Vande Bharat Express: ট্রেনে চড়ার কথায় ছিল না! বন্দে ভারতের পাল্লায় ১৫৪ কিমি দূরে নামতে হল এই ব্যক্তিকে

Antara Nag

Published on:

Advertisements

A person got stuck in Vande Bharat Express and had to travel 154 km: বাড়ির লোককে রেল স্টেশনে ছাড়তে আসার ঘটনা নতুন নয়। আমরা অনেকেই এটা করে থাকি। বাড়ির কেউ যখন দূরে কোথাও ঘুরতে যায় তখন তাকে ট্রেনে তুলে দিয়ে আসার রীতি বাঙ্গালীদের মধ্যে বহুদিন ধরে প্রচলিত। কিন্তু এই কাজের জন্য ভুলবশত ট্রেনে আটকা পড়ে ১৫৪ কিমি পথ পাড়ি দিতে হলো এক ব্যক্তিকে। তাও আবার বন্দে ভারত এক্সপ্রেস (Vande Bharat Express) এর চড়ে। এমন ঘটনার সাক্ষী এখনো পর্যন্ত বোধহয় আর কেউ হননি।

Advertisements

সম্প্রতি এমনি এক অদ্ভুত অভিজ্ঞতার কাহিনী, সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। একটি মেয়ে তার এক্স এর হ্যান্ডেল এ শেয়ার করেছে তার মা-বাবার সাথে ঘটে যাওয়া এই ঘটনাটি। মেয়েটি তার পোস্টে বলেছে যে, সে চাকরি সূত্রে বাইরে থাকে। তার মা তার সাথে দেখা করার জন্য আসছিলেন। সেই মতো বন্দে ভারত এক্সপ্রেসের টিকিট কাটা হয় তার মায়ের নামে। ওই মহিলার সাথে দুটো ভারী ব্যাগ ছিল। তাই খুব স্বাভাবিক নিয়মেই তাকে সাহায্য করতে এগিয়ে আসেন তার স্বামী। উদ্দেশ্য ছিল ওই মহিলাকে ট্রেনে তুলে দিয়েছেন তিনি এবার বাড়ি ফিরে যাবেন।

Advertisements

ট্রেনে তুলতে এসেই গোল বাঁধলো। ওই মহিলাকে তার স্বামী বন্দে ভারত এক্সপ্রেস (Vande Bharat Express) এর তোলার জন্য আসেন। ট্রেনের সময় অনেক সকালের হওয়ায় রাতের পোশাক ছাড়া সময়ও পাননি তিনি। রাত পোশাকেই চলে এসেছিলেন প্লাটফর্মে স্ত্রীকে লাগেজ সহ ট্রেনে তুলে দিতে । গিয়ে সমস্যায় পড়লেন তিনি ব্যাগ গুছিয়ে রাখার জন্য ট্রেনে উঠেছিলেন ওই ভদ্রলোক। তার পরে তিনি শুনতে পান ট্রেনের পিপ পিপ শব্দ। তিনি বুঝতে পারেন ট্রেনের গেট বন্ধ হওয়ার সিগনাল দিচ্ছে সাথে সাথেই দৌড়ে ট্রেনের দরজার কাছে গেলেও কোন লাভ হয়নি ততক্ষণে দরজা লক হয়ে গেছে।

Advertisements

আরও পড়ুন ? Tripura Vande Bharat Express: আরও সহজ হবে আগরতলা-গুয়াহাটি সফর! আসছে নতুন বন্দে ভারত

তারপর টিটির খোঁজে ট্রেনের মধ্যে ছোটা ছুটি শুরু করেন। তিনি টিটির খোঁজ পাওয়া গেলেও কোন সুরাহা হয়নি। তাকে জানানো হয়, সেই মুহূর্তে আর কোন মতেই ট্রেন দাঁড় করানো সম্ভব নয়। পরের স্টেশনে এলে যেন তিনি নেমে যান। অগত্যা স্ত্রীর পাশে দাঁড়িয়ে তিনি অপেক্ষা করতে থাকেন পরবর্তী স্টেশনের। ঘটনাটি ঘটেছে ভদোদারা থেকে মুম্বাই অব্দি চলাচল করা বন্দে ভারত এক্সপ্রেসে (Vande Bharat Express) ট্রেনে উঠে আটকা পড়েন ওই ভদ্রলোক। পরবর্তী স্টেশন সুরাটে গিয়ে তিনি ট্রেন থেকে নামতে পারেন। ভদোদরা থেকে সুরাট ১৫৪ কিমি পথ তাকে পাড়ি দিতে হয় রাত পোশাকেই।

উপযুক্ত সুরক্ষা ব্যবস্থা গ্রহণ না করেই বাড়ি থেকে বেরিয়ে এসেছিলেন, আবার গাড়িটিও রয়ে গেছে, ভদোদরার স্টেশনের পার্কিংয়ে। তাই বাধ্য হয়ে সেদিনই শতাব্দী এক্সপ্রেস ধরে পুনরায় তিনি সুরাট থেকে ভদদোড়ায় ফেরত আসেন। একই দিনে দু-দুটো এক্সপ্রেস ভ্রমণ করার পর তার খরচ হয়েছে মোটা অংকের টাকা। সে কথাই তিনি তার মেয়েকে মেসেজ করে জানান বাবা মেয়ের এই কথোপকথন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে রয়েছে । এই কাহিনী শুনে হাসিতে লুটোপুটি খাচ্ছেন নেটিজেনরা।

Advertisements