It is surprising to hear the earnings of the railway from Vande Bharat Express: দিন দিন বন্দে ভারতের মাহাত্ম্য বেড়েই চলেছে ভারতবর্ষে। ভারতের প্রায় প্রত্যেকটা রাজ্যে বন্দে ভারত ট্রেনটি চালু করা হয়েছে কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে। সারা দেশ জুড়ে ৫০ টি বন্দে ভারত এক্সপ্রেস পরিষেবা চালু রয়েছে নিয়মিত। প্রতিমুহূর্তে এই ট্রেনটির পরিষেবা আরো উন্নত করার চেষ্টা করছে রেল কর্তৃপক্ষ। আনা হচ্ছে নতুন নতুন ফিচারস ভারতবাসীর মধ্যে এই ট্রেনটিকে নিয়ে আগ্রহ বা উত্তেজনার কোন শেষ নেই। কিন্তু সারা দেশ জুড়ে পরিষেবা দিয়ে বন্দে ভারত এক্সপ্রেসের মাধ্যমে (Vande Bharat Express Earnings) ঠিক কত টাকা উপার্জন করছে রেল কর্তৃপক্ষ? সম্প্রতি একটি আরটিআইএ ওঠা বন্দে ভারতের আয় সংক্রান্ত প্রশ্নের উত্তর দিয়েছে রেল কতৃপক্ষ স্বয়ং।
বন্দে ভারত এক্সপ্রেস থেকে কত টাকা আয় (Vande Bharat Express Earnings) হচ্ছে, বা তার পরিষেবা সুষ্ঠুভাবে চালাতে গিয়ে রেল কর্তৃপক্ষ কত টাকা লাভ বা ক্ষতির মধ্যে দিয়ে যাচ্ছে এই বিষয়ে বিস্তারিত তথ্য আরটিআই এর মাধ্যমে জানতে চেয়েছিল মধ্যপ্রদেশের বাসিন্দা গৌর চন্দ্রশেখর। সেই আরটিআই এর উত্তরে রেল কর্তৃপক্ষ জানান বন্দে ভারতের আয় ব্যায়ের কোন রেকর্ড নাকি রাখা নেই। শুধু বন্দে ভারত নয়, কোন ট্রেনেরই নাকি আলাদা করে রাজস্ব আদায় বা খরচার কোন হিসাব রাখে না রেল কর্তৃপক্ষ।
২০১৯ সালে ১৫ই ফেব্রুয়ারি প্রথম বন্দে ভারত এক্সপ্রেস চালু করা হয় সর্বসাধারণের জন্য। দিল্লি থেকে বারাণসী অব্দি রেলপথে এই ট্রেনটি চালু করা হয়। ভারতের প্রথম সেমি হাইস্পিড ট্রেন হিসেবে বন্দে ভারতকেই চিহ্নিত করা হয় বর্তমানে। ২০১৯ সাল থেকে ২০২৪ সালে অব্দি মোট প্রায় ২ কোটি মানুষ এই ট্রেনের পরিষেবা গ্রহণ করেছেন। ট্রেনটি ভারতের প্রায় সব রাজ্যের উপর দিয়েই চলাচল করে। রেল কর্তৃপক্ষের দেওয়া তথ্য অনুযায়ী, ২০২৩ থেকে ২৪ অর্থবছরের মধ্যে বন্দে ভারত এক্সপ্রেস এত পথ চলাচল করেছে যাকে একত্রিত করলে তার পরিমান গোটা পৃথিবীর ৩১০ পাক দেওয়ার সমান হবে।
কিন্তু অবাক করা বিষয় হলো, একটি ট্রেন কতটা পথ এক বছরে পাড়ি দিচ্ছে, কতগুলি ট্রেন পরিষেবা সারা ভারতবর্ষ জুড়ে চলছে, কতজন মানুষ এই পরিষেবা গ্রহণ করছেন সমস্ত বিষয়ে পুঙ্খানুপুঙ্খ তথ্য রেখেছে রেল কর্তৃপক্ষ। অথচ বন্দে ভারত এক্সপ্রেস থেকে ঠিক কত টাকা রাজস্ব আদায় (Vande Bharat Express Earnings) করছে সরকার সেই হিসেব নাকি রাখেনি রেল কর্তৃপক্ষ। একটি পরিষেবা চালু করতে গেলে সবথেকে গুরুত্বপূর্ণ বিষয়ের তথ্য রাখার প্রয়োজনই বোধ করলেন না তারা।
গৌড় চন্দ্রশেখরের করা রাজস্ব সংক্রান্ত আরটিআই এর উত্তরের সঠিক উত্তর (Vande Bharat Express Earnings) দিতে পারেনি রেল কর্তৃপক্ষ। ওই একই আরটিআই তে বন্দে ভারত এক্সপ্রেস সংক্রান্ত অন্যান্য প্রশ্নের উত্তর যথাযথভাবে দিয়েছেন রেল কর্তৃপক্ষ। প্রসঙ্গত উল্লেখ্য, এই আরটিআই এর মাধ্যমেই জানা গেছে যে এখনো পর্যন্ত বন্দে ভারত এক্সপ্রেসের প্রত্যেকটি ট্রেন প্রায় সম্পূর্ণ বুকিং সহযোগে চলছে। রেল কর্তৃপক্ষ স্বয়ং জানিয়েছেন যে বন্দে ভারত এক্সপ্রেস এখনও পর্যন্ত ৯২ শতাংশ সিট বুকিং এর উপরে চলছে।