নিজস্ব প্রতিবেদন : যে সকল পর্যটকরা দূরদূরান্ত থেকে সিকিমে ঘুরতে আসেন তাদের অধিকাংশের চোখ থাকে উত্তর সিকিমের (North Sikkim Tour) দিকে। উত্তর সিকিম ভ্রমণ পর্যটকদের কাছে যতটাই কঠিন ততটাই আনন্দদায়ক। কেননা উত্তর সিকিমে যে প্রাকৃতিক সৌন্দর্য দেখতে পাওয়া যায় তা অন্য কোথাও দেখা যায় না বলেই পর্যটকদের বড় অংশ মনে করেন।
তবে গত অক্টোবর মাসের পর থেকে বিভিন্ন সময় ধস থেকে শুরু করে নানান প্রাকৃতিক দুর্যোগের মুখোমুখি হয়েছে সিকিম। যে কারণেই নর্থ সিকিম যাওয়ার জন্য গুরুত্বপূর্ণ রাস্তা চুংথাং থেকে মঙ্গন পর্যন্ত রাস্তাও বিপত্তির সম্মুখীন হয়েছিল। আর এর পরেই পুরোপুরি হবে বন্ধ হয়ে গিয়েছিল টুং নাগা রাস্তা। ৩ অক্টোবর সিকিমে যে মেঘ ভাঙ্গা বৃষ্টিতে বিপর্যয় নেমে এসেছিল তার কারণে বিভিন্ন রাস্তা বন্ধ হয়ে গিয়েছিল উত্তর সিকিম যাওয়ার জন্য।
তবে এবার এই প্রাকৃতিক বিপর্যয় কাটিয়ে ধীরে ধীরে সমস্ত কিছু স্বাভাবিক হওয়ার পর বৃহস্পতিবার থেকে ওয়ানওয়ে হিসাবে লাচেন থেকে চুংথাংগামী এই রাস্তাটি খুলে দেওয়া হয়েছে। আর এর ফলে প্রায় ছয় মাস পর চুংথাং ও লাচেনের মধ্যে পুনরায় সংযোগ স্থাপন হল। তবে এই রাস্তার কাজ এখনো পর্যন্ত সম্পূর্ণভাবে মেরামত করা হয়নি। কাজ চালানো হচ্ছে। যে কারণে এই রাস্তার উপর দিয়ে এখন যাতায়াতের ক্ষেত্রে বেশ কিছু নিয়ম মেনে চলতে হবে।
লাচেন থেকে চুংথাংগামী এই রাস্তায় যাতায়াত করার জন্য খোলা থাকবে সকাল ৭টা থেকে। এই রাস্তা দিয়ে সকালের দিকে কেবলমাত্র লাচেনের দিকে ওঠা যাবে। লাচেনের দিকে ওঠার জন্য সময় দেওয়া হবে মাত্র এক ঘন্টা। আপাতত সকাল ৭টা থেকে সকাল ৮ টা পর্যন্ত সময় দেওয়া হচ্ছে। আবার এই রাস্তা দিয়ে লাচেন থেকে চুংথাং ফিরে আসার জন্যও এক ঘন্টা সময় দেওয়া হচ্ছে। আর সেই সময় পাওয়া যাবে বিকালের দিকে ৩টে থেকে ৪টে পর্যন্ত। আবার বিকেল ৪টে থেকে সাড়ে ৫টা পর্যন্ত লাচেনের দিকে যাওয়ার অনুমতি দেওয়া হচ্ছে।
এই রাস্তার উপর দিয়ে সকাল ৮টা থেকে দুপুর ৩টে পর্যন্ত কোন রকম যানবাহন চলাচল করতে দেওয়া হচ্ছে না। কেননা রাস্তার কাজ যেহেতু এখনো সম্পূর্ণ হয়নি তাই কাজ চলবে ওই সময়। আবার একইভাবে বিকেল ৫:৩০ এর পর থেকেও কোন যানবাহন চলাচলের অনুমতি দেওয়া হচ্ছে না। এই রাস্তায় এখন জোরকদমে কাজ চললেও পুরোপুরি ভাবে কবে থেকে পর্যটকদের জন্য খুলে দেওয়া হবে তা সম্পর্কে এখনো পর্যন্ত কিছু জানানো হয়নি। তবে সাময়িকভাবে রাস্তা পর্যটকদের জন্য খুলে দেওয়ার কারণে উত্তর সিকিম যাওয়া এখন অনেকটাই সহজ হচ্ছে পর্যটকদের কাছে।