ITD Recruitment 2024 is hiring Cost Accountant: চাকরিপ্রার্থীদের জন্য রয়েছে কাজের সুযোগ। কর্মী নিচ্ছে কলকাতার আয়কর দফতর (ITD Recruitment 2024)। ইতিমধ্যে প্রকাশ্যে এসেছে বিজ্ঞপ্তি। কস্ট অ্যাকাউন্ট্যান্ট পদে কর্মী নেওয়ার বিজ্ঞপ্তি জারি করেছে ITD। অভিজ্ঞ ব্যক্তিদের নেওয়া হবে এই চাকরিতে। পাশাপাশি প্রার্থীদের থাকতে হবে নিজস্ব অফিস। আর কি কি লাগবে? আবেদনের শেষ তারিখ কবে? আগ্রহ সহকারে দেখে নিন নিম্ন তালিকা।
পদের নাম
কস্ট অ্যাকাউন্ট্যান্ট।
যোগ্যতা
আইটিডি সেক্টরের (ITD Recruitment 2024) উল্লেখিত পদে আবেদনের জন্য প্রার্থীর অবশ্যই নিজস্ব পার্টনারশি ফার্ম বা এলএলপি থাকতে হবে। যা বাংলা এবং সিকিম আয়কর বিভাগের চিফ কমিশনার অফ ইনকাম ট্যাক্স কাজের জন্য খুলতে হবে। পাশাপাশি আবেদনকারী প্রার্থী সহ সেই অফিসে কস্ট অ্যাকাউন্ট ও অ্যাকাউন্ট্যান্টের সমস্ত কাজ জানা দুজন সহকর্মী থাকতে হবে।
এছাড়াও উপরে উল্লেখিত পদে আবেদনের জন্য প্রার্থীকে অবশ্যই কস্ট অ্যাকাউন্ট এবং কস্ট অডিটিংয়ের কাজ জানতে হবে। সেই অফিসের দুজন কর্মীর এক বছরের কাজের অভিজ্ঞতা সহ প্রার্থীর মোট পাঁচ বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে।
বেতন
আয়কর দফতরের কস্ট অ্যাকাউন্ট্যান্ট পদে নিযুক্ত প্রার্থীদের নির্দিষ্ট কোনো মাসিক বেতন দেওয়া হবে না। আয়কর দফতরের দেওয়া বিভিন্ন প্রজেক্ট বা কাজের ভিত্তিতে প্রার্থীদের পৃথক পৃথক সাম্মানিক দেওয়া হবে। আয়কর দপ্তর তরফে সেই প্রাপ্য অর্থ দেওয়া হবে প্রার্থীদের।
আবেদন পদ্ধতি
অনলাইন-অফলাইন উভয় পদ্ধতিতেই আবেদন করতে পারবেন আগ্রহী প্রার্থীরা। অনলাইনের ক্ষেত্রে আয়কর দফতরের অফিসিয়াল ওয়েবসাইটে লগইন করতে হবে। তারপর আবেদনের ফর্ম স্ক্রিনে এলে প্রয়োজনীয় নথিপত্র দিয়ে সেই ফর্ম পূরণ করে আবেদন সম্পন্ন করতে হবে। অপরদিকে অফলাইনের ক্ষেত্রে ফর্ম ডাউনলোড করে পূরণ করে বিজ্ঞপ্তিতে থাকা নির্দিষ্ট ঠিকানায় ডাকযোগের মাধ্যমে পাঠিয়ে দিতে হবে। অবশ্যই ফর্মে প্রপাইটারের নাম ও সই থাকা আবশ্যক। পাশাপাশি অনলাইন বা অফলাইনে আবেদনের ক্ষেত্রে প্রার্থীকে ২০২৩ থেকে ২৪-এর আয়কর রিটার্ন জমা করতে হবে।
আরও পড়ুন ? Monthly Income Schemes: ইনকাম ট্যাক্সে ছাড়, মাসে মাসে মোটা রোজগার! দুর্দান্ত সুযোগ দিচ্ছে পোস্ট অফিস
আবেদনের শেষ তারিখ
১৫.৪.২০২৪ বিকাল ৫টা।
বিস্তারিত তথ্য জানতে অনুসরণ করুন আয়কর দফতরের (ITD Recruitment 2024) অফিসিয়াল ওয়েবসাইট।
অপরদিকে রেল বিভাগের টেকনিশিয়ান পদে কর্মী নেওয়া হচ্ছে। শূন্যপদ রয়েছে ৯,১৪৪টি। আবেদনের শেষ তারিখ ৮ই এপ্রিল। যোগ্যতা বয়স সহ অন্যান্য তথ্য জানতে অফিসিয়াল ওয়েবসাইট দেখে নিন।