নিজস্ব প্রতিবেদন : লোকাল থেকে শুরু করে এক্সপ্রেস অথবা যেকোনো ধরনের ট্রেনই এলাকার বাসিন্দাদের এক জায়গা থেকে অন্য জায়গা নিয়ে যাওয়ার ক্ষেত্রে সুযোগ করে দেয়। ভারতীয় রেলের (Indian Railways) তরফ থেকে সেই মতো প্রতিনিয়ত প্রচেষ্টা চালানো হচ্ছে যাতে রেল পরিষেবার জাল দেশের বিভিন্ন প্রান্তে পৌঁছে দেওয়া যায়। সেই সকল প্রচেষ্টার মধ্যেই এবার বাংলার একটি গুরুত্বপূর্ণ জায়গা থেকে দিল্লির জন্য নতুন ট্রেন (New Train For Delhi) মিলল।
১৫ এপ্রিল থেকে দিল্লিগামী নতুন যে ট্রেনটির পথচলা শুরু হল সেই ট্রেনের ঘোষণা আগেই করা হয়েছিল রেলের তরফ থেকে। নির্বাচনের দিনক্ষণ ঘোষণা হওয়ার আগে ১৬ মার্চ নতুন এই ট্রেনের ঘোষণা করা হয়েছিল। তবে এরই মধ্যে নির্বাচনের দিনক্ষণ ঘোষণা হয়ে যাওয়ার ফলে সেই ট্রেন চালু করা নিয়ে বেশ কিছুটা বেগ পেতে হয়েছিল রেলকে। তবে শেষমেষ নির্বাচন কমিশনের গ্রিন সিগন্যালের পরিপ্রেক্ষিতে সোমবার থেকে নতুন ওই ট্রেনের যাত্রা শুরু হল।
নতুন যে ট্রেনটির কথা বলা হচ্ছে সেই ট্রেনটি এবার বালুরঘাট থেকে ভাটিণ্ডা পর্যন্ত যাতায়াত করবে। ট্রেন নম্বর ১৩৪৮৩ প্রতিদিন বিকাল পাঁচটার সময় বালুরঘাট রেল স্টেশন থেকে রওনা দেবে। অন্যদিকে ১৩৪৮৪ ভাটিণ্ডা থেকে বালুরঘাটগামী ট্রেনটি প্রতিদিন বিকেল ৪:২৫ মিনিটে বালুরঘাটের উদ্দেশ্যে রওনা দেবে। দুটি ট্রেনের মধ্যে একটি সপ্তাহে চার দিন এবং একটি সপ্তাহে তিন দিন পরিষেবা দেবে।
আরও পড়ুন ? Return on FD: ৭.৫ শতাংশের বেশি সুদ! জনপ্রিয় এই ৩ ব্যাঙ্কে টাকা রাখলেই মালামাল গ্রাহকরা
নতুন এই ট্রেন নিয়ে এলাকার বাসিন্দাদের মধ্যে দীর্ঘদিন ধরেই দাবি-দাওয়া ছিল। এরপর ১৬ মার্চ এই ট্রেনের ঘোষণা হওয়ার পর খুশিতে আত্মহারা হয়ে উঠেছিলেন এলাকার বাসিন্দারা। তবে এরই মধ্যে আবার নির্বাচন ঘোষণা হয়ে যাওয়ায় যখন ট্রেনটি চালু হওয়া নিয়ে টালবাহানা দেখা দেয় তখন স্থানীয়দের মন ভারাক্রান্ত হতেও দেখা যায়। অবশেষে সোমবার এই ট্রেনের সূচনা হলে ফের হাসি ফিরে আসে এলাকার মানুষদের মুখে।
বালুরঘাট থেকে দিল্লিগামী নতুন ফারাক্কা এক্সপ্রেস ট্রেনটিতে চড়ে এলাকার বাসিন্দারা মাত্র ৩৫ ঘন্টায় দিল্লি পৌঁছে যেতে পারবেন। আবার যে সকল যাত্রীরা ভাতিন্ডা পর্যন্ত যাবেন তাদের সময় লাগবে ৪২ ঘন্টা। অন্যদিকে এই ট্রেন কেবলমাত্র বালুরঘাটের বাসিন্দাদের জন্য সুখবর তা নয়, এই ট্রেনটি চালু হওয়ার ফলে একইভাবে উপকৃত হবেন বুনিয়াদপুর, একলাখি সহ বিভিন্ন এলাকার বাসিন্দারাও। কেননা তারাও এবার সরাসরি দিল্লি যাওয়ার জন্য নিজেদের এলাকা থেকেই ট্রেন ধরতে পারবেন।