KMRCL has taken strict steps to solve the new problem in East West Metro Rail: কলকাতা মেট্রো পরিষেবা হল ভারতের প্রথম মেট্রোরেল পরিষেবা। কলকাতায় সব থেকে বড় মেট্রোরেল পথ নিউ গড়িয়া থেকে দক্ষিণেশ্বর অব্দি বিস্তৃত। এটি ভারতের পঞ্চম বৃহত্তম মেট্রো রেলপথ। কিছুদিন আগেই শিয়ালদা থেকে করুনাময়ী অবদি মেট্রো রেল পথ চালু করা হয়েছে। যেটি জনসাধারণের মধ্যে বেশ জনপ্রিয় হয়ে উঠেছে। সম্প্রতি হাওড়া থেকে এসপ্ল্যানেড অব্দি নতুন একটি মেট্রো রেলও (East West Metro) চালু করা হয়েছে। এটি নিয়েও সাধারণ মানুষের উন্মাদনার কোন শেষ নেই।
হাওড়া ময়দান থেকে এসপ্ল্যানেড মেট্রো রুট চালু হওয়াতে সাধারণ মানুষ খুবই উপকৃত হয়েছে। নিত্য যাত্রীদের কাছে এই নতুন রূপটি ইতিমধ্যে জনপ্রিয় হয়ে উঠেছে। শুরুর দিন থেকে এই নতুন মেট্রো রেল পথের অন্তর্ভুক্ত স্টেশন গুলিতে সাধারণ মানুষের ভিড় লক্ষ্য করা যাচ্ছে। তবে নতুন রুট চালু হওয়ার এক মাসের মধ্যে নতুন এক ধরনের সমস্যার সম্মুখীন হচ্ছে মেট্রোরেল কর্তৃপক্ষ। আন্দাজ করতে পারেন সমস্যাটা কি?
সমস্যাটা কিন্তু আপনার বা আপনার তথা সমগ্র পশ্চিমবঙ্গবাসীর কাছে খুবই পরিচিত। ঝা চকচকে মেট্রো স্টেশনের ইতিউতি পড়ে থাকতে দেখা যাচ্ছে পানের পিক, জলের বোতল বা খাবারের প্যাকেট বা গুটকার প্যাকেটের মতন আবর্জনা। এই নিয়ে সোশ্যাল মিডিয়ায় রীতিমত আলোচনা ঝড় উঠেছে যা নজর এড়াইনি মেট্রোরেল কর্তৃপক্ষেরও। কিন্তু আশ্চর্যের বিষয় হলো মেট্রো স্টেশনগুলিকে নোংরা করছি আমরাই। আবার আমরাই তা নিয়ে ভিডিও বানিয়ে সেগুলিকে সোশ্যাল মিডিয়ায় আপলোড করে মজাও নিচ্ছি। কিন্তু পরিষ্কার করার দায়িত্ব কেউ নিচ্ছি না।
আরও পড়ুন ? KMRCL: হাওড়া ময়দান থেকে মেট্রো চালু হতেই কথা রাখল KMRCL, বাড়তি দিতেও রাজি
সাধারণ মানুষকে সচেতন করতে মেট্রো রেল কর্তৃপক্ষ বেশ কিছু পদক্ষেপ নিয়েছে। প্লাটফর্ম গুলিতে টিভি বা বড় স্ক্রিনের মাধ্যমে প্রচার করা হচ্ছে সচেতনতা। এমনকি ট্রেনের ভিতরেও ডিসপ্লে করা হচ্ছে বিভিন্ন নিয়ম নিষেধাজ্ঞা। ভবিষ্যতে এই সমস্যার হাত থেকে বাঁচার জন্য কড়া পদক্ষেপ নেবার সিদ্ধান্ত নিয়েছে রেল কর্তৃপক্ষ। যাত্রীদের উপর কড়া নজরদারি চালানোর জন্য আলাদাভাবে এক বিশেষ বাহিনী তৈরি করা হয়েছে মেট্রো রেল কর্তৃপক্ষের (East West Metro) তরফ থেকে।
মেট্রোরেল কর্তৃপক্ষের তরফ থেকে জানানো হয়েছে যে, প্রত্যেকটি স্টেশনে আবর্জনা ফেলার জন্য ডাস্টবিন রাখা রয়েছে। সেই ডাস্টবিন ব্যবহার না করে বা আবর্জনা ফেললে সাথে সাথে ৫০০ টাকা অব্দি জরিমানা হতে পারে যাত্রীদের। এর মধ্যে কেউ এই নিয়ম লঙ্ঘন করছে কিনা তা খতিয়ে দেখবে, এক বিশেষ বাহিনী। তাই খুব সাবধান। মেট্রো রেলের স্টেশন গুলিকে বা ট্রেন গুলিকে নোংরা করার আগে একবার ভেবে নিন।