Jio 234 Recharge Plan: ২৩৪ টাকাতেই ২ মাস, Jio নিয়ে এলো গরিবদের জন্য সস্তার প্ল্যান

Shyamali Das

Published on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : মুকেশ আম্বানির টেলিকম সংস্থা Jio এমনিতেই ভারতীয়দের মোবাইল খরচ অনেক কমিয়ে দিয়েছে। তাদের টেলিকম সংস্থা লঞ্চ হওয়ার আগে কেবলমাত্র কল করার জন্যই গ্রাহকদের মিনিটে ১ টাকা থেকে ১ টাকা ৫০ পয়সা খরচ করতে হতো। ডেটার কথা না হয় ছেড়েই দিলাম। কেননা, সেই সময় ১ জিবি ডেটার জন্য খরচ করতে হতো অন্ততপক্ষে ২৫০ টাকা। তবে জিও আসার পর থেকে অফুরন্ত ডেটার পাশাপাশি গ্রাহকরা এখন কম টাকাতেই পাচ্ছেন আনলিমিটেড কল সহ অন্যান্য বিভিন্ন সুবিধা।

Advertisements

জিও কেবলমাত্র স্মার্টফোন ব্যবহারকারীদের সস্তায় মোবাইল পরিষেবা দিচ্ছে তা নয়। এর পাশাপাশি সাধারণ নিম্নবিত্ত শ্রেণীর মানুষদেরও মোবাইল ব্যবহারের স্বপ্নপূরণ করতে সক্ষম হয়েছে। ইতিমধ্যেই তাদের তরফ থেকে কিপ্যাড ফোন লঞ্চ করে 4G পরিষেবা দেওয়া হচ্ছে। পাশাপাশি ওই ফোনের মধ্যেই দেওয়া হচ্ছে বিনোদনের বিভিন্ন ব্যবস্থাও। আর এবার জিও এই সকল কিপ্যাড ফোন ব্যবহারকারীদের জন্য এমন একটি রিচার্জ প্ল্যান (Jio 234 Recharge Plan) লঞ্চ করলো যাতে ২৩৪ টাকাতেই চলে যাবে দু’মাস।

Advertisements

সংস্থার তরফ থেকে নতুন যে রিচার্জ প্ল্যানটি লঞ্চ করা হয়েছে সেটি মূলত JioBharat ফোন যারা ব্যবহার করেন তাদের জন্য। এই রিচার্জ প্ল্যানটিতে ব্যবহারকারীরা ৫৬ দিনের ভ্যালিডিটি পাবেন। যদি হিসেব করা যায় তাহলে ২৮ দিনের জন্য খরচ হচ্ছে মাত্র ১১৭ টাকা। ভারতবর্ষে আর কোন টেলিকম সংস্থা নেই যারা এত সস্তায় মোবাইল পরিষেবা ব্যবহার করার পাশাপাশি এক রিচার্জ প্ল্যানে একগুচ্ছ সুবিধা দিতে পারে।

Advertisements

আরও পড়ুন ? Isha Ambani House Sold: বিক্রি হয়ে গেল মুকেশ আম্বানির মেয়ে সাধের বাড়ি, দাম কত পেলেন জানেন!

জিও’র ২৩৪ টাকার রিচার্জ প্ল্যানটি রিচার্জ করা হলে গ্রাহকরা কেবলমাত্র ৫৬ দিন ভ্যালিডিটি পাবেন তা নয়। এর সঙ্গে মিলবে আরও একগুচ্ছ সুবিধা। কেননা সংস্থার তরফ থেকে ৫৬ দিনের জন্য দেওয়া হচ্ছে আনলিমিটেড কল। আনলিমিটেড কল ছাড়াও থাকছে প্রতিদিন ৫১২ এমবি করে ডেটা। এখানেই শেষ নয়, এর পাশাপাশি আবার প্রতি মাসে দেওয়া হবে ৩০০ টি করে মোট ৬০০টি এসএমএস।

কল, ডেটা, এসএমএস এসব দিয়েই শেষ হচ্ছে না ২৩৪ টাকার রিচার্জ প্ল্যান। কেননা এর সঙ্গেও আবার দেওয়া হচ্ছে বিভিন্ন অ্যাপের সাবস্ক্রিপশন। JioSaavan, JioCinema ইত্যাদি অ্যাপের সাবস্ক্রিপশন মিলবে ওই ২৩৪ টাকার রিচার্জ প্ল্যানের সঙ্গেই।

Advertisements