Bank Holidays: যা কাজ আছে চটজলদি সেরে নিন, চলতি সপ্তাহে একগাদা ছুটি ব্যাঙ্ক কর্মীদের

Shyamali Das

Published on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : আর্থিক লেনদেনের ক্ষেত্রে ব্যাঙ্কিং পরিষেবা সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি পরিষেবা। এখন বড় সংখ্যার মানুষ অনলাইন অর্থাৎ ডিজিটাল মাধ্যমে আর্থিক লেনদেন করে থাকলেও ব্যাঙ্কের শাখার গুরুত্ব কিন্তু কোন অংশে কমেনি। কোন না কোন কাজে গ্রাহকদের ছুটে যেতে হয় ব্যাংকের শাখায়। আর সেই রকমই যদি চলতি সপ্তাহে কোন জরুরী কাজ থাকে তাহলে তা জলদি সেরে ফেলতে হবে।

Advertisements

চলতি সপ্তাহে একগাদা ছুটি (Bank Holidays) রয়েছে ব্যাংক কর্মীদের। কেননা চলতি সপ্তাহেই পড়েছে মাসের দ্বিতীয় শনিবার। আবার চলতি সপ্তাহেই রয়েছে নানান ধর্মীয় অনুষ্ঠান। এসবের পরিপ্রেক্ষিতে চলতি সপ্তাহে অর্ধেকের বেশি দিন ব্যাংক বন্ধ থাকবে। রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার (RBI) তরফ থেকে যে ছুটির তালিকা প্রকাশ করা হয়েছে তা থেকে কোন কোন দিন ব্যাংক খোলা এবং বন্ধ থাকবে তা জানা যায়।

Advertisements

রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার তরফ থেকে যে ছুটির তালিকা প্রকাশ করা হয়েছে সেই তালিকা অনুযায়ী ৯ এপ্রিল অর্থাৎ মঙ্গলবার থেকেই ব্যাংকের ছুটি শুরু হয়ে যাচ্ছে। ৯ এপ্রিল মঙ্গলবার গুডি পাদওয়া বা উগাদি নামের একটি উৎসব রয়েছে। এছাড়াও ঐদিন রয়েছে তেলুগু নববর্ষ। এই সব উৎসবের জন্য ব্যাংক বন্ধ থাকবে। সব জায়গায় ব্যাংক বন্ধ থাকবে না, ঐদিন ব্যাংক বন্ধ থাকবে মহারাষ্ট্র, কর্নাটক, তামিল নাডু, অন্ধ্র প্রদেশ, তেলঙ্গানা, মণিপুর, গোয়া ও জম্মু-কাশ্মীরে। ঐদিন পশ্চিমবঙ্গের বাসিন্দারা অন্যান্য দিনের মতোই ব্যাংকিং পরিষেবা পাবেন।

Advertisements

আরও পড়ুন ? RBI Penalty: ভুল করলেই শাস্তি! এবার LIC হাউজিং ফাইন্যান্স সহ এই ব্যাঙ্ককে সাজা দিল RBI

অন্যদিকে বুধবার অর্থাৎ ১০ এপ্রিল ইদ উপলক্ষে ব্যাংক ছুটির ঘোষণা করা হয়েছে কেরালা এবং ত্রিবন্তপুরমে। রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার ছুটির তালিকা অনুযায়ী ঐদিন দেশের অন্যান্য জায়গায় ব্যাংক খোলা থাকবে বলেই জানানো হয়েছে। তবে ইদের ছুটির ক্ষেত্রে চাঁদ দেখার উপর নির্ভর করে। সে ক্ষেত্রে যদি মঙ্গলবার চাঁদ দেখা যায় এবং বুধবার দেশজুড়ে ইদ পালনের ঘোষণা করা হয় তাহলে পশ্চিমবঙ্গ সহ বেশ কিছু রাজ্যে ব্যাংক ছুটি হলেও হতে পারে। তবে তা নির্ভর করছে NI অ্যাক্টের উপর।

১১ এপ্রিল বৃহস্পতিবার ইদ উপলক্ষে গোটা দেশেই ছুটির ঘোষণা করা হয়েছে। সেই মতো ঐদিন পশ্চিমবঙ্গের পাশাপাশি দেশের অন্যান্য জায়গাতেও ব্যাংক বন্ধ থাকবে। অন্যদিকে ১৩ এপ্রিল অর্থাৎ শনিবার পড়েছে মাসের দ্বিতীয় শনিবার। নিয়ম অনুযায়ী ব্যাংক কর্মীরা মাসের দ্বিতীয় শনিবার ছুটি পেয়ে থাকেন। সেইমত দ্বিতীয় শনিবার দেশের সমস্ত অঞ্চলের পাশাপাশি পশ্চিমবঙ্গেও ব্যাংক বন্ধ থাকবে।

Advertisements