নিজস্ব প্রতিবেদন : সবে গরম পড়তে শুরু করেছে। তবে শুরুতেই যেভাবে খেল দেখানো শুরু করলো গরম তাতে সামনের দিনগুলি কিভাবে কাটবে তা নিয়েই দুশ্চিন্তায় দক্ষিণবঙ্গের বাসিন্দারা। কেননা এবার গরমের শুরুতেই সোমবার থেকে রীতিমতো দক্ষিণবঙ্গের জেলায় জেলায় লু বইতে শুরু করেছে। লু বইতে শুরু করার পাশাপাশি তাপমাত্রার পারদ তরতরিয়ে বাড়তে শুরু করেছে। এমন পরিস্থিতিতে দক্ষিণবঙ্গের জন্য সোমবার হাওয়া অফিসের তরফ থেকে কি পূর্বাভাস (Weather Forecast South Bengal) দেওয়া হল চলুন দেখে নেওয়া যাক।
হাওয়া অফিসের তরফ থেকে জানা গিয়েছে, সোমবার দক্ষিণবঙ্গের সুন্দরবনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৪ ডিগ্রি, অশোকনগরের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৭ ডিগ্রি, সল্টলেকের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৯ ডিগ্রি, দমদমের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৮ ডিগ্রি, দীঘার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৫ ডিগ্রি, ডায়মন্ড হারবারের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৭ ডিগ্রি, আলিপুরের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৭ ডিগ্রি।
হাওড়ার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৮ ডিগ্রি, বর্ধমানের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৮ ডিগ্রি, মেদিনীপুরের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৯ ডিগ্রি, বিষ্ণুপুরের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৪১ ডিগ্রি, পুরুলিয়ার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৪০ ডিগ্রি, আসানসোলের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৯ ডিগ্রি, শান্তিনিকেতনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৯ ডিগ্রি, শ্রীনিকেতনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৮ ডিগ্রি, এছাড়ার মুর্শিদাবাদ, বহরমপুর ও কৃষ্ণনগরের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৮ ডিগ্রি।
আরও পড়ুন ? Bullet Train: কতদূর এগোলো বুলেট ট্রেনের প্রকল্প, লেটেস্ট আপডেট দিলেন রেলমন্ত্রী
হাওয়া অফিসের রিপোর্ট থেকেই স্পষ্ট, গত দুদিনে দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলার সর্বোচ্চ তাপমাত্রা বেশ কয়েক ডিগ্রি বেড়ে গিয়েছে। আর এরই সঙ্গে সঙ্গে এবার হাওয়া অফিসের তরফ থেকে পূর্বাভাসে জানিয়ে দেওয়া হল, আগামী দিন কয়েক দক্ষিণবঙ্গের কোন জেলাতেই বৃষ্টির কোন পূর্বাভাস নেই। বৃষ্টির পাশাপাশি কালবৈশাখীরও সম্ভাবনা দেখতে পাচ্ছে না হাওয়া অফিস। আর এরই ফলে গরমের খেল দেখানো শুরু হবে বলেই মনে করা হচ্ছে।
হাওয়া অফিসের তরফ থেকে পূর্বাভাসে জানানো হয়েছে, আগামী বুধবার থেকে শুক্রবার পর্যন্ত টানা তিন দিন দক্ষিণবঙ্গের সব জেলার সর্বোচ্চ তাপমাত্রা অনেকটাই ঊর্ধ্বমুখী থাকবে। এছাড়াও পাঁচ জেলা বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, ঝাড়গ্রাম এবং পশ্চিম মেদিনীপুরে তাপপ্রবাহ পরিস্থিতি তৈরি হবে। ওই তিন দিন এই সকল জেলার সর্বোচ্চ তাপমাত্রা ৪০ ডিগ্রি থেকে ৪২ ডিগ্রির মধ্যে ঘোরাফেরা করবে। আর এই পরিস্থিতির দিকে তাকিয়ে হাওয়া অফিসের তরফ থেকে সতর্কতা অবলম্বন করার কথাও জানানো হয়েছে।