নিজস্ব প্রতিবেদন : দেশে যে সমস্ত ব্যাংক রয়েছে তার মধ্যে অন্যতম এবং গুরুত্বপূর্ণ ব্যাঙ্ক হল স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (State Bank of India)। কেননা আমাদের দেশে এই ব্যাংকের গ্রাহক সংখ্যা সবচেয়ে বেশি। স্বাভাবিকভাবেই এই ব্যাংক কোনরকম সুবিধা প্রদান করলে তা কোটি কোটি গ্রাহক পান, আবার কোন পরিবর্তন আনলে তা প্রভাব পড়ে কোটি কোটি গ্রাহকের উপর।
স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার তরফ থেকে ফিক্সড ডিপোজিটের উপর গ্রাহকরা যাতে বেশি সুদ পান তার জন্য ২০২৩ সালের ১২ এপ্রিল একটি প্রকল্প চালু করেছিল। যে প্রকল্পের মেয়াদ ব্যাংকের তরফ থেকে দফায় দফায় বাড়ানো হয়েছে। এবারও স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার তরফ থেকে ওই প্রকল্পের মেয়াদ আরও কয়েক দিনের জন্য বৃদ্ধি করা হলো। স্বাভাবিকভাবেই গ্রাহকরা আরও বেশ কয়েকদিনের জন্য ওই প্রকল্পে বিনিয়োগ করার সুযোগ পাবেন।
স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার তরফ থেকে নতুন করে যে প্রকল্পের মেয়াদ বৃদ্ধি করা হয়েছে সেই প্রকল্পটির নাম হল অমৃত কলস ফিক্সড ডিপোজিট স্কিম (Amrit Kalash SBI)। এই প্রকল্প ২০২৩ সালের ১২ এপ্রিল প্রথম চালু করার পর তার মেয়াদ ২৩ জুন শেষ হওয়ার কথা থাকলেও তা বাড়িয়ে করা হয়েছিল ২৫ আগস্ট। পরবর্তীতে তা আবার বাড়িয়ে করা হয় ৩১ ডিসেম্বর। পরে আবার মেয়াদ বৃদ্ধি করে করা হয়েছিল ৩১ মার্চ ২০২৪ পর্যন্ত।
আরও পড়ুন ? Monthly Income Schemes: ইনকাম ট্যাক্সে ছাড়, মাসে মাসে মোটা রোজগার! দুর্দান্ত সুযোগ দিচ্ছে পোস্ট অফিস
অনেকেই মনে করেছিলেন ৩১ মার্চ ২০২৪ তারিখেই এই প্রকল্পের অবসান ঘটবে। তবে এই প্রকল্পে বিনিয়োগ করার ক্ষেত্রে গ্রাহকদের উৎসাহ দেখে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া পুনরায় আবার মেয়াদ বৃদ্ধির সিদ্ধান্ত নিয়েছে। আর সেই সিদ্ধান্ত অনুযায়ী এই প্রকল্পের আরও একদফা মেয়াদ বৃদ্ধি করে করা হয়েছে ৩০ সেপ্টেম্বর ২০২৪ পর্যন্ত। অর্থাৎ বিনিয়োগকারীরা এই প্রকল্পে বিনিয়োগ করার ক্ষেত্রে আরও ৬ মাস সময় পাবেন।
স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার অমৃত কলস প্রকল্পে যে সকল গ্রাহকরা বিনিয়োগ করবেন তাদের ৪০০ দিনের জন্য বিনিয়োগ করতে হবে। এই প্রকল্পের আওতায় দুই ধরনের সুদের হার দেওয়া হয়। সাধারণ নাগরিকরা এই প্রকল্পে বিনিয়োগ করে ৭.১% সুদ পাবেন আর যে সকল বিনিয়োগকারীরা প্রবীণ নাগরিক রয়েছেন তারা ৭.৬% সুদ পাবেন। এছাড়াও আরও বিভিন্ন সুবিধা দেওয়া হচ্ছে এই প্রকল্পের আওতায়।