Lok Sabha Opinion Poll WB: মহুয়া থেকে অধীর! বাংলা ৫ হেভিওয়েট নেতা-নেত্রী জিতবে না হারবে? কী বলছে সমীক্ষা

Shyamali Das

Published on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : দেশের পাশাপাশি বাংলায় লোকসভা নির্বাচন নিয়ে চলছে চরম মহড়া। কোন রাজনৈতিক দলই অন্য রাজনৈতিক দলের প্রতিদ্বন্দ্বীদের বিনা লড়াইয়ে এক ইঞ্চি মাটি ছেড়ে দিতে প্রস্তুত নয়। এমন পরিস্থিতিতে পশ্চিমবঙ্গের ৪২টি আসনের মধ্যে ৫টি হেভিওয়েট কেন্দ্রে কারা জিতবেন, কারা হারবেন তা নিয়ে একটি সমীক্ষা করেছে টিভি নাইন ও পোলস্ট্র্যাট (Lok Sabha Opinion Poll WB)।

Advertisements

ওই দুই সংস্থার তরফ থেকে যে ৫টি কেন্দ্রকে বেছে নেওয়া হয়েছে সেই পাঁচটি কেন্দ্র হল ডায়মন্ড হারবার, কোচবিহার, বহরমপুর, কৃষ্ণনগর, বর্ধমান দুর্গাপুর। এই সকল কেন্দ্রগুলিতে একের পর এক হেভিওয়েট নেতারা প্রতিদ্বন্দ্বিতা করছেন। যে তালিকায় রয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, নিশীথ প্রামাণিক, ইউসুফ পাঠান, মহুয়া মৈত্র, দিলীপ ঘোষ, কীর্তি আজাদের মতো হেভিওয়েটরা।

Advertisements

১) সমীক্ষায় কোচবিহারের ভাগ্য পরীক্ষায় নিশীথ প্রামাণিক অর্থাৎ অমিত সাহেব ডেপুটি জয়লাভ করবেন বলেই মনে করা হচ্ছে। তিনি ৪৪.৯৬ শতাংশ ভোট পেয়ে জয়লাভ করতে পারেন বলে মনে করা হচ্ছে। ওই কেন্দ্রে তৃণমূলের প্রার্থী জগদীশচন্দ্র বসুনিয়া ৩৮.৫৩ শতাংশ ভোট পেতে পারেন। অন্যদিকে ৮.২৪ শতাংশ মানুষ এখনো ঠিক করতে পারেননি কাকে ভোট দেবেন।

Advertisements

২) ওই সমীক্ষা অনুযায়ী যদি বহরমপুর কেন্দ্রের দিকে তাকানো যায় তাহলে হেভিওয়েট নেতা হিসাবে এবার জয়ের মুখ নাও দেখতে কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরী। এমনকি এই কেন্দ্র থেকে তৃণমূলের প্রার্থী ইউসুফ পাঠানো জয়ের মুখ নাও দেখতে পারেন। সমীক্ষায় মনে করা হচ্ছে দুই হেভিওয়েট নেতার লড়াইয়ের মাঝে নেপোয় দই মারতে পারেন বিজেপির নির্মল সাহা। তবে সমীক্ষায় এটাও মনে করা হচ্ছে, যিনি জয় লাভ করুন না কেন জয়লাভের মার্জিন থাকবে নামমাত্র।

৩) একইভাবে এই সমীক্ষায় কৃষ্ণনগর লোকসভা কেন্দ্রের ভবিষ্যৎ নিয়ে মনে করছে, হারের মুখ দেখতে পারেন তৃণমূল হেবিওয়েট প্রার্থী মহুয়া মৈত্র। এই কেন্দ্র থেকে প্রথমবার ভোটে দাঁড়িয়েই জয়ের মুখ দেখতে পারেন বিজেপির প্রার্থী রাজমাতা অমৃতা রায়।

আরও পড়ুন ? Sangrami Allowance: লক্ষ্মীর ভাণ্ডারের ১০০০-১২০০ টাকা অতীত! এবার ৫০০০ টাকা করে দেবে বিজেপি, ঘোষণা শুভেন্দুর

৪) বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রের দিকে তাকালে সেখানেও রয়েছেন দুজন হেভিওয়েট প্রার্থী। একজন হলেন তৃণমূলের কীর্তি আজাদ এবং অন্যজন হলেন বিজেপির দিলীপ ঘোষ। এই কেন্দ্রে কে জয়লাভ করবেন তা নিয়ে সমীক্ষা থেকে যা জানা যাচ্ছে তাতে পরাজয়ের মুখ দেখতে পারেন দিলীপ ঘোষ। এই কেন্দ্র থেকে জয়লাভ করতে পারেন তৃণমূলের প্রার্থী কীর্তি আজাদ।

৫) ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রে এখনো পর্যন্ত প্রার্থী দেয়নি বিজেপি। এখানে হেবিওয়েট প্রার্থী হিসাবে প্রতিদ্বন্দ্বিতা করছেন তৃণমূলের অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি এই কেন্দ্র থেকে বিপুল ভোটে জয়লাভ করতে পারেন বলেই আশা করা হচ্ছে সমীক্ষায়। তার স্বপক্ষে ভোট থাকতে পারে ৫৭.৪ শতাংশ। অন্যদিকে বিজেপির ঝুলিতে যেতে পারে মাত্র ১৯.৯৬ শতাংশ। ১২.০৩ শতাংশ মানুষ ঠিক করতে পারেননি কাকে ভোট দেবেন।

Advertisements