The name of the world’s Top Ten Richest Cities came forward: বিশ্বের সবচেয়ে ধনী শহরগুলির (Top Ten Richest Cities) মধ্যে প্রথম ১০ টি শহরের মধ্যে অন্যতম ভারতের রাজধানী দিল্লি। এই প্রথম দিল্লি নিজের নাম প্রথম ১০ টি শহরের মধ্যে রাখতে পেরেছে। এটি ভারতবাসীর কাছে বেশ গর্বের বিষয়। ভারতের অর্থনৈতিক রাজধানী হিসেবে পরিচিত মুম্বাইও খুব একটা পিছিয়ে নেই অর্থনৈতিক দিক থেকে। এই শহরেরও ব্যাপক উন্নতি হয়েছে। হারুন রিসার্চ ইনস্টিটিউটের তরফ থেকে পেশ করা রিপোর্টে এই তথ্যই পাওয়া গেছে।
ব্রাজিল, ইন্দোনেশিয়া, জাপানে আর্থিক উন্নতি ভালোই হচ্ছে। তবে চীনে ইদানিং কিছুটা মন্দা দেখা দিয়েছে। আরেক দিকে ২০১৩ সালের পর থেকে ভারতে ধনকুবেরের সংখ্যাও বেড়েই চলেছে। এই সংখ্যা বাড়ার পিছনে ঠিক কি কারণ থাকতে পারে বলে আপনার মনে হয়?
২০১৩ সালের পর থেকে ভারতে বেশ কয়েকটি বড় শিল্প গড়ে উঠেছে যার ফলে ধনীদের সংখ্যাও বেড়ে গেছে। শুধুমাত্র ওষুধের ব্যবসা করে ধনকুবের হয়েছেন অন্তত ৩৯ জন। এছাড়াও, অটোমোবাইল বা অনুসারী ব্যবসা করে কোটিপতি হয়েছেন প্রায় ২৭ জন। কেমিক্যাল কারখানার দৌলতে আরো ২৪ জন ধনকুবেরের পর্যায়ে পৌঁছে গেছেন। সবমিলিয়ে এই ধনকুবেরদের মোট সম্পত্তির পরিমাণ দাঁড়িয়েছে প্রায় ১ ট্রিলিয়ন মার্কিন ডলার। অর্থাৎ, ভারতীয় ধনকুবেরদের মোট সম্পত্তির পরিমাণ গোটা বিশ্বের ধনকুবেরদের মোট সম্পত্তির ৭ শতাংশের সমান হয়ে দাঁড়িয়েছে।
আরও পড়ুন ? World Peaceful Country: বিশ্বের সবচেয়ে শান্তিপূর্ণ দেশ কোনটি? কত নম্বরে ভারত
বর্তমানে বিশ্বের ধনী দেশগুলির (Top Ten Richest Cities) সাথে ভারতও ভালো রকম টক্কর দিচ্ছে। ভারতের সবচেয়ে ধনী দুজন ব্যক্তির নাম জানেন? ভারতীয় ধনকুবেরদের তালিকায় প্রথম নামটি হল অনিল আম্বানির। তাঁর মোট সম্পত্তির পরিমাণ ১১৫ বিলিয়ন মার্কিন ডলার দ্বিতীয় স্থানে রয়েছেন আদানি গ্রুপ অফ ইন্ডাস্ট্রির মালিক গৌতম আদানি। তাঁর মোট সম্পত্তির পরিমান ৮৬ বিলিয়ান মার্কিন ডলার।
বিশ্বের ধনী শহরগুলিকে (Top Ten Richest Cities) নিয়ে করা সমীক্ষায় কলকাতা সম্পর্কে তেমন কোন তথ্য পাওয়া না গেলেও, বিশ্বের ধনী শহরগুলির মধ্যে প্রথম ১০ টির মধ্যে দিল্লির নাম উঠে আসার ঘটনাটা ভারতবাসীর তথা বিশ্ববাসীর কাছে বেশ তাৎপর্যপূর্ণ। পাশাপাশি আরও একটি শহর মুম্বাইয়ের অর্থনৈতিক উন্নতিও চোখে পড়ার মতন। ২০১৩ সালের পর থেকে ভারত বিশেষ করে দিল্লি, মুম্বাই এর মতন বড় শহর গুলি আর্থিকভাবে ব্যাপক উন্নতি করছে। ১১৯ জন বিলিওনার নিয়ে প্রথম স্থানে রয়েছে নিউ ইয়র্ক, ৯৭ জন বিলিওনার নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে লন্ডন, ৯২ জন বিলিওনার নিয়ে তৃতীয় স্থানে রয়েছে মুম্বই, ৯১ জন বিলিওনার নিয়ে চতুর্থ স্থানে রয়েছে বেজিং, ৮৭ জন বিলিওনার নিয়ে পঞ্চম স্থানে রয়েছে সাংহাই, ৮৪ জন বিলিওনার নিয়ে ষষ্ঠ স্থানে রয়েছে শেনঝেন, ৬৫ জন বিলিওনার নিয়ে সপ্তম স্থানে রয়েছে হংকং, ৫৯ জন বিলিওনার নিয়ে অষ্টম স্থানে রয়েছে মস্কো, ৫৭ জন বিলিওনার নিয়ে নবম স্থানে রয়েছে দিল্লি, ৫২ জন বিলিওনার নিয়ে দশম স্থানে রয়েছে সান ফ্রান্সিস্কো,