Smart Helmet: বাইক চালানোর সময় ফোন ধরা থেকে গান শোনার চিন্তার দিন শেষ! এসে গেল নতুন স্মার্ট হেলমেট

Prosun Kanti Das

Published on:

Advertisements

Smart Helmet is going to make bike riding easier: যত দিন যাচ্ছে ততই প্রযুক্তিগত উন্নতি ঘটছে। সাধারণ মানুষের সুবিধার্থে তৈরি করা হচ্ছে বিভিন্ন ধরনের স্মার্ট গেজেটস। তার মধ্যে অন্যতম হলো ব্লুটুথ কানেক্টিভিটি হেলমেট। যা বর্তমানে ক্রেতাদের কাছে ধীরে ধীরে পৌঁছে যাচ্ছে। আর সেই প্রতিযোগিতাতেই নাম লেখালেন এক নয়া হেলমেট। সম্প্রতি বাজারে এলো স্মার্ট হেলমেট (Smart Helmet)। যে হেলমেটটি লঞ্চ করেছে Ather Energy। সংস্থা আর্থার দ্বারা নির্মিত এই হেলমেটের নাম হল হ্যালো হেলমেট। যা ওয়ারলেস সিস্টেম, DOT এবং ISI সার্টিফাইড বলে জানিয়েছে প্রস্তুতকারী সংস্থা। যা অন্যান্য হেলমেটের তুলনায় অনেকটাই উন্নত। রয়েছে হাইটেক ফিচার। প্রকাশ্যে এসেছে হেলমেটের দাম সহ তথ্য। আসুন সেই সম্পর্কে জেনে নেওয়া যাক।

Advertisements

আর্থার দ্বারা নির্মিত স্মার্ট হ্যালো হেলমেটটির দুই ধরনের ডিজাইন নিয়ে বাজারে লঞ্চ হয়েছে। একটি হাফ ফেস হেলমেট আর একটি ফুল ফেস হেলমেট। সম্প্রতি একটি স্কুটির সাথে এই স্মার্ট হ্যালো হেলমেট লঞ্চ করেছে আর্থার সংস্থা। মজবুত উপাদান দিয়ে তৈরি হয়েছে এই স্মার্ট হ্যালো হেলমেট (Smart Helmet)। যা স্ক্র্যাচ ফি। কোথাও ঘর্ষণ লাগলে লাগবে না দাগ। এই হেলমেটে ছাড়াও আরো অত্যাধুনিক সুবিধা রয়েছে এই স্মার্ট হেলমেটে। কি কি জেনে নেওয়া যাক।

Advertisements

লঞ্চ হওয়া স্মার্ট হ্যালো হেলমেটের যে বৈশিষ্ট্যগুলি রয়েছে তা হল ব্লুটুথ কানেক্টিভিটি। যার ফলে ফোনের সাথে হেলমেট কানেক্ট করে সহজেই ফোন কল ধরা যাবে। পাশাপাশি অটোমেটিক স্মার্টফোনের সাথে কানেক্ট করার জন্য রয়েছে একাধিক সেন্সর। রয়েছে ওয়্যারলেস চার্জিংয়ের সুবিধা। যা একবার চার্জ দিলে চলবে একটা গোটা সপ্তাহ। তবে ব্যাটারি ব্যাকআপ বা চার্জিং সময় কতক্ষন লাগবে সেই বিষয়ে কোনো তথ্য প্রকাশ করেনি প্রস্তুতকারী সংস্থা।

Advertisements

আরও পড়ুন ? Helmet wear traffic rule: হেলমেট না পরলে দিনে কতবার চালান কাটতে পারে পুলিশ, সর্বাধিক কত লাগবে জরিমানা

এছাড়া হ্যালো হেলমেটে রয়েছে দুটি স্পিকার। যা এয়ার ভেন্ট এবং হারমোন কারডোন দ্বারা নির্মিত। পাশাপাশি প্রদান করা হয়েছে দুটি মাইক্রোফোন। যে স্পিকার এবং মাইক্রোফোনের মাধ্যমে ফোনে কথা বলা যাবে। পাশাপাশি গান শোনাও যাবে। তবে এক্ষেত্রে প্রশ্ন উঠতে পারে স্পিকার থাকার ফলে বাইকআরোহী অ্যাম্বুলেন্স বা অন্যান্য গাড়ির হর্ন বা আশেপাশের আওয়াজ শুনতে পাবে কিনা। তার উত্তর হ্যাঁ, অবশ্যই ভালোভাবে শোনা যাবে। এর পাশাপাশি স্মার্ট হেলমেটে থাকা আরো অত্যাধুনিক একটি ফিচার হল চিটচ্যাট। যে ফিচারের কাজ হল বাইকারোহী এবং পিলিওনের বার্তালাপের সংযোগ ঘটানো। অনেক সময় বাইক চলাকালীন অবস্থায় পিলিওন রাইডারদের কথা শুনতে পায় না। তবে বিলিওন এবং রাইডার উভয়ের মাথাতে যদি এই হেলমেট থাকে তাহলে তারা একে অপরের কথা শুনতে পাবেন।

এবার আসি দামের কথায়, লঞ্চ হওয়া স্মার্ট হ্যালো হেলমেটের (Smart Helmet) এই দুটি মডেলের দাম দুই রকম। হাফ ফেস হেলমেটের দাম রয়েছে ৪,৯৯৯ টাকা। অপরদিকে ১২,৯৯৯ টাকা দাম রয়েছে ফুল ফেস হেলমেটের। যা সংস্থার অনলাইন ওয়েবসাইট অথবা শোরুম থেকে অর্ডার করে নিতে পারবেন। তবে প্রশ্ন উঠছে রাইডারদের মনোযোগ হারানো নিয়ে। কিন্তু অপরদিকে মোটরবাইক চালানোর সময় পাওয়া যাবে দারুন সুবিধা।

Advertisements