Opinion Poll Lok Sabha WB: চাপে সুকান্ত থেকে পাঠান! ৪২ লোকসভার অধিকাংশ কেন্দ্রে কে জিতবেন, কে হারবেন

Shyamali Das

Published on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : আগামী ১৯ এপ্রিল প্রথম দফা ভোট দান পর্বের মধ্য দিয়েই শুরু হয়ে যাবে চলতি বছরের লোকসভা নির্বাচন (Lok Sabha)। এই লোকসভা নির্বাচনে ৪২টি কেন্দ্রে কেমন ফলাফল হতে পারে তা নিয়ে গত ৫ জানুয়ারি থেকে ৫ এপ্রিল পর্যন্ত এবিপি আনন্দ-সি ভোটার যৌথভাবে সমীক্ষা (Opinion Poll Lok Sabha WB) চালিয়েছে। সেই সমীক্ষাতে যে ফলাফল উঠে এসেছে তা থেকে মোটামুটি ভাবে আন্দাজ করা যেতে পারে, এবারের লোকসভা নির্বাচনে কোন কোন প্রার্থী শেষ হাসি হাসবেন।

Advertisements

পশ্চিমবঙ্গের ৪২ টি লোকসভা কেন্দ্রের মধ্যে জলপাইগুড়িতে জিততে পারেন বিজেপি প্রার্থী জয়ন্ত রায়, দার্জিলিঙে জিততে পারেন বিজেপি প্রার্থী রাজু বিস্তা। গোর্খাদের দাবি দেওয়া এবং বিজেপি বিধায়ক কাটা হিসাবে থাকলেও এখানে গত তিনবারের মতো বিজেপিই বিজেপিই জয়লাভ করতে পারে। হাড্ডাহাড্ডি লড়াইয়ে রায়গঞ্জে জয়লাভ করতে পারেন বিজেপি প্রার্থী কার্তিক পাল।

Advertisements

যে লোকসভা কেন্দ্র এখন মোদি-শাহের কাছে আলাদা নজর হয়ে রয়েছে সেই লোকসভা কেন্দ্র অর্থাৎ বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের বালুরঘাটে কিন্তু চাপে পড়তে পারেন সুকান্ত মজুমদার। তিন শতাংশ সুইং ভোট তার ভাগ্য উলটপালট করে দিতে পারে। মালদা উত্তর লোকসভা কেন্দ্র থেকে জিততে পারেন বিজেপি প্রার্থী খগেন মুর্মু। বহরমপুর লোকসভা কেন্দ্র থেকে ফের একবার জয়ের মুখ দেখতে পারেন অধীর রঞ্জন চৌধুরী। এখানে হেরে যেতে পারেন ইউসুফ পাঠান থেকে শুরু করে বিজেপির নির্মল সাহা।

Advertisements

আরও পড়ুন ? RBI New Mobile App: RBI আনছে নতুন অ্যাপ, বিনিয়োগকারীরা পাবেন বাড়তি এই সুবিধা

কৃষ্ণনগর লোকসভা কেন্দ্রে হাড্ডাহাড্ডি লড়াই চাপে ফেলতে পারে তৃণমূলের অন্যতম প্রার্থী মহুয়া মৈত্রকে। আপাতত তিনি এগিয়ে থাকলেও এক শতাংশ সুইং ভোট তার ভাগ্য বদলে দিতে পারে। মেদিনীপুর লোকসভা কেন্দ্র থেকে তৃণমূলের সেলিব্রিটি প্রার্থী জুন মালিয়া হারের মুখ দেখতে পারেন এবং জিততে পারেন বিজেপির অগ্নিমিত্রা পল। পুরুলিয়ায় হাড্ডাহাড্ডি লড়াইয়ে আপাতত এগিয়ে থাকলেও জ্যোতির্ময় সিং মাহাতোকে বেগ দিতে পারে মাত্র এক শতাংশ ভোট।

হুগলিতেও হাড্ডাহাড্ডি লড়াইয়ে এখনো পর্যন্ত বিজেপির লকেট চ্যাটার্জি এগিয়ে থাকলেও যেকোনো মুহূর্তে পাশা বদলে যেতে পারে বলেই সমীক্ষায় জানানো হয়েছে। বর্ধমান পূর্ব লোকসভা কেন্দ্রে বিজেপির অসীম সরকার হারের মুখ দেখতে পারেন এবং এখানে জয়লাভ করতে পারেন তৃণমূলের শর্মিলা সরকার। বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রে দিলীপ ঘোষ এগিয়ে থাকলেও তিনি মোটেও স্বস্তিতে নেই। অনুব্রতহীন বীরভূমের দুটি লোকসভা কেন্দ্রেই জয়লাভ করতে পারেন তৃণমূল প্রার্থীরা। সন্দেশখালির ঘটনার পর বসিরহাটের হাড্ডাহাড্ডি লড়াইয়ে তৃণমূল প্রার্থী হাজি নুরুল ইসলাম এগিয়ে থাকলেও যেকোনো সময় পাশা পাল্টে দিতে পারেন রেখা পাত্র। দমদম লোকসভা কেন্দ্রে জয়লাভ করতে পারেন সৌগত রায়, মথুরাপুর থেকে জয়লাভ করতে পারেন তৃণমূলের বাপি হালদার, হাওড়ায় জিততে পারেন তৃণমূলের প্রসূন বন্দ্যোপাধ্যায়, শ্রীরামপুরে জিততে পারেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়, তমলুকে জিততে পারেন বিজেপির অভিজিৎ গঙ্গোপাধ্যায়, ডায়মন্ড হারবারে জিততে পারেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, দক্ষিণ কলকাতায় জিততে পারেন তৃণমূলের মালা রায়।

Advertisements