নিজস্ব প্রতিবেদন : রেল পরিষেবা ভারতীয় নাগরিকদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি পরিষেবা। যে পরিষেবার ওপর ভর করে দেশের প্রায় দু’কোটি মানুষ প্রতিদিন এক জায়গা থেকে অন্য জায়গায় যাতায়াত করে থাকেন। আর এই কারণেই ভারতীয় রেলকে (Indian Railways) গণপরিবহনের লাইফ লাইন বলা হয়ে থাকে।
ভারতীয় রেলের এমন চাহিদা বৃদ্ধি পেয়েছে মূলত যাতায়াত করার ক্ষেত্রে একাধিক সুবিধা থাকার কারণে। যেমন কম খরচে রেল পরিষেবার ওপর ভর করে এক জায়গা থেকে অন্য জায়গা যাওয়া যায়, ঠিক সেই রকমই আবার স্বাচ্ছন্দের দিক দিয়েও রেল পরিষেবার বিকল্প অন্য কিছু হতে পারে না। যে কারণেই দেশের বিভিন্ন প্রান্তের মানুষেরা চান, তাদের গন্তব্যে যাওয়ার ক্ষেত্রে যেন সহজেই রেল পরিষেবার মাধ্যমে যাওয়া যায়।
রেল পরিষেবার ক্ষেত্রে এবার এইরকমই একটি সুখবর মিলল পুরুলিয়ার বাসিন্দাদের জন্য। কেননা এবার পুরুলিয়া থেকেই সোজা তিরুনেলভেলি পৌঁছে যাওয়া যাবে। পুরুলিয়া থেকে সোজা তিরুনেলভেলি যাওয়া অথবা আসার ক্ষেত্রে আর এলাকার বাসিন্দাদের বারবার ট্রেন পরিবর্তন করতে হবে না। এছাড়াও ওই ট্রেনের মাধ্যমে এবার দক্ষিণ ভারতের আরও অন্যান্য গুরুত্বপূর্ণ জায়গাগুলিও পৌঁছে যাওয়া যাবে।
পুরুলিয়া থেকে সোজা দক্ষিণ ভারতের তিরুনেলভেলি পৌঁছানোর জন্য পুরুলিয়া থেকে ভিল্লুপুরম পর্যন্ত যে এক্সপ্রেস ট্রেন আগে যাতায়াত করত সেই ট্রেনের যাত্রা পথ বৃদ্ধি করা হয়েছে। আর এর ফলেই এবার পুরুলিয়ার বাসিন্দারা সোজা পুরুলিয়া থেকে এক ট্রেনে পৌঁছে যেতে পারবেন তিরুনেলভেলি। পুরুলিয়া ছাড়াও পার্শ্ববর্তী বিভিন্ন জেলার বাসিন্দারাও এই ট্রেনের ফলে উপকৃত হবেন।
পুরুলিয়া থেকে তিরুনেলভেলি সুপারফাস্ট ট্রেনটি সপ্তাহে দুদিন পরিসেবা দিয়ে থাকে। প্রত্যেক মঙ্গলবার এবং শুক্রবার ট্রেনটি পুরুলিয়া স্টেশন থেকে রওনা দেয়। অন্যদিকে তিরুনেলভেলি থেকে পুরুলিয়া পর্যন্ত ট্রেনটি ও সপ্তাহে দুদিন মঙ্গলবার এবং শনিবার পুরুলিয়ার উদ্দেশ্যে রওনা দিয়ে থাকে। ২২৬০৫ পুরুলিয়া থেকে তিরুনেলভেলি এসএফ এক্সপ্রেস ট্রেনটি সকাল দশটার সময় রওনা দেয় এবং রওনা দেওয়ার তৃতীয় দিনে ভোর ৪:১০ মিনিটে তিরুনেলভেলি পৌঁছায়। অন্যদিকে ২২৬০৬ তিরুনেলভেলি থেকে পুরুলিয়া এসএফ এক্সপ্রেস ট্রেনটি তিরুনেলভেলি থেকে ভোর তিনটের সময় রওনা দেয় এবং দ্বিতীয় দিন রাত ১০:৪৬ মিনিটে পুরুলিয়া এসে পৌঁছায়। এই ট্রেন তিরুনেলভেলি পর্যন্ত সম্প্রসারিত হওয়ায় পুরুলিয়া সহ পার্শ্ববর্তী বিভিন্ন এলাকার বাসিন্দারা অনেক উপকৃত হবেন বলেই আশা করা হচ্ছে।