How many bank lockers can be taken in one’s name: গুরুত্বপূর্ণ জিনিসপত্র নিরাপদে রাখার অন্যতম স্থান হলো ব্যাঙ্ক লকার। যেখানে চুক্তির মাধ্যমে গহনা থেকে শুরু করে দরকারি নথিপত্র সমস্ত কিছুই নিরাপদে রাখা যায়। যা হারিয়ে গেলে বা চুরি গেলে দায়ভার নিতে হয় সেই ব্যাঙ্ককে। তার জন্য যথেষ্ট নিরাপত্তা প্রদান করে বিভিন্ন ব্যাঙ্ক। এমনি এমনি নয় এর জন্য নির্দিষ্ট পরিমাণ বার্ষিক চার্জ দিতে হয় গ্রাহকদের। ব্যাঙ্ক লকার (Bank Locker) সম্পর্কে অনেকেরই বিভিন্ন ধরনের ভ্রান্ত ধারণা রয়েছে। যেমন একজন ব্যক্তি কতগুলি ব্যাঙ্ক লকার করতে পারে? কিভাবে এই ব্যাঙ্ক লকার ভাড়া নিতে হয়? এর জন্য কি কি নিয়ম-কানুন অনুসরণ করতে হয়? আজকের এই প্রবন্ধে এই ব্যাঙ্ক লকার সম্পর্কিত গুরুত্বপূর্ণ তথ্য সহ নিয়ম-কানুন জানানো হয়েছে। আসুন সময় নষ্ট না করে জেনে নেওয়া যাক।
ব্যাঙ্ক লকার কিভাবে ভাড়া নিতে হয়? প্রথমত ব্যাঙ্কের লকার ভাড়া নিতে গ্রাহককে একটি KYC সহ দরখাস্ত করতে হয়। তারপর চুক্তির ভিত্তিতে ব্যাঙ্কের শর্তাবলী মেনে চুক্তি স্বাক্ষর করতে হয়। এই পদ্ধতি “মেমোরেন্ডাম অফ লেটিং” নামেও পরিচিত। তবে সব গ্রাহকদের থেকে সমান ভাড়া নেওয়া হয় না। লকারের (Bank Lockers) আকার বা আয়তন অনুযায়ী ভাড়া চার্জ করা হয়। যা গ্রাহকদের অ্যাকাউন্ট থেকে কভার করে ব্যাঙ্ক। সেই অনুযায়ী গ্রাহকদের একটি নির্দিষ্ট পরিমাণ টাকা অ্যাকাউন্টে রাখতে হয়। যা তিন বছরের হিসেবে ব্যাঙ্ক কেটে নেয়।
কোন গ্রাহকদের জন্য লকার ভাড়া প্রযোজ্য? RBI-এর নিয়ম অনুযায়ী যে কাউকে ব্যাঙ্ক লকার ভাড়া দেওয়া যায় না। এর জন্য ব্যক্তিকে সেই ব্যাঙ্কের সেভিংস বা কারেন্ট অ্যাকাউন্ট হোল্ডার হতে হয়। তিন বছরের ফিক্সড ডিপোজিট করা থাকলেও গ্রাহককে ব্যাঙ্ক লকার ভাড়া দেওয়া হয়। যার জন্য একটা অল্প অ্যামাউন্টের বার্ষিক চার্জ দিতে হয় গ্রাহককে। যা ব্যাঙ্ক আগে থেকেই কভার করে নেয়।
একজনের নামে একাধিক লকার কি ভাড়া নেওয়া যায়? আরবিআই-এর নিয়ম অনুযায়ী এই বিষয়ে বিভিন্ন ব্যাঙ্ক বিভিন্ন রকম সিদ্ধান্ত নেয়। ফলে গ্রাহক চাইলে কোনো ব্যাঙ্কে একটার বেশি একাধিক লকার ভাড়া নিতে পারে। তবে এর জন্য ব্যাঙ্ক কর্তৃপক্ষের সাথে কথা বলতে হবে। অপরদিকে কোনো গ্রাহক যদি ব্যাঙ্ক লকার বন্ধ করে দিতে চান তাহলে সেক্ষেত্রেও আবেদনপত্র জমা দিতে হবে। পাশাপাশি ব্যাঙ্কের লকার খালি করে দিতে হবে এবং লকারের চাবি ফিরিয়ে দিতে হবে গ্রাহককে। তবে অবশ্যই চুক্তি সমাপ্ত হওয়ার পর যেহেতু ব্যাঙ্ক আগে থেকে লকারের ভাড়া কেটে নেয় তাই লকার বন্ধ করে দিলে ব্যাঙ্ক তরফে গ্রাহকের সেই টাকা ফেরত দেওয়া হবে।
আরও পড়ুন ? Toll Tax New Decision: টোল ট্যাক্স নিয়ে নতুন সিদ্ধান্ত, এখনই পকেট থেকে খসবে না বাড়তি টাকা
লকার ভাড়ায় একাধিক শেয়ার? অনেকেরই ধারণা থাকে ব্যাঙ্কের একটি লকারের শেয়ার হোল্ডার একজনই থাকে। কিন্তু না, একটি লকারের শেয়ার একাধিক জন হতে পারে। তাই অবশ্যই ব্যাঙ্কের লকার ওপেন করলে নমিনি করবেন। এর ফলে লকার হোল্ডার মারা গেলে সেই মনোনীত ব্যক্তি নথিপত্র জমা দিয়ে লকারের বিষয়বস্তু গ্রহণ করতে পারবেন। এছাড়াও আইনি উত্তরাধিকারী সূত্র লকারের অধিকার পাওয়া যায়।
লকারে নিরাপত্তার দায়িত্ব? RBI-এর নিয়ম অনুযায়ী ব্যাঙ্কের লকারের (Bank Lockers) নিরাপত্তার দায়িত্ব থাকে সেই ব্যাঙ্কের উপর। ফলে লকার হোল্ডারের কোনো গুরুত্বপূর্ণ নথি বা জিনিসপত্র হারিয়ে গেলে তার পুরো দায় সেই ব্যাঙ্ক কর্তৃপক্ষের উপর। যার ফলে কিছু হারিয়ে গেলে তার ক্ষতিপূরণ হিসেবে ব্যাঙ্ক তরফে ভাড়ার ১০০ গুণ ফেরত দিতে হয় সেই গ্রাহককে।