নিজস্ব প্রতিবেদন : ২০২৪ এর লোকসভা নির্বাচনে (Lok Sabha Election 2024) বিজেপির নেতৃত্বাধীন এনডিএ ৪০০ আসন পার করার লক্ষ্যমাত্রা নিয়ে ঝাঁপিয়ে পড়েছে। এনডিএ জোট ৪০০ আসনের লক্ষ্যমাত্রা নিয়ে নামার পাশাপাশি বিজেপি একাই ৩৭০টি আসন নিজেদের ঝুলিতে আনার লক্ষ্য নিয়েছে। তবে এসবের মধ্যেই এখনো পর্যন্ত বিজেপি পশ্চিমবঙ্গের ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের প্রার্থী দেয়নি।
যেখানে ৪০০-র বেশি আসনের লক্ষ্যমাত্রা রয়েছে, যে জায়গায় লোকসভা নির্বাচনের প্রথম দফা ভোট গ্রহণ শুরু হতে আর মাত্র চার দিন বাকি, সেই জায়গায় দাঁড়িয়ে জানলে অবাক হবেন, বিজেপি জোট এখনো পর্যন্ত মোট ২৬টি কেন্দ্রে প্রার্থীই (BJP Incomplete Candidates List) দেয়নি। পশ্চিমবঙ্গে যেমন এইরকম একটি কেন্দ্র রয়েছে, ঠিক সেই রকমই দেশের বাকি অন্যান্য জায়গাতে রয়েছে ২৬ টি কেন্দ্র।
গোটা দেশে এনডিএ জোটে বিজেপি ছাড়াও রয়েছে ২৫টি রাজনৈতিক দল। তবে সেই সকল রাজনৈতিক দলগুলি ছোট ছোট। যে কারণে ৫৪৩টি লোকসভা কেন্দ্রের মধ্যে বিজেপি একাই প্রার্থী দিয়েছে ৪৪৫টিতে। বাকি কেন্দ্রগুলিতে প্রার্থী দেবে শরিকরা। যে সকল কেন্দ্রে এখনো পর্যন্ত এনডিএ জোট প্রার্থী দেয়নি তার মধ্যে বেশকিছু কেন্দ্রে প্রার্থী দিতে পারে বিজেপির শরিক দলরা। এমন পরিস্থিতিতে দেশের কোন কোন রাজ্যে এখনো প্রার্থী দেয়নি বিজেপি জোট চলুন দেখে নেওয়া যাক।
আরও পড়ুন ? Chhattisgarh Ram Mandir: ভয়ে বন্ধ ছিল এই রাম মন্দির, অবশেষে খুলল ২১ বছর পর
বিজেপি জোট এখনো পর্যন্ত যে সকল কেন্দ্রে প্রার্থী দেয়নি তাদের মধ্যে পশ্চিমবঙ্গে রয়েছে ১টি। মহারাষ্ট্রে এইরকম আসনের সংখ্যা ৯টি। যে ৯টি কেন্দ্রের মধ্যে ৬টিতে প্রার্থী দেওয়ার কথা বিজেপির। এছাড়াও পাঞ্জাবের ৭টি কেন্দ্রে এখনো প্রার্থী দেয়নি গেরুয়া শিবির। উত্তরপ্রদেশের মতো রাজ্যেও ৫টি আসোনি এখনো প্রার্থী দেয়নি বিজেপি জোট। লাদাখের ১টি আসনের পাশাপাশি কাশ্মীরের ৩টি আসনে এখনো বিজেপি শিবিরের প্রার্থী নেই।
যে সকল কেন্দ্রে বিজেপি অথবা এনডিএ জোট এখনো প্রার্থী দেয়নি সেই কেন্দ্রগুলি হল পশ্চিমবঙ্গের ডায়মন্ড হারবার, লাদাখের লাদাখ, জম্মু-কাশ্মীরের শ্রীনগর, বারামুলা, অনন্তরাগ রাজৌরি, পাঞ্জাবের খাদুর সাহিব, হোসিয়ারপুর, আনন্দপুর সাহিব, ফতেগড় সাহিব, ফিরোজপুর, ভাতিন্ডা, সাংরুর, মহারাষ্ট্রের ওরঙ্গাবাদ, নাসিক, পালঘর, থানে, উত্তর পশ্চিম মুম্বই, উত্তর মধ্য মুম্বই, দক্ষিণ মুম্বই, সাতারা, রত্নগিরি-সিন্ধুদুর্গ এবং উত্তরপ্রদেশের রাজবরেলি, কেসরগঞ্জ, দেওরিয়া, মির্জাপুর, রোবার্সগঞ্জ।