Which state is in the first row to raise the voice of common people in Parliament: আর কিছুদিন পরেই শুরু হবে লোকসভা নির্বাচন। ক্ষমতা দখলে লড়াইয়ের ময়দানে নেমে পড়েছে ভিন্ন দল। চলছে নানা জায়গায় মিটিং, সভা। তারমধ্যেই ADR-এর তরফে প্রকাশিত হয়েছে এক রিপোর্ট। ১৭ তম লোকসভার শেষেই প্রকাশ্যে এসেছে এই রিপোর্ট। যেখানে বিশ্লেষিত রয়েছে রাজ্যসহ সংসদে রাজনৈতিক দলের পারফরম্যান্স বিষয়ে (Parliament)। যে তালিকায় শীর্ষস্থান দখল করেছে ছত্তিশগড়, গুজরাত। সেই তালিকায় বাংলার ঠাঁই কত নম্বরে? সবুজ, গেরুয়া দলের পারফরম্যান্সই বা কেমন?
প্রসঙ্গত, ২৭৩ দিন ধরে বসেছিল ১৭ তম লোকসভা। আর সেই লোকসভায় সংসদে এমপিদের হাজিরা অনুযায়ী প্রথম স্থানে রয়েছে ছত্তিশগড় এবং গুজরাত। এই দুই রাজ্যের ১১ জন এবং ২৬ জন সাংসদরা গড়ে ২১৬ দিন হাজিরা দিয়েছেন। সেই নিরিখে বাংলার এমপিরা গড়ে ১৬২ দিন হাজিরা দেওয়ায় তালিকার ২৩ নম্বরে স্থান হয়েছে পশ্চিমবঙ্গের (Parliament)। অপরদিকে পশ্চিমবঙ্গের এমপিদের থেকেও কম হাজিরা দিয়ে তালিকার নিম্নে অবস্থান করছে আরো পাঁচ রাজ্য।
যদি রাজনৈতিক দলের কথা বলি এক্ষেত্রে শীর্ষস্থান দখল করেছে তেলেগু দেশম পার্টি। ২৭৩ দিনের মধ্যে ২২৯ দিন সংসদে হাজিরা দিয়েছেন এই পার্টির ৩ এমপি। সিপিএমের মোট এমপি তিন জনের সংসদে হাজিরা গড়ে ২২৬ দিন। অপরদিকে কেন্দ্রীয় শাসকদল বিজেপি গড়ে ১৫১ দিন হাজিরা দিয়ে তালিকার ১১ নম্বরে অবস্থান করছে। সে দিক থেকে ২০ নম্বরে স্থান রয়েছে রাজ্য শাসক দল তৃণমূলের। সবুজ শিবিরের সাংসদদের গড় হাজিরা ১৩৮ দিন। গড়ে মাত্র ২৭ দিন হাজিরা দিয়ে তালিকার একদম নিচে অবস্থান করছে আমআদমি পার্টি।
সংসদে হাজিরা তালিকার পাশাপাশি কোন রাজ্য এবং কোন দল সাধারণ মানুষদের কথা বেশি তুলে ধরেছে সেই তালিকাও প্রকাশ করেছে অ্যাসোসিয়েশন ফর ডেমোক্রেটিক রিফর্মস (এডিআর)। এদিক থেকে ১৭ তম লোকসভায় রাজ্য অনুযায়ী সংসদে উপস্থিত এমপিদের মধ্যে মহারাষ্ট্রের এমপিরা সব থেকে বেশি প্রশ্ন করে শীর্ষস্থান দখল করেছে। তাদের প্রশ্নের গড় সংখ্যা ৩১৫ টি। ২৩৬টি প্রশ্ন করে দ্বিতীয় স্থান অধিকার করেছে কেরালা। এদিক থেকেও বাংলার পারফরম্যান্স খুব একটা ভালো নয়। গড়ে ১১৪ টি প্রশ্ন করে ১৯ নম্বরে রয়েছে পশ্চিমবঙ্গ।
সংসদে হাজিরা দেওয়ার পাশাপাশি সাংসদেরা সাধারণ মানুষের বিভিন্ন বিষয় নিয়ে প্রশ্ন করেন। সেই প্রশ্ন করার নিরিখে রাজনৈতিক দলগুলির মধ্যে প্রথম স্থানে রয়েছে শরদ পাওয়ারের এনসিপি দল। এই দলের সাংসদরা ৪১০ টি প্রশ্ন করেছেন। প্রশ্ন করার নিরিখে ১৫ নম্বর স্থানে রয়েছে কেন্দ্রীয় শাসকদল বিজেপি। সবচেয়ে বেশি সংখ্যক এমপি রয়েছে এই দলে। যাদের প্রশ্নের গড় সংখ্যা ১৪৯ টি। গড়ে ৯৪ টি প্রশ্ন করে তালিকার ১৭ নম্বরে রয়েছে রাজ্য শাসক দল তৃণমূল। তবে নির্দিষ্টভাবে এমপিদের হাজিরের কথা যদি বলি এক্ষেত্রে ১০০% হাজির (Parliament) দিয়েছেন ২ সাংসদ। তারা হলেন একজন ছত্তিশগড়ের কঙ্কন-এর বিজেপি সাংসদ মোহন মাণ্ডবী আর একজন আজমের বিজেপি এমপি ভগিরথ চৌধুরী। তবে দল হিসেবে পিছিয়ে থাকলেও এমপি হিসেবে বাংলা সাংসদ তথা রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার সব থেকে বেশি প্রশ্ন করেছেন। তার প্রশ্ন সংখ্যা ৫৯৬ টি।