In IRCTC New Rule, the amount will be deducted after canceling the confirmed train ticket: একঘেয়ে ব্যস্ত জীবন থেকে একটু সময়ের বিরতি প্রত্যেকটা মানুষই আশা করে। এই অবসর সময় সে চায় পরিবার কিংবা বন্ধুদের সঙ্গে সুন্দরভাবে সময় কাটাতে। হাতে যদি তিন চার দিনের ছুটি পাওয়া যায় তাহলে ট্রেনের টিকিট কেটে বেরিয়ে পড়া যেতে পারে কাছে পিঠে কোন এক জায়গায়। আবার যদি আপনি কাজের সূত্রে বাইরে কোথাও থাকেন তাহলেও হাতে তিন চার দিনের ছুটি পেলে বাড়ি ফিরে আসতে পারেন। ট্রেনের টিকিট যদি অগ্রিম বুক করে রাখেন তাহলে তো আর কথাই নেই। কিন্তু ভারতীয় রেল (IRCTC) এই অগ্রিম বুক করা টিকিটের ক্ষেত্রে কিছু পরিবর্তন এনেছে। আজকের প্রতিবেদনে সেটাই বিস্তারিতভাবে আলোচনা করা হবে।
আপনার কাছে যদি কোন জায়গায় যাবার কনফার্ম টিকিট থাকে তাহলে আপনি নিশ্চিন্তে সেই জায়গায় যাত্রা করতে পারবেন। কিন্তু যদি কোনো কারণে আপনার সেই জায়গায় যাওয়া ক্যান্সেল হয়ে যায় তাহলে কি করবেন আপনি? কিভাবে করবেন আপনার অগ্রিম বুক করা টিকিটটিকে ক্যানসেল? ভারতীয় রেল (IRCTC New Rule) কনফার্ম টিকিট ক্যানসেল করলে আদৌ কি টাকা ফেরত দেয়? বিভিন্ন ধরনের প্রশ্ন প্রত্যেকটা মানুষের মনে ঘুরপাক করে।
তবে এই প্রতিবেদনটি যদি মনোযোগ সহকারে পড়েন তাহলে আপনাকে আর এইসব বিষয় নিয়ে দুশ্চিন্তা করতে হবে না। সমস্ত পুঙ্খানুপুঙ্খ খবর আপনি এখান থেকে পেয়ে যাবেন। কিভাবে টিকিট ক্যানসেল করবেন এবং ক্যান্সেল করার পর আপনি কত টাকা পাবেন ভারতীয় রেলের (IRCTC New Rule) তরফ থেকে। টিকিট কনফার্ম হওয়া একরকম আবার তা বাতিল করা কিন্তু দুশ্চিন্তার বিষয়। অনেক মানুষ এই বিষয়ে সঠিক কোন ধারণা রাখেন না। তাদের জন্য আজকের প্রতিবেদনটি একেবারে উপযুক্ত।
আরও পড়ুন ? Bullet Train: কতদূর এগোলো বুলেট ট্রেনের প্রকল্প, লেটেস্ট আপডেট দিলেন রেলমন্ত্রী
অবশ্যই ট্রেন ছাড়ার ৪৮ ঘন্টা আগে কনফার্ম টিকিট বাতিল করতে হয়। এসি ফার্স্ট ক্লাস এবং এক্সিকিউটিভ ক্লাসের যাত্রীদের উপর ২৪০ টাকা ক্যান্সেলেশন ফি ধার্য্য করা হবে। এছাড়াও আপনার কাছে যদি সেকেন্ড ক্লাস এসির টিকিট থেকে থাকে তাহলে জন প্রতি টিকিট ক্যানসেলেশনের জন্য ২০০ টাকা চার্জ কাটা হবে। আইআরসিটির (IRCTC New Rule) নিয়ম অনুসারে এই চার্জটি ক্যান্সেল করার জন্য কাটা হয়ে থাকে।
পাশাপাশি আপনার কাছে যদি থার্ড এসি চেয়ার বা থার্ড এসি ইকোনমির টিকিট থাকে এবং আপনি তা বাতিল করতে চান তাহলে আপনাকে ক্যান্সেলেশন চার্জ বাবদ ১৮০ টাকা দিতে হবে। এছাড়াও যদি আপনি স্লিপার ক্লাসের কনফার্ম টিকিট ক্যানসেল করতে চান সে ক্ষেত্রে ভারতীয় রেল আপনার কাছ থেকে ১২০ টাকা চার্জ নেবে এবং দ্বিতীয় শ্রেণীর ট্রেনের টিকিট বাতিলের চার্জ ৬০ টাকা। তাই কোথাও যাত্রা করার পূর্বে কিংবা টিকিট কাটার আগে আপনাকে এইসব বিষয়গুলো মাথায় রাখতে হবে।