FASTag New Rules: বদলে গেল FASTag ব্যবহারের নিয়ম, না জানলে গুনতে হবে ডবল টাকা

Shyamali Das

Published on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : গত কয়েক বছর ধরেই ভারতে ব্যাপক জনপ্রিয়তা লাভ করেছে FASTag। তবে এমন জনপ্রিয়তা শুধু শুধু আসেনি, আসলে কেন্দ্র সরকারের তরফ থেকে কড়া পদক্ষেপ নেওয়ার পরই এর ব্যবহার বেড়েছে তরতরিয়ে। আর এবার FASTag ব্যবহারের নিয়মে (FASTag New Rules) বদল আনলো কেন্দ্র। গত ১ এপ্রিল থেকে নতুন নিয়ম কার্যকর হয়ে গিয়েছে। নতুন নিয়ম না জানলে গুনতে হবে ডবল টাকা।

Advertisements

টোল প্লাজায় যাতে দীর্ঘক্ষণ ধরে যানবাহন দাঁড়িয়ে থাকতে না হয় তার জন্য চালু করা হয়েছিল FASTag। এই ব্যবস্থাই কোন যানবাহন টোল প্লাজায় ঢুকলেই তার FASTag স্ক্যান করে নেওয়া হয় এবং সেখানে থাকা ব্যালেন্স থেকেই টোল আদায় করা হয়। এই ব্যবস্থার ফলে টোল আদায়ের ক্ষেত্রে এক একটি যানবাহনের পিছনে কয়েক মিনিট সাশ্রয় হয়েছে।

Advertisements

তবে লক্ষ্য করে দেখা গিয়েছে, একাধিক গাড়িতে কেবলমাত্র একটি FASTag ব্যবহার করা হয়। আবার কোন কোন ক্ষেত্রে দেখা গিয়েছে, একটি গাড়িতে একাধিক FASTag ব্যবহার করা হচ্ছে। কিন্তু এসব আর চলবে না। কেননা কেন্দ্রের তরফ থেকে এবার নতুন যে নিয়ম জারি করে দেওয়া হল সেই নিয়ম অনুযায়ী একটি গাড়িতে কেবলমাত্র একটি FASTag ব্যবহার করা যাবে। এক্ষেত্রে কোন FASTag যেমন একাধিক গাড়িতে ব্যবহার করা যাবে না, ঠিক সেই রকমই আবার একটি গাড়িতে একাধিক FASTag ব্যবহার করাও যাবে না।

Advertisements

আরও পড়ুন ? Digital Ration Card: ডিজিটাল রেশন না থাকলেও চিন্তা নেই! এবার এই পদ্ধতিতে সহজেই পান ই-রেশন কার্ড

সোমবার থেকে নতুন নিয়ম জারি হয়ে যাওয়ার পর এই ধরনের কাজকর্মের সঙ্গে যারা যুক্ত রয়েছেন তাদের এখনই ব্যবস্থা গ্রহণ করতে হবে। কারো কাছে যদি একাধিক FASTag থেকে থাকে তাহলে সেগুলির মধ্যে যেকোনো একটিকে বেছে নিতে হবে ব্যবহারের জন্য এবং অন্যগুলি নিষ্ক্রিয় করে দিতে হবে। একইভাবে যদি কারো কাছে একাধিক গাড়ি থাকে এবং একটি FASTag থাকে তাহলে তাকেও সবকটি গাড়ির জন্য আলাদা আলাদা FASTag করাতে হবে। আর তা না হলে কিন্তু ডবল টাকা গুনতে হবে।

ডবল টাকা এই কারণেই গুনতে হবে, যদি এই নিয়ম না মানার কারণে কারো FASTag কাজ না করে আর তিনি কোন টোল প্লাজা দিয়ে যান তাহলে তাকে তখন নগদে টোল দিতে হবে। বর্তমানে দেশে নগদে টোল দেওয়ার যে নিয়ম রয়েছে সেই নিয়ম অনুযায়ী, যদি কারো কাছে FASTag না থাকে অথবা তিনি যখন টোল প্লাজায় টোল দিতে যাচ্ছেন তখন FASTag কাজ না করে তাহলে তাকে নগদে টোল দেওয়ার জন্য ডবল টাকা দিতে হবে।

Advertisements