Kolkata Bus Service: মাথায় হাত বাসিন্দাদের! কলকাতা থেকে উধাও হয়ে যেতে পারে ৫০ শতাংশ বাস

Shyamali Das

Published on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : তিলোত্তমায় এখন দিন দিন বেড়ে চলেছে মেট্রো পরিষেবা। তবে মেট্রো পরিষেবা যতই বৃদ্ধি পাক না কেন, বাস পরিষেবার চাহিদা কোনদিনই কমবে না বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। কেননা কলকাতার মতো শহরের আনাচে-কানাচে পৌঁছে যাওয়ার জন্য বাসিন্দাদের অন্যতম সম্বল হল বাস পরিষেবা (Kolkata Bus Service)।

Advertisements

কিন্তু এবার এই বাস পরিষেবা নিয়েই একটি অশনি সংকেত পাওয়া যাচ্ছে। আর সেই অশনি সংকেত অনুযায়ী কলকাতা থেকে উধাও হয়ে যেতে পারে ৫০ শতাংশ বাস। একবার ভাবুন, যদি শহর থেকে ৫০% বাস উধাও হয়ে যায় তাহলে কি হবে শহরের বাসিন্দাদের? কি হবে অন্যান্য জায়গা থেকে কলকাতায় বিভিন্ন কারণে আসা মানুষদের? এসব ভেবেই এখন মাথায় হাত করতে শুরু করেছে আমজনতার।

Advertisements

তবে প্রশ্ন হল কেন ৫০ শতাংশ বাস উধাও হয়ে যাওয়ার আশঙ্কা তৈরি হচ্ছে? এমন আশঙ্কার পিছনে রয়েছে আদালতের একটি রায়। ২০০৮ সালে কলকাতা হাইকোর্টের তরফ থেকে একটি রায়ে বলা হয়েছিল, যে সমস্ত যানবাহন বাণিজ্যিক ভাবে ব্যবহার করা হয়, সেই সকল বাসের বয়স ১৫ বছর পার করলেই বাতিল করতে হবে। কলকাতা হাইকোর্টের তরফ থেকে এই রায় দেওয়ার পর থেকেই সেই সংক্রান্ত আইন চালু হয়ে গিয়েছে।

Advertisements

আরও পড়ুন ? Highest Alcohol Addicted State: সবচেয়ে বেশি মদ পান করেন ভারতের ছত্তিশগড়ের বাসিন্দারা, কত নম্বরে বাংলা

কলকাতা হাইকোর্টের তরফ থেকে এমন রায় দেওয়া হয়েছে মূলত পরিবেশের কথা মাথায় রেখে। এমনিতেই তিলোত্তমা সহ পার্শ্ববর্তী বিভিন্ন জায়গায় দিন দিন যেভাবে দূষণের পরিমাণ বৃদ্ধি পাচ্ছে তা প্রতিটি মানুষের কাছেই চিন্তার কারণ। এমন কথা মাথায় রেখেই আদালতের তরফ থেকে বাণিজ্যিকভাবে ব্যবহৃত ১৫ বছর বয়সী যানবাহন বাতিল করার নির্দেশ দেওয়া হয়েছিল। আর এই নিয়ম কার্যকর হলেই কলকাতা থেকে ৫০ শতাংশ বাস উধাও হয়ে যাবে।

বর্তমানে কলকাতায় যেসকল বাস পরিষেবা দিয়ে থাকে সেই সকল বাসের ৫০ শতাংশ যাদের বয়স ১৫ বছর পার করেছে। এই সকল বাস চলতি বছরই বাতিল করা হতে পারে বলে মনে করা হচ্ছে। যদিও এখন বিভিন্ন রুটে মেট্রো পরিষেবা চালু হওয়ার কারণে বাসের ভরসা অনেকটাই কমেছে। আবার যাতে ৫০% বাস উধাও হয়ে গেলে সাধারণ মানুষদের ভোগান্তি না হয় তার জন্য ধীরে ধীরে নানান পরিকল্পনাও গ্রহণ করা হচ্ছে। সূত্র মারফত জানা যাচ্ছে, ইতিমধ্যেই বেসরকারি পরিবহন ক্ষেত্রে ২৬ টি নতুন বাস কেনা হয়েছে। তবে বর্তমানে কলকাতায় প্রায় ৩৫০০ বেসরকারি বাস পরিষেবা দিয়ে থাকে। যে সংখ্যাটা অর্ধেক হয়ে গেলে চরম সমস্যায় পড়তে হবে সকলকেই।

Advertisements