BJP WB: বাংলায় হাতছাড়া হতে চলেছে তৃণমূলের জেতা এই ৩টি আসন! ২৪-এ চমক দেবে বিজেপি

Shyamali Das

Published on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : আগামী ১৯ এপ্রিল প্রথম দফা ভোট গ্রহণের মধ্য দিয়ে শুরু হয়ে যাবে চলতি বছরের লোকসভার নির্বাচন (Lok Sabha Election 2024)। এবারের লোকসভা নির্বাচনে বিজেপি এবং তাদের শরিকরা মিলে গোটা দেশে ৪০০ আসন পাওয়ার লক্ষ্যমাত্রা নিয়ে ঝাঁপিয়েছে। পাশাপাশি পশ্চিমবঙ্গেও (BJP WB) তাদের তরফ থেকে আসন বৃদ্ধি করার লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে।

Advertisements

এবারের লোকসভা নির্বাচনে কে কতগুলি আসন পেতে পারে তা নিয়ে ইতিমধ্যেই বিভিন্ন সংস্থা জনমতের উপর ভিত্তি করে সমীক্ষার ফলাফল সামনে এনেছে। এখনো পর্যন্ত যে সকল জনমত সমীক্ষার ফলাফল সামনে এসেছে তা থেকে মোটামুটি ভাবে স্পষ্ট, বাংলায় বিজেপির আসন সংখ্যা বৃদ্ধি পাবে। বাংলায় বিজেপির আসন সংখ্যা বৃদ্ধি পাওয়া মানেই তৃণমূল ও কংগ্রেসের আসন হারানো। ঠিক সেরকমই হতে পারে বলে মনে করা হচ্ছে একাধিক জনমত সমীক্ষায়।

Advertisements

একাধিক জনমত সমীক্ষায় মনে করা হচ্ছে, ২০২৪ এর লোকসভা নির্বাচনে পশ্চিমবঙ্গের জেতা তিনটি আসন তৃণমূলের হাত ছাড়া হতে পারে। এছাড়াও কংগ্রেসের জেতা একটি আসনও হাতছাড়া হতে পারে। আর এই চারটি আসনই চলে যেতে পারে বিজেপির ঝুলিতে। জনমত সমীক্ষায় এমন ফলাফল সামনে আসার পরিপ্রেক্ষিতে স্বাভাবিকভাবেই রাজ্যের শাসক দল তৃণমূলের কপালে ভাঁজ পড়তে শুরু করেছে। এখন দেখে নেওয়া যাক কোন কোন জেতা আসল হাতছাড়া হতে পারে তৃণমূল ও কংগ্রেসের।

Advertisements

তৃণমূলের জেতা যে তিনটি আসন হাতছাড়া হতে পারে সেই তিনটি আসন হল তমলুক, কাঁথি এবং আরামবাগ। তমলুকে ২০১৯-এর লোকসভা নির্বাচনে তৃণমূলের টিকিটে জয়যুক্ত হয়ে সাংসদ হয়েছিলেন শুভেন্দু অধিকারীর ভাই দিব্যেন্দু অধিকারী। আবার কাঁথি লোকসভা কেন্দ্রেও ২০১৯ সালের লোকসভা নির্বাচনে তৃণমূলের টিকিটের জয়লাভ করেছিলেন শুভেন্দু অধিকারীর বাবা শিশির অধিকারী। কিন্তু শুভেন্দু অধিকারী তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদানের পরই বিদায়ী ওই দুই সংসদ তৃণমূল বিরোধী হয়ে পড়েছিলেন। এবার এই দুটি কেন্দ্র বিজেপির ঝুলিতে যাবে বলেই মনে করা হচ্ছে একাধিক জনমত সমীক্ষায়।

আরও পড়ুন ? MS Dhoni Sixes: ৬,৬,৬! বুড়ো হাড়ে আবারও ভেলকি দেখালেন ধোনি

অন্যদিকে আরামবাগ লোকসভা কেন্দ্র থেকে ২০১৯ সালের লোকসভা নির্বাচনে তৃণমূলের টিকিটে জয়লাভ করেছিলেন অপরূপা পোদ্দার। কিন্তু এবার তাকে টিকিট দেয়নি তৃণমূল। তাকে টিকিট না দেওয়ার পাশাপাশি আরামবাগ লোকসভা কেন্দ্রে তৃণমূল এবং তৃণমূলের বিদায়ী সাংসদ অপরুপা পোদ্দারের বিরুদ্ধে ভুরি ভুরি অভিযোগ সামনে এসেছে। এই কেন্দ্রটিও তৃণমূলের হাত থেকে চলে যেতে পারে বিজেপির ঝুলিতে বলেই মনে করা হচ্ছে।

২০২৪ সালের লোকসভা নির্বাচনে তমলুক লোকসভা কেন্দ্রে তৃণমূলের প্রার্থী দেবাংশু ভট্টাচার্যকে হারিয়ে জয়লাভ করতে পারেন বিজেপির অভিজিৎ গঙ্গোপাধ্যায়। অন্যদিকে কাঁথি লোকসভা কেন্দ্রে জয়লাভ করতে পারেন বিজেপির প্রার্থী সৌমেন্দু অধিকারী। একইভাবে লোকসভা কেন্দ্রে জয়ী হতে পারেন অরূপকান্ত দিগার। অন্যদিকে বহরমপুর লোকসভা কেন্দ্র নিয়ে বিভিন্ন জনমত সমীক্ষায় বিভিন্ন মতামত পাওয়া যাচ্ছে। কোন কোন জনমত সমীক্ষা পুনরায় অধীর চৌধুরী জয়লাভ করবে বলে মনে করলেও কেউ কেউ আবার মনে করছেন, ওই কেন্দ্রে কংগ্রেস ও তৃণমূল দুই দলকে হারিয়ে জয়লাভ করতে পারে বিজেপি।

Advertisements