Krishna Kalyani Property Details: ৩ বছরে তরতরিয়ে বেড়েছে সম্পত্তি! রইল তৃণমূলের কৃষ্ণ কল্যাণীর সম্পত্তির পুরো হিসেব-নিকেশ

Shyamali Das

Published on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : গত বিধানসভা নির্বাচনে রায়গঞ্জ থেকেই প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন প্রতিষ্ঠিত ব্যবসায়ী কৃষ্ণ কল্যাণী (Krishna Kalyani)। শুধু প্রতিদ্বন্দ্বিতা করা নয়, পাশাপাশি জয়লাভও করেছিলেন। তবে জয়লাভ করার কয়েক মাসের মধ্যেই তিনি তৃণমূলে যোগদান করেন। তৃণমূলে যোগদান করলেও তিনি বিধায়ক পদ থেকে ইস্তাফা দেননি। তবে এবার লোকসভা নির্বাচনের আগে তিনি বিধায়ক পদ থেকে ইস্তফা দেন এবং রায়গঞ্জ লোকসভা কেন্দ্র থেকে তৃণমূলের প্রার্থী হন।

Advertisements

গত মঙ্গলবার কৃষ্ণ কল্যাণী রায়গঞ্জ লোকসভা কেন্দ্র থেকে তৃণমূলের প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য মনোনয়নপত্র জমা দিয়েছেন। মনোনয়নপত্র জমা দেওয়ার পাশাপাশি তিনি জমা দিয়েছেন হলফনামা। যেখানেই তার সম্পত্তির পুরো হিসেব-নিকেশ উল্লেখ রয়েছে। একইভাবে একুশের বিধানসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার সময়ও তিনি হলফনামা জমা করেছিলেন। আর এই দুই হলফনামা থেকেই স্পষ্ট মাত্র তিন বছরে তরতরিয়ে বেড়েছে কৃষ্ণ কল্যাণীর সম্পত্তি।

Advertisements

একুশের বিধানসভা নির্বাচনে তিনি যে হলফনামা জমা দিয়েছিলেন, সেখানে তার মোট অস্থাবর সম্পত্তির পরিমাণ ছিল ৩ কোটি ৩৮ লক্ষ ৭০ হাজার ৬০০ টাকা। মোট স্থাবর সম্পত্তির পরিমাণ ছিল ৯৯ লক্ষ টাকা। এই সম্পত্তি এবার কয়েক গুণ বেড়ে গিয়েছে। অন্ততপক্ষে কৃষ্ণ কল্যাণী হলফনামায় যা উল্লেখ করেছেন তা থেকেই স্পষ্ট। এছাড়াও গত তিন বছর আগের তুলনায় তার বার্ষিক আয়ও অনেক বৃদ্ধি পেয়েছে। চলুন দেখে নেওয়া যাক ২০২৪ সালে কত টাকার সম্পত্তির হিসেব দেখিয়েছেন কৃষ্ণ কল্যাণী।

Advertisements

আরও পড়ুন ? Toll Tax New Decision: টোল ট্যাক্স নিয়ে নতুন সিদ্ধান্ত, এখনই পকেট থেকে খসবে না বাড়তি টাকা

২৭ মার্চ ২০২৪ তারিখের হিসেব অনুযায়ী কৃষ্ণ কল্যাণী এবং তার স্ত্রীর হাতে থাকা মোট নগদের পরিমাণ যথাক্রমে ১৮ লক্ষ ৮৪ হাজার ৭২৪ টাকা ও ১৩ লক্ষ ৭৬ হাজার ৮৮ টাকা। এছাড়াও অবিচ্ছেদ্ধ হিন্দু পরিবারের অংশ হিসাবে নগদ রয়েছে ১৪ লক্ষ ৪৭ হাজার ১৮৪ টাকা। তার সন্তানের হাতে রয়েছে নগদ ১ লক্ষ ৬৬ হাজার ২০০ টাকা। হলফনামা থেকে জানা গিয়েছে, বর্তমানে কৃষ্ণ কল্যাণীর মোট অস্থাবর সম্পত্তির পরিমাণ ৭ কোটি ৪২ লক্ষ ৮০ হাজার ৯ টাকা। তার স্ত্রীর নামে রয়েছে ১ কোটি ৩১ লক্ষ ২৯ হাজার ৯৯৫ টাকা। অবিচ্ছেদ্ধ হিন্দু পরিবারের অংশ হিসাবে রয়েছে ৯২ লক্ষ ৫১ হাজার ৯৪২ টাকা এবং তার সন্তানের নামে রয়েছে ১ লক্ষ ৬৬ হাজার ২০০ টাকা।

কৃষ্ণ কল্যাণী এবং তার স্ত্রী ও পরিবারের সদস্যদের নামে যে স্থাবর সম্পত্তি রয়েছে তার আনুমানিক বাজার মূল্য বর্তমানে ২ কোটি ৪২ লক্ষ ৯৯ হাজার ৬৫৪ টাকা। এছাড়াও তার নামে থাকা মোট লোনের পরিমাণ হলো ৮২ লক্ষ ৯৬ হাজার ৩০০ টাকা। তার স্ত্রীর নামে থাকা মোট লোনের পরিমাণ হলো ৫ লক্ষ টাকা। কৃষ্ণ কল্যাণী বাণিজ্য বিভাগ নিয়ে পড়াশোনা করেছেন মেরুটের চৌধুরী চরণ বিশ্ববিদ্যালয় থেকে। সেখান থেকেই তিনি ২০০৩ সালে স্নাতক হন।

Advertisements