Kalyan Banerjee’s Viral Video: ‘আমাকে কী ভাবেন!’ আঙুল উঁচিয়ে মহিলা সাংবাদিককে ধমক, ভাইরাল কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের কীর্তি

Shyamali Das

Published on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : সামনেই লোকসভা নির্বাচন। এবারের এই লোকসভা নির্বাচনে গত তিনবারের মতো শ্রীরামপুর কেন্দ্রে তৃণমূলের প্রার্থী হয়েছেন কল্যাণ বন্দ্যোপাধ্যায় (Kalyan Banerjee)। তিনি এবার এই কেন্দ্র থেকে জয়লাভ করে বাউন্ডারি হাঁকাবেন এমনটাই দাবি করছেন। শুধু তাই নয় কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের কাছে এবারের লড়াই একেবারেই প্রেস্টিজ ফাইট। কেননা এবার তার বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করছেন তারই প্রাক্তণ জামাই কবীর শঙ্কর বসু।

Advertisements

প্রাক্তন জামাই এবং প্রাক্তন শ্বশুরের লড়াইয়ে যখন শ্রীরামপুর কেন্দ্র শিরোনামে চলে এসেছে সেই সময় কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের একটি ভিডিও ভাইরাল (Kalyan Banerjee’s Viral Video) হওয়া রীতিমতো তাকে অস্বস্তিতে ফেলল। যে ভিডিওতে দেখা যাচ্ছে, কল্যাণ বন্দ্যোপাধ্যায় রীতিমতো আঙ্গুল উঁচিয়ে ধমক দিচ্ছেন এক মহিলা সাংবাদিককে। যে ঘটনা নিয়ে এখন রীতিমতো শোরগোল পরে গিয়েছে রাজ্যে।

Advertisements

ভাইরাল হওয়া ওই ভিডিওতে দেখা যাচ্ছে, সাংবাদিকদের দেরিতে পৌঁছানো নিয়েই রীতিমতো চটে গিয়েছেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। আর চোটে গিয়েই তিনি বলেছেন, “সবাইকে বলে দাও এখন মিটিং করব না, সাংবাদিকরা এসেছেন, তাদের সঙ্গে কথা বলব। এতক্ষণ বসে ছিলাম এলেন না, আর এখন এসে বলছেন…..!” এরপরই তাকে ইংরেজিতে ওই সাংবাদিককে ডায়লগ দিতে দেখা যায় এবং আঙুল উঁচিয়ে রীতিমতো ধমক দিতে দেখা যায়।

Advertisements

আরও পড়ুন ? Serampore Lok Sabha: লেগে গেল ঠোকাঠুকি! প্রাক্তন শ্বশুর কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের ‘বাউন্ডারি’ আটকে দিলেন প্রাক্তন জামাই কবীর

কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে ওই সাংবাদিকের কথোপকথনের ভিডিও লুকিয়ে তোলেন তারই সঙ্গে থাকা কোন সহকর্মী। যেখানে কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে রীতিমত বলতে শোনা যায়, ‘আমাকে কী ভাবেন বলুন তো? কি স্টান্ডার্ডে ভাবেন?’ মোটের উপর ভাইরাল হওয়া ওই ভিডিওতে স্পষ্ট, কল্যাণ বন্দ্যোপাধ্যায় নিজের স্ট্যান্ডার্ড বোঝানোর জন্যই এমনভাবে ব্যবহার করেছেন ওই সাংবাদিকের সঙ্গে। পাশাপাশি তিনি চটে গিয়েছেন ওই সাংবাদিক দেরিতে আসার কারণে অথবা যখন তিনি ফাঁকা ছিলেন তখন না আসার কারণে। অন্যদিকে এই কথোপকথন চলার মাঝেই কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে থাকা কোন এক তৃণমূল নেতা জোর করে মোবাইলের ভিডিও রেকর্ডিং বন্ধ করে দেন।

BanglaXp এই ভিডিওর সত্যতা যাচাই করেনি। তবে এখন এই ভিডিও সোশ্যাল মিডিয়ায় রীতিমত ভাইরাল। বিজেপি নেতাদের পাশাপাশি অন্যান্যদের তরফ থেকেও এই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল করা হয়েছে। তবে এই ভিডিও সম্পর্কে যে তথ্য পাওয়া যাচ্ছে তা থেকে জানা যাচ্ছে, বুধবার এমন ঘটনাটি ঘটেছে আরামবাগে। যেখানে ব্লকপাড়ার কর্মীদের নিয়ে দলীয় কার্যালয়ে বৈঠকের আগে এমন ঘটনা ঘটে।

Advertisements