নিজস্ব প্রতিবেদন : রান্নার গ্যাস (Cooking Gas) এখন প্রত্যেক গৃহস্থালিদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি উপাদানে পরিণত হয়েছে। কেননা রান্নার গ্যাস ছাড়া এখন দেশের অধিকাংশ বাসিন্দাদের হেঁসেলে ভাত চাপে না। তবে বিভিন্ন সময় এমন একটি প্রয়োজনীয় জিনিসের দাম নিয়ে দেশের মানুষদের মধ্যে নানান অভিযোগ উঠতেও দেখা গিয়েছে। যদিও লোকসভা ভোটের আগে কেন্দ্র সরকার রান্নার গ্যাস সিলিন্ডার (LPG) প্রতি দাম অনেকটাই কমিয়ে সাধারণ মানুষদের স্বস্তি দিয়েছে।
তবে কেন্দ্র সরকারের তরফ থেকে রান্নার গ্যাস সিলিন্ডারের দাম কমিয়ে গ্রাহকদের স্বস্তি দিলেও মে মাস থেকে রান্নার গ্যাস সিলিন্ডার বুকিংয়ের (LPG Booking) খরচ বেড়ে যাবে। রান্নার গ্যাস সিলিন্ডারের বুকিংয়ের খরচ অবশ্য দেশের সমস্ত গ্রাহকদের বাড়বে এমনটা নয়। নির্দিষ্ট কিছু গ্রাহক রয়েছেন যাদের রান্নার গ্যাস বুকিংয়ের খরচ বাড়বে মে মাস থেকে, যদি তারা এই পদ্ধতিতে রান্নার গ্যাস বুকিং করেন।
দেশের বহু গ্রাহক রয়েছেন যারা রান্নার গ্যাস সিলিন্ডার বুকিং বুক অথবা বিভিন্ন ধরনের ইউটিলিটি বিল দিয়ে থাকেন ক্রেডিট কার্ড থেকে। এই ধরনের কাজ যারা করে থাকেন তাদের মধ্যে আবার যারা IDFC ফার্স্ট ব্যাঙ্ক এবং ইয়েস ব্যাঙ্কের ক্রেডিট কার্ড ব্যবহার করে থাকেন তাদের মে মাস থেকে রান্নার গ্যাস সিলিন্ডার বুকিং সহ ইউটিলিটি বিল দেওয়ার ক্ষেত্রে খরচ বেড়ে যাবে। ইউটিলিটি বিলের এই তালিকায় রান্নার গ্যাস সিলিন্ডার ছাড়াও রয়েছে ইলেকট্রিক বিল জমা দেওয়া, জল কর জমা দেওয়া ইত্যাদি।
আরও পড়ুন ? Government Hospitals: কেন্দ্রের থেকে মিলবে ৯ লক্ষ টাকা! কপাল খুলল বাংলার এই ৪ হাসপাতালের
মূলত ১ মে থেকে এই দুই ব্যাংকের ক্রেডিট কার্ড ব্যবহারকারীদের উপর ইউটিলিটি বিল পেমেন্ট করার ক্ষেত্রে সার চার্জ বসানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আর সেই সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতেই এমনটা হতে চলেছে। আর এই সিদ্ধান্ত অনেক গ্রাহকদের রান্নার গ্যাস সিলিন্ডার বুকিং থেকে শুরু করে ইলেকট্রিক বিল ইত্যাদির খরচ বাড়িয়ে দেবে তা নিয়ে কোন সন্দেহ নেই।
নতুন নিয়ম অনুসারে যে সকল ইয়েস ব্যাঙ্ক ক্রেডিট কার্ড গ্রাহকদের একটি বিল সাইকেলে রান্নার গ্যাস বুকিং থেকে শুরু করে ইউটিলিটি বিল যদি ১৫ হাজার টাকা পার করে যায় তাহলে ওই গ্রাহককে সারচার্জ হিসাবে ১ শতাংশ এবং তার ওপর জিএসটি দিতে হবে। একই ক্ষেত্রে যদি আইডিএফসি ফার্স্ট ব্যাঙ্কের ক্রেডিট কার্ড ব্যবহারকারীদের ইউটিলিটি বিল ২০ হাজার টাকা পার করলে ১ শতাংশ সারচার্জ এবং জিএসটি দিতে হবে।