Green FD: FD অতীত! এসে গেল Green FD, মিলবে অনেক বেশি সুবিধা, মিলবে বাড়তি সুদ

Prosun Kanti Das

Published on:

Advertisements
Forget about normal FDs and invest in Green FD: আপনি যদি ভবিষ্যতের জন্য অর্থ সঞ্চয় করতে চান তাহলে ব্যাঙ্ক বা পোস্ট অফিসে করা ফিক্সড ডিপোজিট আপনার জন্য উপযুক্ত সমাধান। এতে আপনি পাবেন নিশ্চিত রিটার্ন। মধ্যবিত্তের সবথেকে বড় পছন্দ হলো পোস্ট অফিস কিংবা ব্যাংকে ফিক্স ডিপোজিট করা। বর্তমানে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (SBI)-সহ একাধিক অর্থকরী প্রতিষ্ঠানে সাধারণ গ্রাহকদের জন্য রয়েছে গ্রিন ফিক্সড ডিপোজিট (Green FD)নামের প্রকল্প। গ্রিন ফিক্স ডিপোজিটের সঙ্গে FD-র পার্থক্য কোথায়? আসুন জেনে নেওয়া যাক।
এবার আপনাদের বুঝতে হবে আসলে এই গ্রিন FD (Green FD)- এর অর্থ কোন কাজে ব্যবহৃত হবে। আমানতকারীরা যে টাকা বিনিয়োগ করবেন তা পরিবেশের নানা কাজে বিনিয়োগ করা হবে। তার মধ্যে উল্লেখযোগ্য হলো পুনর্ব্যবহারযোগ্য শক্তি, বর্জ্য ব্যবস্থাপনা ও বায়ু দূষণ প্রতিরোধের পরিকল্পনা। পাশাপাশি জলবায়ু পরিবর্তন, সবুজায়ন ও জীব বৈচিত্র্য সংরক্ষণে লগ্নি করা হবে ওই টাকা।

শুধুমাত্র স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়াতে নয়, ব্যাঙ্ক অফ বরোদা, ইন্ডিয়ান ওভারসিজ ব্যাঙ্ক ও AU স্মল ফিন্যান্সের মতো অর্থকরী প্রতিষ্ঠানগুলোতেও গ্রিন FD (Green FD) করার সুযোগ পাবেন বিনিয়োগকারীরা। এতে বিনিয়োগকারীরা সুদ পাবেন ৫.৭ থেকে ৮ শতাংশ পর্যন্ত। অনাবাসী ভারতীয় বা তাঁদের কোন সংস্থাও এই স্কিমে লগ্নি করতে পারবেন। নিচে চার্টের মাধ্যমে কোন ব্যাঙ্ক কত বছরের লগ্নির উপর কত শতাংশ সুদ প্রদান করছে তা তুলে ধরা হল।

Advertisements

আরও পড়ুন ? Green Energy Fuel: পেট্রোল-ডিজেল অতীত! এবার জলের দরে ছুটবে গাড়ি, নয়া পরিকল্পনা আম্বানির

Green FD
এই বছরই বিনিয়োগকারীদের জন্য গ্রিন FD-র (Green FD) বিশেষ স্কিম ঘোষণা করে SBI। সেখানে তিনটি মেয়াদে বিনিয়োগের কথা বলা হয়েছে। সেই স্কিমগুলো হল ১১১১ দিন, ১৭৭২ দিন ও ২২২২ দিন। প্রবীণ নাগরিকদের জন্য এই তিনটি মেয়াদের সুদের হার বেশি রাখা হয়েছে। এই স্কিমে প্রবীণদের বছরে ৭.১৫ থেকে ৭.৪০ শতাংশ সুদ দেওয়া হবে।
স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার গ্রিন FD-তে লগ্নি করতে হলে আমানতকারীকে কিন্তু অবশ্যই ব্যাঙ্কের শাখায় যেতে হবে। রিপোর্ট অনুযায়ী জানা যায় যে, পরবর্তী দিনগুলোতে নেট ব্যাঙ্কিংয়ের দ্বারাও বিনিয়োগকারীরা এতে বিনিয়োগ করতে পারবেন। YONO অ্যাপের মাধ্যমে যাতে এতে বিনিয়োগ করা যায়, SBI কর্তৃপক্ষ সেই প্রচেষ্টা চালাচ্ছে। চলতি বছরের মাঝামাঝি তা চালু হয়ে যাবে বলে খবর সূত্রের।
Advertisements