নিজস্ব প্রতিবেদন : এপ্রিল মাসের শুরু হওয়া মানে নতুন এক অর্থবর্ষের শুরু হওয়া। এমনিতেই প্রতি মাসেই দেখা যায় টাকা পয়সা সংক্রান্ত বিভিন্ন রদবদল আসে। তবে এপ্রিল মাস অর্থাৎ নতুন অর্থবর্ষ শুরু হলে এই রদবদলের সংখ্যা অনেক বেড়ে যায়। ঠিক যেমন এবার ১১টি রদবদল (11 New Rules) এসেছে, যেগুলি সরাসরিঅথবা পরোক্ষভাবে প্রভাব ফেলবে আমজনতার পকেটে।
১) এপ্রিল মাসের প্রথম দিন থেকেই ১৯ কেজি ওজনের রান্নার গ্যাসের দাম হ্রাস পেয়েছে। সর্বোচ্চ ৩২ টাকা পর্যন্ত দাম হ্রাস পেয়েছে। রাজ্যের ভিত্তিতে কোথাও ৩০.৫০ টাকা, কোথাও আবার ৩১.৫০ টাকা, কোথাও আবার ৩২ টাকা দাম কমেছে। এপ্রিল মাসের শুরুতেই বাণিজ্যিক রান্নার গ্যাসের দাম কমার ফলে স্বস্তি সেই সকল মানুষদের, যারা এই ধরনের রান্নার গ্যাস ব্যবহার করে থাকেন।
২) কোন বীমা পলিসি তিন বছরের মধ্যে যদি সারেন্ডার করা হয় সেক্ষেত্রে কত টাকা পাওয়া যাবে, যদি চার থেকে সাত বছরের মধ্যে সারেন্ডার করা হয় সেক্ষেত্রে কত মিলবে, এই সমস্ত হিসেব-নিকেশ এবার ইনসিওরেন্স রেগুলারলিটি এন্ড ডেভেলপমেন্ট অথরিটির তরফ থেকে জানিয়ে দেওয়া হয়েছে। এক্ষেত্রে সারেন্ডার ভ্যালু দু’রকম অর্থাৎ কম বেশি রাখা হয়েছে।
৩) যে সকল গ্রাহকরা অ্যাক্সিস ব্যাংকের ম্যাগনাস ক্রেডিট কার্ড ব্যবহার করেন তারা আগামী ২০ এপ্রিল থেকে বিমা, সোনা, তেল ইত্যাদি ক্রয়ের উপর আর রিওয়ার্ড পয়েন্ট পাবেন না। এছাড়াও ডোমেস্টিক এয়ারপোর্টে লাউঞ্জের জন্য পূর্ববর্তী ত্রৈমাসিকে অন্ততপক্ষে ৫০ হাজার টাকা খরচ করতে হবে।
৪) ন্যাশনাল পেনশন সিস্টেমের অ্যাকাউন্ট লগইন করার ক্ষেত্রে এবার ইউজার আইডি এবং পাসওয়ার্ড ছাড়াও লাগবে ওটিপি। অ্যাকাউন্টের সঙ্গে সংযুক্ত থাকা মোবাইল নম্বরে ওটিপি আসবে এবং সেই ওটিপি নির্দিষ্ট জায়গায় দেওয়ার পরই লগইন করা যাবে। সুরক্ষা ব্যবস্থা আরও সুরক্ষিত করার জন্য এমন টু স্টেপ অথেন্টিকেশন চালু করা হয়েছে।
৫) সেবির তরফ থেকে বিদেশের এক্সচেঞ্জ ট্রেডেড ফান্ড-এ বিনিয়োগকারীদের ইনফ্লো বন্ধ করার নির্দেশ দেওয়া হয়েছে। নির্দেশ অনুযায়ী যাতে কাজ করা হয় সেই বিষয়ে ইতিমধ্যেই চিঠি করা হয়েছে অ্যাসোসিয়েশন অফ মিউচুয়াল ফান্ড ইন ইন্ডিয়ার তরফ থেকে।
৬) ওলা মানি ওয়ালেটে ১ এপ্রিল থেকে পরিবর্তনের কথা জানানো হয়েছে। এই সংস্থা এবার স্মল প্রিপেড পেমেন্ট ইন্সট্রুমেন্ট হিসাবে ভারতে কাজ করার সিদ্ধান্ত নিয়েছে। এর ফলে ওয়ালেটে সর্বোচ্চ ১০ হাজার টাকা রাখা যাবে।
৭) স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার তরফ থেকে তাদের গ্রাহকদের ডেবিট কার্ডের রক্ষণাবেক্ষণের চার্জ ১ এপ্রিল থেকে ৭৫ টাকা বৃদ্ধি করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই সিদ্ধান্তের ফলে আগে যে টাকা খরচ করতে হতো এখন তার থেকে ৭৫ টাকা বেশি খরচ করতে হবে কার্ড অনুযায়ী।
৮) এপ্রিল মাসের শুরুতেই ৮০০ টি ওষুধের দাম বৃদ্ধি পাবে বলে আগেই জানানো হয়েছিল। অ্যান্টিবায়োটিক, পেইনকিলার ইত্যাদি ওষুধের দাম ০.০০৫৫ শতাংশ বৃদ্ধি করা হবে বলে আগেই জানান হয়েছিল ন্যাশনাল ফার্মাসিউটিক্যাল প্রাইসিং অথরিটির তরফে।
৯) ১ এপ্রিল থেকে এইচ১বি মার্কিন ভিসার ক্ষেত্রে বেশি টাকা গুনতে হবে। এতদিন যেখানে ৩৮ হাজার টাকা গুনতে হতো সেই জায়গায় এবার গুনতে হবে ৬৪ হাজার টাকা। এই ভিসার খরচ বৃদ্ধি পাওয়ার ফলে তা সরাসরি ভারতীয়দের উপর প্রভাব ফেলবে।
আরও পড়ুন ? USSD New Declaration: USSD পরিষেবায় আসছে বদল, Dot-এর নির্দেশে বেঁচে যাবেন বহু মোবাইল ব্যবহারকারীরা
১০) বাড়ি ভাড়া দেওয়ার উপর রিওয়ার্ড পয়েন্ট বন্ধ হয়ে যাচ্ছে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার বিভিন্ন ক্রেডিট কার্ডে। কোন কোন ক্রেডিট কার্ডে ১ এপ্রিল এবং কোন কোন ক্রেডিট কার্ডে ১৫ এপ্রিল থেকে এই বদল আসছে।
১১) যে সকল গ্রাহকদের কাছে ইয়েস ব্যাংকের ক্রেডিট কার্ড রয়েছে তাদের ডোমেস্টিক লাউঞ্জ এক্সেস পাওয়ার জন্য এক ত্রৈমাসিকে অন্ততপক্ষে ১০ হাজার টাকা খরচ করতে হবে।