নিজস্ব প্রতিবেদন : যমজ সন্তানদের (Twins) ক্ষেত্রে বহু কাজকর্ম, স্বভাব, মুখের গঠন, চালচলন একই রকম দেখা যায়। বিশ্বের অধিকাংশ যমজ সন্তানদের ক্ষেত্রেই এমন মিল রয়েছে। কিন্তু পরীক্ষায় নম্বরের (Twins Exam Results) ক্ষেত্রেও যে যমজের মতো মিল থাকবে তা কিন্তু নয়। তবে এই রকমই একটি অবিশ্বাস্য ঘটনার সাক্ষী দেশ।
সম্প্রতি গত বুধবার দ্বাদশ শ্রেণীর পরীক্ষার ফলাফল বের হতেই দেখা যায় যে যমজ দুই বোনের কথা বলা হচ্ছে তারা দুজনেই ৬০০ মধ্যে ৫৭১ নম্বর পেয়েছে। স্বাভাবিকভাবেই তাদের পরীক্ষার ফলাফল দেখে সবাই অবাক। তবে এমন ঘটনা কিন্তু এই প্রথম নয়। দু’বছর আগে যখন তারা দুজন দশম শ্রেণীর পরীক্ষা দিয়েছিল, তখনো একই ঘটনা ঘটেছিল। এবার দু’বছর পরেও সেই একই ঘটনার পুনরাবৃত্তি ঘটলো। আবার দ্বাদশের এসএসএলসি পরীক্ষাতেও ৬২৫ নম্বরের মধ্যে দুই বোনকেই ৬২০ পেতে দেখা গিয়েছিল।
একের পর এক পরীক্ষায় এইভাবে হতবাক করা ফলাফল অর্থাৎ যমজ দুই বোনের একই নম্বর আসার ঘটনাটি ঘটেছে কর্নাটকে। এমন ঘটনা বারবার ঘটিয়ে সবাইকে অবাক করছেন কর্ণাটকের হাসানের যমজ দুই বোন চুক্কি এবং ইব্বানী চন্দ্র কেভি। তাদের দুজনের জন্মের সময়ের ব্যবধান মাত্র দু’মিনিট। আর এই যমজ দুই বোনই একের পর এক পরীক্ষায় সবাইকে চমকে দিয়ে একই নম্বর নিয়ে আসছে।
আরও পড়ুন ? Lok Sabha TMC vs BJP: ভাবনার থেকেও বেশি! বাংলার ৪২ আসনে কটাতে এগিয়ে তৃণমূল, কটাতে বিজেপি!
কিন্তু প্রশ্ন হল কিভাবে একের পর এক পরীক্ষায় দুই বোন একই নম্বর পাচ্ছে? একটি পরীক্ষায় এমনটা হতেই পারে? কিন্তু তাই বলে একের পর এক পরীক্ষায় এমন ঘটনা? পুরো বিষয়টি কাকতালীয় বলেই জানিয়েছেন ওই যমজ দুই বোন। তারা দুজনেই ৯৭ শতাংশের বেশি নম্বর পেয়ে পাশ করবে এমনটাই আশা করলেও এইভাবে দুজনেই একই নম্বর পাবে, তা কোনদিনই আশা করেনি বলেই দাবি করেছে তারা।
একইভাবে এমন ঘটনায় অবাক ওই যমজ বোনের বাবা-ও। ওই যমজ বোনের বাবা বিনোদ চন্দ্র নিজেও পুরো বিষয়টিকে কাকতালীয় বলেই মনে করছেন। এক্ষেত্রে বিনোদ চন্দ্র জানিয়েছেন, দুই বোন সবসময় একসঙ্গে সমস্ত কাজ করে থাকে। পড়াশোনা থেকে শুরু করে সমস্ত কিছু তারা একসঙ্গেই করে। পরীক্ষার জন্য দুজনেই কঠোর পরিশ্রম করে থাকে। দুজনেরই পরীক্ষার ফলাফল ভালো হবে এমনটাই আশা তাদের মধ্যে সবসময় থাকলেও একই নম্বর নিয়ে আসবে তা কখনো আশা করতে পারেননি।