক হতে হয়েছে। তিনি তামিলনাড়ুতে কর্মরত। স্বামীর থেকে অনেক দূরে সংসারের হাল ধরে তিন সন্তান, শ্বাশুড়িকে নিয়ে রেখাকে সংসার চালাতে হচ্ছে। আর এই পরিস্থিতিতেই তার নাম যখন বিজেপি প্রার্থী হিসেবে ঘোষণা করে তখনই রীতিমতো কিভাবে কোন দিক সামলাবেন তা নিয়ে শুরু হয় কঠিন পরিস্থিতি। আর সেই কঠিন পরিস্থিতি থেকে রেখাকে উদ্ধার করতে হাজির রেখার শ্বাশুড়ি অনুপমা পাত্র।
এমনিতে লক্ষ্য করলে দেখা যাবে, বৌমা ও শ্বাশুড়ির দ্বন্দ্ব ঘরে ঘরে বছরের পর বছর ধরে চলে আসছে। দূরবীন দিয়ে খোঁজাখুঁজি করলেও খুব কম সংখ্যক ঘর পাওয়া যায় যেখানে শ্বাশুড়ি বৌমার দ্বন্দ্ব নেই। আর রেখা পাত্র যে ধরনের পরিবার থেকে উঠে এসেছেন সেই ধরনের পরিবারে এইরকম দ্বন্দ্ব তুলনামূলক বেশি। কিন্তু ভোটের লড়াইয়ে অনুপমাকে রেখার পাশে যেভাবে দাঁড়াতে দেখা গেল তাতে রীতিমতো স্যালুট জানাবেন আপনিও।
রেখা পাত্রের তিন সন্তানের মধ্যে একজনের বয়স ১২ বছর, একজনের ৭ এবং আরেকজনের ৩ বছর। রেখা ভোটের প্রচারে বেরোলে এই তিন কন্যা সন্তান কে সামলাবেন? এই তিন সন্তানকে এখন ঠিকঠাক ভাবে রাখার পুরো দায়িত্ব নিয়েছেন বুড়ো বয়সে রেখার শ্বাশুড়ি। শুধু তাই না, যাতে করে বৌমা ঠিকভাবে ভোটের প্রচারে নেমে জয়যুক্ত হতে পারেন তার জন্য পুরো সংসার এখন সামলাতে হচ্ছে অনুপমাকে। এই বয়সে পুরো সংসার সামলানো কিছুটা হলেও কঠিন, তবে বৌমার জয়লাভ করার জন্য সেই সমস্ত কষ্ট সহ্য করতে রাজি শ্বাশুড়ি অনুপমা।
রেখা পাত্র একেবারেই নিম্নবিত্ত পরিবার থেকে উঠে আসা একজন মহিলা। মাটির বাড়ি, মাটির বাড়ি, সেইভাবে পরিচিতিই ছিল না তার। এরই মধ্যে আচমকা লাইম লাইটে তিনি চলে এসেছেন মূলত সন্দেশখালির ঘটনার পর। তারপরই শুভেন্দু অধিকারী তার বাড়ি গিয়েছিলেন এবং পরবর্তীতে তাকে বিজেপির তরফ থেকে লোকসভার প্রার্থী ঘোষণা করা হয়। এখন যেভাবে তিনি লাইমলাইটে এসেছেন, স্বাভাবিকভাবেই এই ধরনের অভ্যাস রেখা পাত্র অথবা তার পরিবারের কোন সদস্যের নেই।