PPF from Sukanya Samriddhi Yojana, how much interest will be received from April: গত রবিবার ৩১.০৩.২০২৪ এ ২০২৩-২০২৪ অর্থবছর শেষ হয়ে গেছে। সোমবার ১৪.০৪.২০২৪ থেকে নতুন অর্থবর্ষ অর্থাৎ, ২০২৪-২০২৫ অর্থবছর শুরু হয়ে গেছে। প্রতিবারের মতো এইবারও বছরের প্রথম দিন ক্ষুদ্র বিনিয়োগ প্রকল্পগুলিতে সুদের হারে কিছু পরিবর্তন আসতে চলেছে। কেন্দ্রীয় সরকারের তরফ থেকে জানানো হয়েছে যে, এই পরিবর্তন বজায় থাকবে প্রথম তিন মাস। অর্থাৎ, ২০২৪ সালের এপ্রিল থেকে জুন মাস অব্দি একই হারে সুদ পাবেন গ্রাহকরা। সুকন্যা সমৃদ্ধির যোজনা, পার্সোনাল প্রভিডেন্ট ফান্ড (PPF Interest), সিনিয়র সিটিজেন ফান্ড ইত্যাদি ক্ষেত্রে ২০২৪-২৫ অর্থবছরে সুদের কিছু পরিবর্তন হবে বলে জানা গেছে।
সেভিংস অ্যাকাউন্টের সুদের হার হবে ৪ শতাংশ। ১ বছরের টার্ম ডিপোজিটের ক্ষেত্রে ৬.৯ শতাংশ, ২ বছরের টার্ম ডিপোজিটের ৭% এবং ৩ বছরের টার্ম ডিপোজিটে পাওয়া যাবে ৭.১% সুদ। পাঁচ বছর রেকারিং স্কিমের ক্ষেত্রে ৬.৭% সুদ পাওয়া যাবে
এছাড়া সিনিয়ার সিটিজেন রা পাবে ৮.২% সুদ। মান্থলি ইনকাম একাউন্ট প্রকল্পে বিনিয়োগ করলে প্রতি মাসে ৭.৪% সুদ পাওয়া যাবে। অন্যদিকে, ন্যাশনাল সেভিংস সার্টিফিকেট স্কিমে পাওয়া যাচ্ছে ৭.৭% শতাংশ।
আরও পড়ুন ? Juice Jacking: প্রতারণার নয়া চাল জ্যুস জ্যাকিং! বিমানবন্দর, হোটেলে সামলে রাখবেন স্মার্টফোন
পাবলিক প্রভিডেন্ট ফান্ড (PPF Interest) স্কিমে এ বছরও সুদের হারে কোন পরিবর্তন হবে না বলে জানিয়েছে কেন্দ্রীয় অর্থ দপ্তর। এই স্কিমের আওতায় থাকা ব্যক্তিরা এ বছর ৭.১ শতাংশ হারেই সুদ পাবে। বিকাশ পত্র যেটির ম্যাচুরিটি হয় ১১৫ মাসে এই প্রকল্পের ৭.৫% সুদ পাওয়া যায়। এছাড়া, সুকন্যা সমৃদ্ধি যোজনার অ্যাকাউন্টেও সুদের হারে কোন পরিবর্তন হবে না এ বছরও এই একাউন্টে সুদের হার থাকবে ৮.২%
পিপিএফ হলো কেন্দ্র সরকার পরিচালিত একটি প্রকল্প প্রকল্পটি। ট্যাক্স ফ্রি এবং ভালো পরিমান সুদ আসে বলে বহু মানুষ এই প্রকল্পে বিনিয়োগ করে থাকেন। আর সুকন্যা সমৃদ্ধি যোজনা হল ছোট মেয়ে শিশু নামে করা একটি প্রকল্প বেটি বাঁচাও বেটি পড়াও লেখনির উপর ভর করে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এই প্রকল্প চালু করেন। ২০২৩-২৪ এর অর্থবর্ষে পিপিএফ (PPF Interest) ও সুকন্যা সমৃদ্ধি যোজনার যা সুদের হার ছিল তা অপরিবর্তিত রাখা হয়েছে ২০২৪-২৫ অর্থবর্ষে। এই স্কিম গুলির আওতায় থাকা গ্রাহকরা, ২০২৪ সালে জানুয়ারি থেকে ২০২৪ সালের ২০২৪-২৫ অর্থবছর প্রথম তিন মাস? অর্থাৎ ২০২৪ সালের এপ্রিল মাস থেকে ২৪ সালের জুন মাস অব্দি। যদিও জানুয়ারি মাসে সুকন্যা সমৃদ্ধি যোজনা অ্যাকাউন্টে সুদের হার বাড়ানো হয়েছিল।