Small Investment Scheme: এক টাকাও এদিক-ওদিক নয়! দেখতে দেখতে হবে টাকা ডবল! শুধু বিনিয়োগ করতে এই সব সরকারী প্রকল্পে

Prosun Kanti Das

Published on:

Advertisements

Invest money in a Small Investment Scheme to make it double immediately: বর্তমানের উপার্জন দিয়ে ভবিষ্যৎ কিভাবে সুরক্ষিত করা যায় সে চিন্তা প্রায় সকলেরই রয়েছে। ভবিষ্যৎ সুরক্ষিত করার জন্য কিছু মানুষ নিজেদের উপার্জিত অর্থ জমিয়ে রাখতে পছন্দ করেন। আবার কিছু মানুষ সেই টাকা বিভিন্ন প্রকল্পে বিনিয়োগ করে তার পরিমাণ বাড়িয়ে নেওয়ার চেষ্টা করেন। কিন্তু এই সমস্ত ক্ষেত্রে ক্ষয়ক্ষতির সম্ভাবনা থাকে। তাই ঠিক কোন প্রকল্পে বিনিয়োগ করলে ক্ষয়ক্ষতির সম্ভাবনা একেবারেই থাকবে না তা ভালো করে খতিয়ে দেখে নেওয়া প্রয়োজন। এমন কয়েকটি সরকারি প্রকল্প (Small Investment Scheme) রয়েছে যেখানে বিনিয়োগ করলে নিশ্চিতভাবে ডাবল টাকা রিটার্ন পেতে পারেন বিনিয়োগকারী।

Advertisements

ভবিষ্যৎ সুরক্ষিত করতে চাইলে অর্থ সঞ্চয় করাই প্রথম ও প্রধান ধাপ। কিন্তু শুধু অর্থ সঞ্চয় করলেই তো হবে না। মূল্য বৃদ্ধির সাথে তাল মেলাতে গেলে সঞ্চিত অর্থের পরিমাণ বাড়ানোটাও প্রয়োজন, আর তার জন্য প্রয়োজন বিনিয়োগ। বর্তমানে বেশ কিছু ক্ষুদ্র সঞ্চয় প্রকল্প (Small Investment Scheme) রয়েছে যা প্রকৃতপক্ষে সুরক্ষিত। আজকের প্রতিবেদনের মাধ্যমে এমনই কয়েকটি সুরক্ষিত সরকারি প্রকল্পের সম্পর্কে জানানো হবে আপনাদের। বিস্তারিত জানতে প্রতিবেদনটি সম্পূর্ণ পড়তে হবে।

Advertisements

কিষান বিকাশ পত্র: এটি মূলত একটি সিঙ্গেল বিনিয়োগ প্রকল্প (Small Investment Scheme)। অর্থাৎ, এই প্রকল্পে আপনাকে মাত্র একবারই বিনিয়োগ করতে হবে। নূন্যতম ১০০০ টাকা থেকে লক্ষাধিক টাকা আপনি ভিডিও করতে পারেন এই প্রকল্পে। এই প্রকল্পে বিনিয়োগ করা অর্থের উপর ৭.৫% সুদ দেওয়া হয়। ফলত, এই প্রকল্পে বিনিয়োগ করার ১১৫ মাস পর নিশ্চিতভাবে ডবল টাকা ফেরত পাবেন বিনিয়োগকারী। এই প্রকল্পে বিনিয়োগ করা অত্যন্ত সুরক্ষিত। আপনি যদি এই প্রকল্পে অর্থ বিনিয়োগ করেন তবে, ১১৫ মাস অর্থাৎ ৯ বছর ৭ মাস পর আপনি ১০ লক্ষ টাকা ফেরত পাবেন।

Advertisements

আরও পড়ুন ? Vande Bharat Sleeper: বন্দে ভারত স্লিপারে কপাল খুলল কলকাতার! এই সংস্থা পেল কোটি কোটি টাকার বরাত

পিপিএফ: পাবলিক প্রভিডেন্ট ফান্ড বা পিপিএফ হলো একটি সরকারি ক্ষুদ্র বিনিয়োগ প্রকল্প (Small Investment Scheme)। এই প্রকল্পের সুদের হার ৭.১ শতাংশ। এই প্রকল্পেও টাকা দ্বিগুণ হতে সময় লাগে ১০ বছরেরও কম। দীর্ঘমেয়াদি সুরক্ষা লাভের উদ্দেশ্য সফল করতে সাহায্য করতে পারে এই প্রকল্পটি। এছাড়া এই প্রকল্পে বিনিয়োগের মাধ্যমে কর ছাড়ের সুবিধাও পেতে পারেন বিনিয়োগকারী।

সুকন্যা সমৃদ্ধি যোজনা: মহিলাদের জন্য রাজ্য সরকারের তরফ থেকে চালু করা হয়েছে সুকন্যা সমৃদ্ধি যোজনা (Small Investment Scheme)। এই প্রকল্পে সুদের হার ৮.২ শতাংশ। যা অন্যান্য প্রকল্প বা সংস্থার পক্ষ থেকে ধার্য করার সুদের হারের চেয়ে অনেকটাই বেশি। মূলত শিশুকন্যাদের জন্য সুরক্ষিত ভবিষ্যৎ গঠনের উদ্দেশ্যে এই প্রকল্পটি নিয়ে এসেছে রাজ্য সরকার। ১০ বছরের কম বয়সী শিশু কন্যাদের নামে এই প্রকল্পে বিনিয়োগ করা যাবে। সর্বনিম্ন ২৫০ টাকা থেকে শুরু করে সর্বোচ্চ দেড় লাখ টাকা অব্দি বাৎসরিক বিনিয়োগ করতে পারেন এই ক্ষুদ্র বিনিয়োগ প্রকল্পের (Small Investment Scheme) মাধ্যমে।

Advertisements