Gold Price Hiked Reason: কেন হু হু করে বৃদ্ধি পাচ্ছে সোনার দাম! পিছনে চীনের কলকাঠি!

Shyamali Das

Published on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : সোনা (Gold) এমন একটি ধাতু, যে ধাতুর আকর্ষণ সাধারণ মানুষদের কাছে কোন সময় কমতে দেখা যায় না। সোনার চাহিদা সাধারণ মানুষদের কাছে সব সময় থাকার পাশাপাশি বিভিন্ন দেশের কাছেও এর চাহিদা চরম। কেননা প্রত্যেক দেশে কত পরিমাণ সোনার ভান্ডার রয়েছে তার ওপর নির্ভর করে সেই দেশের অর্থনৈতিক পরিস্থিতিও অনেকটাই নির্ভর করে।

Advertisements

ভারতে গত কয়েক মাস আগে সোনার দাম যা ছিল তা এখন কয়েকগুণ বেড়ে গিয়েছে। শুক্রবার কলকাতায় ১০ গ্রাম ২৪ ক্যারেট সোনার দাম বেড়ে দাঁড়িয়েছে ৭৫ হাজার ৪২০ টাকা। কলকাতার পাশাপাশি দেশের অন্যান্য শহরেও সোনার দাম একই হারে বৃদ্ধি পাচ্ছে। কিন্তু প্রশ্ন হল কেন এইভাবে সোনার দাম বৃদ্ধি (Gold Price Hiked Reason) পাচ্ছে?

Advertisements

তরতরিয়ে সোনার দাম বৃদ্ধি পাওয়ার পিছনে যে কারণ রয়েছে বলে বিশেষজ্ঞরা মনে করছেন তা হল বৈশ্বিক অস্থিরতা। এর পাশাপাশি বিশেষজ্ঞদের তরফ থেকে দাবি করা হচ্ছে, সোনার দাম এইভাবে বৃদ্ধি পাওয়ার পিছনে অন্যতম কলকাঠি রয়েছে চীনের। নিজেদের দেশের অর্থনৈতিক অবস্থা স্থিতিশীল এবং আরও শক্তিশালী করে তোলার জন্য এখন বিশ্বের বহু দেশের কেন্দ্রীয় ব্যাঙ্ক সোনার ভান্ডার বৃদ্ধি করতে উঠেপড়ে লেগেছে।

Advertisements

আরও পড়ুন ? Lok Sabha TMC vs BJP: ভাবনার থেকেও বেশি! বাংলার ৪২ আসনে কটাতে এগিয়ে তৃণমূল, কটাতে বিজেপি!

বিশ্বের যে সকল দেশ নিজেদের কেন্দ্রীয় ব্যাঙ্কের সোনার ভান্ডার বৃদ্ধি করতে শুরু করেছে তার মধ্যে অন্যতম একটি দেশ হলো চীন। কেননা চীনের কেন্দ্রীয় ব্যাঙ্ক পিপলস ব্যাঙ্ক অফ চায়না টানা ১৭ মাস ধরে নিজেদের দেশের সোনার ভান্ডার বৃদ্ধি করার জন্য সোনা কিনেই চলেছে। বিশেষজ্ঞদের বড় অংশ মনে করছেন, চীনের এমন পদক্ষেপের ফল হিসাবে সোনার দামের উপর বড় প্রভাব পড়ছে।

চীনের কেন্দ্রীয় ব্যাংক পিপলস ব্যাংক অফ চায়না গত ফেব্রুয়ারি মাসে ১২ টন সোনা কিনেছে। মার্চ মাসেও তাদের মধ্যে একই প্রবণতা লক্ষ্য করা গিয়েছে। আর এসবের কারণেই ভারতের পাশাপাশি বিশ্বের অন্যান্য দেশেও হু হু করে বাড়ছে সোনার দাম বলেই মনে করছেন বিশেষজ্ঞ মহলের বড় অংশ। এছাড়াও জুন মাসে ফেড সুদের দাম কমতে পারে বলে আশা করা হচ্ছে। সেই প্রত্যাশা থেকেও সোনার দাম হু হু করে বৃদ্ধি পাচ্ছে। পাশাপাশি সোনার দাম বৃদ্ধি পাওয়ার পিছনে ডলারের সূচক নিচের দিকে থাকাকেও দায়ী করা হচ্ছে। ডলারের দামের সঙ্গে সোনার দামের সম্পর্ক ব্যস্তানুপাতিক। যে কারণে ডলারের সূচক কমতে থাকায় সোনার রেট বৃদ্ধি পাচ্ছে।

Advertisements