নিজস্ব প্রতিবেদন : ব্যাঙ্কের শাখার উপর প্রত্যেক গ্রাহককে কোন না কোন ভাবে নির্ভরশীল থাকতে হয়। যে কারণে ছুটির দিনে অযথা যাতে গ্রাহকরা শাখায় এসে ঘুরে না যান, যাতে হয়রানির শিকার না হন, তার জন্য প্রতি মাসেই রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার (RBI) তরফ থেকে ব্যাঙ্ক ছুটির তালিকা প্রকাশ করা হয়। ঠিক সেই রকমই আগামী এপ্রিল মাসে কোন কোন দিন বন্ধ থাকবে ব্যাঙ্কের শাখা (April 2024 Bank Holidays) চলুন দেখে নেওয়া যাক।
নতুন অর্থবর্ষের শুরু অর্থাৎ এপ্রিল মাসের ১ তারিখ সোমবার ব্যাঙ্ক বন্ধ থাকবে।
৫ এপ্রিল ২০২৪ শুক্রবার বাবু জগজীবন রামের জন্মদিন এবং জুম্মাত-উল-বিদা উপলক্ষে তেলেঙ্গানা, জম্মু এবং শ্রীনগরে ব্যাঙ্কগুলি বন্ধ থাকবে।
৯ এপ্রিল ২০২৪ মঙ্গলবার গুড়ি পাদওয়া/উগাদি উৎসব/তেলেগু নববর্ষ এবং প্রথম নবরাত্রি উপলক্ষে বেলাপুর, বেঙ্গালুরু, চেন্নাই, হায়দ্রাবাদ, ইম্ফল, জম্মু, মুম্বাই, নাগপুর, পানাজি এবং শ্রীনগরে ব্যাঙ্কগুলি বন্ধ থাকবে৷
১০ এপ্রিল ২০২৪ বুধবার ইদের কারণে কোচি এবং কেরালায় বন্ধ থাকবে।
১১ এপ্রিল ২০২৪ বৃহস্পতিবার ইদের জন্য সারা দেশে অনেক ব্যাঙ্ক বন্ধ থাকবে। তবে ওই দিন চণ্ডিগড়, গ্যাংটক, ইম্ফল, কোচি, সিমলা, তিরুবনন্তপুরমের ব্যাঙ্কগুলি খোলা থাকবে।
১৫ এপ্রিল ২০২৪ সোমবার হিমাচল দিবসের কারণে গুয়াহাটি এবং সিমলার ব্যাঙ্ক বন্ধ থাকবে।
১৭ এপ্রিল ২০২৪ বুধবার রাম নবমী উপলক্ষে আহমেদাবাদ, বেলাপুর, ভোপাল, ভুবনেশ্বর, চণ্ডীগড়, দেরাদুন, গ্যাংটক, হায়দরাবাদ, জয়পুর, কানপুর, লখনউ, পাটনা, রাঁচি, সিমলা, মুম্বাই এবং নাগপুরে ব্যাঙ্ক খুলবে না। পশ্চিমবঙ্গেও ওই দিন সরকারি ছুটি ঘোষণা করা হয়েছে। তবে ব্যাঙ্ক বন্ধ থাকবে কিনা তা এখনও স্পষ্ট নয়।
আরও পড়ুন ? Personal Loan: Personal Loan মিটিয়ে দেওয়ার পরও করতে হয় এই ছোট্ট কাজ, না হলেই ভোগান্তি
২০ এপ্রিল ২০২৪ শনিবার গড়িয়া পূজা উপলক্ষে আগরতলায় ব্যাঙ্কগুলি বন্ধ থাকবে।
এই সমস্ত ছুটির মধ্যে পশ্চিমবঙ্গের ব্যাঙ্ক কর্মীরা মাসের দ্বিতীয় ও চতুর্থ শনিবার, চারটি রবিবার ছাড়াও এপ্রিল মাসে ছুটি পাবেন ১ এপ্রিল ও ইদ উপলক্ষে। নববর্ষ এবার ১৪ এপ্রিল পড়ার কারণে তা রবিবার পড়েছে। এর ফলে ওই একটি ছুটি এবার পাচ্ছেন না ব্যাঙ্ককর্মীরা। অন্যদিকে মাসের দ্বিতীয় ও চতুর্থ শনিবার এবং প্রত্যেক রবিবার সাধারণ ছুটির নিয়ম অনুযায়ী গোটা দেশেই বন্ধ থাকবে প্রত্যেক ব্যাঙ্কের শাখা।