নিজস্ব প্রতিবেদন : আমার আপনার কষ্টার্জিত টাকা যাতে ব্যাঙ্ক অথবা অন্যান্য আর্থিক প্রতিষ্ঠানে সুরক্ষিত থাকে তার জন্য সব সময় নজরদারি চালানো হয় রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার (RBI) তরফ থেকে। এমন নজরদারি চালানোর সময় কোথাও কোনো রকম ত্রুটি দেখলেই রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া তৎপরতার সঙ্গে ব্যবস্থা গ্রহণ করে।
রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া সাধারণ মানুষদের কষ্টার্জিত টাকা সুরক্ষিত রাখার জন্য কত বড় পদক্ষেপ নিতে পারে তা আমরা দিন কয়েক আগেই দেখতে পেয়েছি। কেন্দ্রীয় ব্যাংকের নিয়ম না মানার জন্য রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া পেটিএম পেমেন্টস ব্যাংকের লাইসেন্স বাতিল করে দিয়েছে। এছাড়াও নিয়ম না মানার জন্য বন্ধন ব্যাঙ্ক, ব্যাংক অফ ইন্ডিয়ার মত ব্যাংককেও জরিমানা করেছিল। আর এবার তাদের তরফ থেকে আরও পাঁচটি ব্যাংকের উপর জরিমানা (RBI Penalty) আরোপ করা হলো।
নতুন করে যে পাঁচটি ব্যাংকের উপর রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার তরফ থেকে জরিমানা আরোপ করা হয়েছে তাদের বিরুদ্ধে একাধিক অভিযোগ রয়েছে। সেই সকল অভিযোগের মধ্যে অন্যতম হলো, রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার তরফ থেকে নির্ধারণ করে দেওয়া সীমার থেকে বেশি টাকা ঋণ দেওয়া, ইচ্ছাকৃতভাবে ঝুঁকিপূর্ণ ঋণ দেওয়া, অযোগ্য ব্যক্তিদের দিয়ে পরিচালন কমিটি গঠন করা, নাবার্ডকে সঠিক সময়ে হিসেব না দেওয়া ইত্যাদি।
আরও পড়ুন ? April 2024 Bank Holidays: এপ্রিল মাসে কোন কোন দিন কোথায় বন্ধ থাকবে ব্যাঙ্ক, তালিকা দিল RBI
রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার তরফ থেকে সম্প্রতি যে সকল ব্যাংকের উপর এমন আর্থিক জরিমানা আরোপ করা হয়েছে সেই সকল ব্যাংকগুলি মহারাষ্ট্র, কর্ণাটক এবং তামিলনাড়ুতে অবস্থিত। এই সকল ব্যাংকগুলির মধ্যে অবশ্য একটিও পশ্চিমবঙ্গের নেই। এছাড়াও রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার তরফ থেকে পেশ করার তথ্য থেকে জানা গিয়েছে, এই পাঁচটি ব্যাংকের প্রত্যেকটি কো-অপারেটিভ ব্যাংক। তবে দিন দিন যেভাবে কো-অপারেটিভ ব্যাংকগুলির এমন দায়িত্বহীন কাজকর্ম বৃদ্ধি পাচ্ছে তাতে সাধারণ মানুষদের ভরসা আর কত দিন টিকবে তা নিয়ে সন্দেহ রয়েছে।
রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার তরফ থেকে পেশ করার তথ্য থেকে জানা গিয়েছে, ৫৮ লক্ষ টাকা জরিমানা করা হয়েছে নাসিকের লক্ষ্মী কোঅপারেটিভ ব্যাংক লিমিটেডকে। ২৮ লক্ষ টাকা জরিমানা করা হয়েছে মহারাষ্ট্রের সোলাপুর জনতা সরকারি ব্যাংক লিমিটেডকে। ১ লক্ষ টাকা আর্থিক জরিমানা করা হয়েছে উত্তরপ্রদেশের মথুরা ডিস্ট্রিক্ট কো-অপারেটিভ ব্যাংককে। ৫০ হাজার টাকা আর্থিক জরিমানা করা হয়েছে কর্নাটকের চিকমাগালুর ডিস্ট্রিক্ট কো-অপারেটিভ সেন্ট্রাল ব্যাংক লিমিটেডকে এবং তামিলনাড়ুর দিনদিগুল আরবান কো-অপারেটিভ ব্যাংক লিমিটেডকে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।