Payment can be made through UPI at the Railway ticket counter: নতুন আর্থিক বছরে শুরু হতে চলেছে একাধিক বদল। বিভিন্ন নিয়মের ক্ষেত্রে এপ্রিলের ১ তারিখ থেকে এই বদল কার্যকর হতে চলেছে। এমনকি ভারতীয় রেল তাদের বিভিন্ন নিয়মের ক্ষেত্রেও আমূল পরিবর্তন আনতে চলেছে এই নয়া বছরে। সাধারণ নাগরিকেরা এর থেকে প্রচুর পরিমাণে লাভ পাবেন। এপ্রিল মাসের ১ তারিখ থেকে রেলওয়ে জেনারেল টিকিটের অর্থ প্রদানের ক্ষেত্রেও বিরাট একটি পরিবর্তন আসতে চলেছে যা সাধারণ মানুষের কাছে অত্যন্ত লাভজনক এবং কোটি কোটি গ্রাহকেরা স্বস্তির নিঃশ্বাস ফেলবে। টিকিট কাউন্টারে এবার পেমেন্ট করতে পারবেন ইউপিআই এর মাধ্যমেও (Railway UPI Payment)।
নতুন অর্থ বর্ষের সূচনা থেকেই আপনি যদি রেলের জেনারেল টিকিট কাটলেও ইউপিআই এর মাধ্যমে (Railway UPI Payment) কাটতে পারবেন। রেল বোর্ডের তরফে ডিজিটাল QR কোডের অনুমোদন দেওয়া হয়েছে। যাত্রীরা খুব সহজেই UPI-এর মাধ্যমে ট্রেনের জেনারেল টিকিটের পেমেন্ট করতে পারবেন। ইতিমধ্যে দেশের বিভিন্ন রেল স্টেশনে এই ব্যবস্থা চালু হয়ে গেছে। পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক কৌশিক মিত্র এ বিষয়ে মন্তব্য করেছেন যে, খুব শীঘ্রই সমস্ত যাত্রীরা হাওড়া ও শিয়ালদা স্টেশনেও এই পরিষেবা পেতে চলেছে।
আপনারা নিশ্চয়ই লক্ষ্য করে থাকবেন রেলওয়ে স্টেশনগুলোতে টিকিট কাউন্টারে প্রচুর মানুষের ভিড় থাকে। এই ভিড় এড়ানোর জন্যই রেলওয়ে কর্তৃপক্ষ এই সিদ্ধান্ত নিয়েছে। যাত্রীদের যাতে আর এই লম্বা লাইনের ঝামেলায় পড়তে না হয় এবং ভারতকে আরো ডিজিটালাইজেশন করার জন্যই এই ব্যবস্থা নিয়েছে ভারতীয় রেল। রেলওয়ে স্টেশনগুলোতে আনরিজার্ভ টিকিট কাউন্টারগুলিতে অনলাইন টিকিটের সুবিধা পাওয়া যাবে। আপনি নতুন অর্থবর্ষ থেকেই এই নতুন ইউপিআই পেমেন্টের (Railway UPI Payment) সুবিধা পাবেন।
আরও পড়ুন ? North Bengal Tour: বাংলার বুকে রয়েছে এমন এক ট্রেন, যাতে চড়লে গ্যারান্টি মন জুড়িয়ে যাবে
বিভিন্ন যাত্রীরা ভারতীয় রেলের এই সিদ্ধান্তে অত্যন্ত খুশি এবং তারা নিমেষের মধ্যে স্টেশনে থাকা টিকিট কাউন্টারে QR কোডের (Railway UPI Payment) মাধ্যমে টাকা দিতে পারবেন। Paytm, Google Pay এবং Phone Pay-এর মতো অ্যাপ থেকে UPI পেমেন্ট করে টাকা দেওয়া বর্তমানে সবার কাছে একেবারে জলভাত। মিটে যাবে খুচরো সংক্রান্ত সমস্ত ঝামেলা এবং যাত্রীদেরও আর লম্বা লাইনে দাঁড়িয়ে থাকতে হবে না। প্রায়ই বড় নোট থাকলে, যাত্রীরা টিকিট কাটতে গিয়ে খুচরোর ঝামেলায় পড়েন, UPI পেমেন্টের ফলে এই ঝামেলা অনেকটাই কমবে এমনটাই আশা করছে ভারতীয় রেল।
এই ডিজিটাল পেমেন্ট এর সুবিধার জন্য জেনারেল টিকিট কাটা আর অসুবিধাজনক নয় যাত্রীদের জন্য। নগদ অর্থ মিলাতে আর টিকিট কাউন্টারের কর্মীদের অসুবিধা হবে না। এ ছাড়া নগদ অর্থ প্রদানে অনিয়মও কমবে। ডিজিটাল পেমেন্টের কারণে মানুষ অল্প সময়ের মধ্যে টিকিট পেয়ে যাবেন এবং এটি একটি স্বচ্ছ ডিজিটাল পেমেন্টের উদাহরণ সৃষ্টি করবে সবার কাছে।