নিজস্ব প্রতিবেদন : দিন দিন ভারতীয় রেলের (Indian Railways) যাত্রী সংখ্যা বেড়ে চলেছে। ইদানিংকালে আবার এই যাত্রীসংখ্যা বৃদ্ধি কয়েকগুণ নজরে আসতে দেখা যাচ্ছে। মূলত গ্রীষ্মকালীন ছুটিতে ঘুরতে যাওয়ার প্রবণতা বৃদ্ধি পাওয়ার কারণেই যাত্রী সংখ্যা লাফিয়ে লাফিয়ে বাড়তে শুরু করেছে আর এই যাত্রী সংখ্যা লাফিয়ে লাফিয়ে বাড়তে থাকার ফলে ট্রেনের টিকিট নিয়ে দেখা যাচ্ছে টানাপোড়েন।
বর্তমানে দেশের বিভিন্ন রুট যেমন উত্তরবঙ্গ, দক্ষিণ ভারত ইত্যাদি রুটের ট্রেনের টিকিট পাওয়া একেবারেই মুশকিল হয়ে দাঁড়িয়েছে। উত্তরবঙ্গ যাওয়ার ক্ষেত্রে অধিকাংশ মানুষই ঘুরতে গেলেও দক্ষিণ ভারত ঘুরতে যাওয়া ছাড়াও অনেকেই চিকিৎসা সহ বিভিন্ন কারণে যাতায়াত করে থাকেন। আর এই মত অবস্থায় ট্রেনের টিকিট না পেয়ে বহু যাত্রীদেরই সমস্যায় পড়তে হচ্ছে।
পরিস্থিতির কথা মাথায় রেখে ভারতীয় রেলের তরফে বাংলা থেকে এসএমভিটি বেঙ্গালুরু পর্যন্ত একটি স্পেশাল ট্রেন (Summer Special Train for SMVT Bengaluru) চালানোর সিদ্ধান্ত নেওয়া হল। গ্রীষ্মকালীন স্পেশাল ট্রেন হিসাবে রেলের তরফ থেকে ওই ট্রেনটি চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এসএমভিটি বেঙ্গালুরু পর্যন্ত গ্রীষ্মকালীন ওই স্পেশাল ট্রেনটি মালদা টাউন থেকে যাতায়াত করবে।
পূর্ব রেলের তরফ থেকে যে বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে সেই বিজ্ঞপ্তি অনুযায়ী ০৬৫৬৫ ট্রেনটি এসএমভিটি বেঙ্গালুরু থেকে মালদা টাউন পর্যন্ত ১৭ এপ্রিল থেকে ২৬ জুন পর্যন্ত প্রতি সপ্তাহের বুধবার এসএমভিটি বেঙ্গালুরু থেকে ছাড়বে। অন্যদিকে ০৬৫৬৬ ট্রেনটি মালদা টাউন থেকে এসএমভিটি বেঙ্গালুরু পর্যন্ত যাতায়াত করবে ২০ এপ্রিল থেকে ২৯ জুন পর্যন্ত। এই ট্রেনটি প্রতি সপ্তাহের শনিবার মালদা টাউন স্টেশন থেকে যাত্রা শুরু করবে।
০৬৫৬৫ ট্রেনটি প্রতি বুধবার এসএমভিটি বেঙ্গালুরু থেকে বিকেল ৪:৩৫ মিনিটে ছাড়বে এবং ট্রেনটি মালদা টাউন পৌঁছাবে শুক্রবার সকাল ৭:৩০ মিনিটে। অন্যদিকে ০৬৫৬৬ ট্রেনটি প্রতি শনিবার সকাল ৯ টার সময় মালদা টাউন থেকে এসএমভিটি বেঙ্গালুর উদ্দেশ্যে রওনা দেবে। এই ট্রেনটি এসএমভিটি বেঙ্গালুরু পৌঁছাবে সোমবার ভোর ৩টের সময়। যাতায়াতের পথে ট্রেনটি কৃষ্ণরাজাপুরম, বাঙ্গারাপেট, জোলারপেট্রাই, কাটপাডি, রেনিগুন্টা, গুডুর, ওঙ্গোল, রাজামুন্ত্রী, দুব্বাদা, সিমহাচলম নর্থ, কোট্টাভালাসা, ভিজিয়ানাগ্রাম, শ্রীকাকুলাম রোড, পালাসা, ব্রহ্মপুর, খুরদা রোড, কটক, ভদ্রক, বালেশ্বর, খড়গপুর, ডানকুনি, বোলপুর শান্তিনিকেতন, রামপুরহাট এবং নিউ ফরাক্কা স্টেশনেও স্টপেজ দেবে।