Most Beautiful Railway Stations: ভারতের এই ৮ রেলস্টেশন, যেখানে গেলে মানুষ বাড়ি ভুলে যান

Antara Nag

Published on:

Advertisements

These are the Most Beautiful Railway Stations in India: বিশ্বের সবচেয়ে জনবহুল দেশ আমাদের ভারতবর্ষ। আর এই ভারতবর্ষের পরিবহন ব্যবস্থার অধিকাংশটা জুড়ে রয়েছে রেল পরিষেবা। বলা ভালো ভারতীয় নাগরিকদের জনজীবন অনেকাংশেই নির্ভর করছে রেল পরিষেবার উপর। যে দেশে রেলপথ এতটা প্রয়োজনীয় সে দেশে রেল স্টেশন গুলিও যে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে তা আলাদা করে বলার অপেক্ষায় রাখে না। তবে সাধারণত রেল স্টেশন বলতে আমরা ভাবি খুব অপরিষ্কার সাদামাটা একটা জায়গা। কিন্তু এই ভারতবর্ষে এমন ৮ টি রেলস্টেশন (Most Beautiful Railway Stations) আছে যেখানে গেলে আপনার আর বাড়ি ফিরতে ইচ্ছা করবে না। শুধুমাত্র পরিষ্কার-পরিচ্ছন্নতার জন্য নয়, প্রাকৃতিক সৌন্দর্য এতটাই মনকারা যে আপনি চাইলে অনেকটা সময় শুধু রেলস্টেশনেই কাটিয়ে দিতে পারেন।

Advertisements
1. দুধ সাগর রেলওয়ে স্টেশন

দক্ষিণ গোয়ার এই রেল স্টেশনটির (Most Beautiful Railway Stations) এক পাশে রয়েছে জলপ্রপাত। জলপ্রপাতের মাঝখান দিয়ে যখন রেল চলাচল করে সেই অপূর্ব দৃশ্য আপনাকে মুগ্ধ করবেই। এই জলপ্রপাত থেকে উৎপন্ন জলের ফ্যানা দেখলে দুধের মত মনে হয়, তাছাড়া এই স্টেশনটিতে ঢোকার আগে দুদিকের পাহাড়ি ঢালুপথের দৃশ্য আপনাকে অবাক করবে। বর্ষাকালে এখানকার চারপাশ সবুজ হয়ে থাকে। অন্তত একবার এই জায়গাটি আপনি ঘুরে আসতে পারেন।

Advertisements
2. চেন্নাই রেলওয়ে স্টেশন

দক্ষিণ ভারতের গেটও বলা যেতেই পারে এই রেল স্টেশনটিকে। ১৪৩ বছরের পুরনো এই রেলস্টেশন আজও তার সৌন্দর্যের জন্য প্রশংসিত (Most Beautiful Railway Stations)। স্টেশনটিকে অনেকে হেনরি আরভিন নামেও অভিহিত করে থাকে।

Advertisements
3. কুন্নুর রেলওয়ে স্টেশন

এই রেলস্টেশনটির (Most Beautiful Railway Stations) সাথে জড়িয়ে রয়েছে নীলগিরি পর্বতের সৌন্দর্য। কুন্নুর এলাকাকে সমগ্র দেশের সাথে যোগাযোগ রাখতে সাহায্য করেছে এই রেল স্টেশনটি। ছবির মত সুন্দর এই স্টেশনটিতে একবার গেলে বারবার সেখানে যেতে ইচ্ছে করবে।

4. তিরুবন্তপুরম রেলওয়ে স্টেশন

এই রেলস্টেশনটি কেরালার সব থেকে বড় রেল স্টেশন। ভারতের সবচেয়ে ব্যস্ততম রেল স্টেশন গুলির মধ্যে অন্যতম তিরুবন্তপুরম রেলওয়ে স্টেশন (Most Beautiful Railway Stations)। ১৯০১ সালে তৈরি হওয়া এই রেল স্টেশনটি সাজ-সজ্জা বা সুযোগ-সুবিধার দিক থেকে বিমানবন্দরের চেয়ে কোন অংশে কম নয়। এই রেলস্টেশনটি শুধুমাত্র রেলস্টেশন নয়, কেরালার বিখ্যাত ভবন গুলির মধ্যে অন্যতম। এক কথায় একে কেরালার একটি দর্শনীয় স্থানও বলতে পারেন।

5. চারবাগ স্টেশন

ব্রিটিশ আমলে তৈরি হওয়া এই রেল স্টেশনটি তে মুঘল ও রাজপুত আমলের ছাপ স্পষ্ট দেখতে পাওয়া যায়। স্টেশনটির বিশেষত্ব হলো উপর থেকে দেখলে স্টেশনটির ছোট বড় স্তম্ভ গুলি কে অনেকটা দাবার গুটির মতো সাজানো বলে মনে হয়। বাইরে থেকে দেখতে ছোট মনে হলেও ভিতরে আসলে একটি বিশাল ভবন লখনৌয়ের চারবাগ রেল স্টেশন (Most Beautiful Railway Stations)।

আরও পড়ুন ? India-Bangladesh Train: বন্ধ মৈত্রী, মিতালী, বন্ধন এক্সপ্রেস! পরিষেবা মিলবে না এত তারিখ পর্যন্ত

6. ঘুম রেলস্টেশন

দার্জিলিংয়ের ঘুম রেলস্টেশন টি ভারতের তথা বিশ্বের সবথেকে উঁচু রেল স্টেশন। এটাতো আমরা বইতেই পড়েছি। এছাড়াও পাহাড়ের কোলে গড়ে ওঠা এই স্টেশনটির (Most Beautiful Railway Stations) সৌন্দর্য কিন্তু অকল্পনীয়। ১৯২৮ সালে দার্জিলিং থেকে ৭ কিলোমিটার দূরে এই রেল স্টেশনটি তৈরি করা হয়। সাধারণত এখানে একটি টয় ট্রেন প্রতিদিন যাতায়াত করে।

7. কানপুর রেলওয়ে স্টেশন

এই স্টেশনটিও ১৯২৮ সালে স্থাপিত হয়। ভারতের সবথেকে ব্যস্ততম রেলওয়ে স্টেশন কানপুর রেলওয়ে স্টেশন। একে শুধুমাত্র রেলস্টেশন না বলে ভারতের বিখ্যাত স্থাপত্য বলাই বোধহয় ভালো।

8. কটক রেলওয়ে স্টেশন

উড়িষ্যার প্রথম রেলওয়ে স্টেশন এটি। ১৪ শতকে গঙ্গা রাজবংশের শাসক দল উড়িষ্যার বুকে বরাবতি দুর্গ স্থাপন করে। সেই দুর্গের অনুকরণে কটক রেল স্টেশন (Most Beautiful Railway Stations) তৈরি করা হয়, বরাবতি দুর্গ ও তার অনুকরণে তৈরি করা কটক রেলওয়ে স্টেশন দুটোই উড়িষ্যার গর্ব।।

Advertisements