NHAI Vacancy 2024: প্রতি মাসে মিলবে ৬৭ হাজার টাকা, চাকরি দিচ্ছে NHAI

Antara Nag

Published on:

Advertisements

NHAI Vacancy 2024 to be filled: পড়াশোনা শেষ করে চাকরির প্রস্তুতি নিচ্ছেন? তাও আবার সড়ক পরিবহন মন্ত্রকের অধীনে কাজ করার ইচ্ছা রয়েছে? এসে গেছে সেই সুযোগ। কেন্দ্রীয় সংস্থা NHAI-তে কাজের অফার চাকরি প্রার্থীদের। চিফ জেনারেল পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করল ন্যাশনাল হাইওয়ে অথরিটি অফ ইন্ডিয়া (NHAI Vacancy 2024)। হাতছাড়া করলেই লস আপনার। আবেদন করতে জেনে নিন শিক্ষাগত যোগ্যতা, বয়সসীমা, বেতনক্রম, আবেদন পদ্ধতি সহ চাকরির বিস্তারিত তথ্য।

Advertisements
পদের নাম

চিফ জেনারেল ম্যানেজার।

Advertisements
মোট শূন্যপদ

NHAI-এর উল্লেখিত পদে মোট ৬ জন কর্মীকে নিয়োগ করা হবে।

Advertisements
শিক্ষাগত যোগ্যতা

আবেদনকারী প্রার্থীর শিক্ষাগত যোগ্যতা লাগবে স্বীকৃত বা অনুমোদিত প্রতিষ্ঠান থেকে সিভিল ইঞ্জিনিয়ারিং স্নাতকোত্তর ডিগ্রী। সংশ্লিষ্ট পদ বা সমতুল্য কোনো পদ অথবা কেন্দ্রের অধীনে কোনো সংস্থায় কমপক্ষে ১০ বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে। অপরদিকে কোনো চাকরি প্রার্থীর ১৭ বছরের কাজের অভিজ্ঞতা থাকলে তাকে এই নিয়োগে সুযোগ দেওয়া হবে।

বেতনক্রম

NHAI সংস্থার চিফ জেনারেল ম্যানেজার পদে নিযুক্ত প্রার্থীদের (NHAI Vacancy 2024) মাসিক বেতন দেওয়া হবে ৩৭,৪০০-৬৭,০০০ টাকা। মাসিক বেতনের পাশাপাশি গ্রেড পে বাবদ উপরন্ত ১০ হাজার টাকা অতিরিক্ত দেওয়া হবে।

বয়সসীমা

সর্বোচ্চ ৫৬ বছর বয়সী ব্যক্তিরা পর্যন্ত NHAI-এর এই পদে আবেদন করতে পারবেন। তবে অনগ্রসর শ্রেণীর জন্য বয়সের ছাড়পত্র দেওয়া হবে।

আবেদন পদ্ধতি

উপরে উল্লেখিত পদে অনলাইনে আবেদন করতে হবে। এর জন্য www.nhai.gov.in এই ওয়েবসাইটে গিয়ে প্রয়োজনীয় নথিপত্র দিয়ে ফর্ম পূরণ করে সাবমিট করলে আবেদন সম্পন্ন হবে। নথিপত্র যেগুলি লাগবে তা হল জন্ম সার্টিফিকেট, আধার কার্ড, ভোটার কার্ড, শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট, কাজের অভিজ্ঞতার সার্টিফিকেট, পাসপোর্ট সাইজ ছবি, ইমেইল আইডি, বৈধ নম্বর সহ অন্যান্য নথিপত্র।

আরও পড়ুন ? OICL Recruitment 2024: কপাল খুলতে চলেছে ১০০ জনের! মোটা টাকার চাকরি দিচ্ছে OICL

নিয়োগ প্রক্রিয়া

চিফ জেনারেল ম্যানেজার পদে নিয়োগ হবে মেরিট বেসড, ইন্টারভিউ, ডকুমেন্ট ভেরিফিকেশন এবং মেডিকেল পরীক্ষার মাধ্যমে। এই ৪ প্রক্রিয়ায় উত্তীর্ণ প্রার্থীরা এই পদে নিযুক্ত হতে পারবে।

আবেদনের শেষ তারিখ

ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে অনলাইনে আবেদন পর্ব। এপ্রিল মাসের ১৬ই এপ্রিল চিপ জেনারেল ম্যানেজার পদে শেষ আবেদন করা যাবে। ন্যাশনাল হাইওয়ে অথরিটি অফ ইন্ডিয়ার এই কর্মী নিয়োগের (NHAI Vacancy 2024) আরও বিস্তারিত তথ্য জানতে অনুসরণ করুন অফিশিয়াল ওয়েবসাইট। দেখে নিন শর্তাবলী।

Advertisements