Salary of Nita Ambani: নার্সারির শিক্ষিকা ছিলেন নীতা আম্বানি, মাসে পেতেন মাত্র কয়েকশো টাকা, জীবন বদলায় মুকেশের সঙ্গে বিয়ের পর

Prosun Kanti Das

Published on:

Advertisements

How much did Nita Ambani earn as a nursery school teacher before marriage: বর্তমানে আম্বানি পরিবারের কর্ত্রী তিনি। রিলায়েন্স কর্ণধার মুকেশ আম্বানির অর্ধাঙ্গিনী। ধনপতি স্ত্রী হয়ে বিলাসিতায় জীবন কাটে নীতা আম্বানির। প্রায়ই বিভিন্ন বিষয় নিয়ে সোশ্যাল মিডিয়া চর্চায় উঠে আসেন ধনকুবের স্ত্রী। যা শুনতে আগ্রহী থাকে নেটিজেনরা। তেমনি প্রকাশ্যে এসেছে নীতা আম্বানির এক গোপন খবর। বিবাহের পূর্বে নার্সারি স্কুলে শিক্ষকতা করেন নীতা আম্বানি (Salary of Nita Ambani)। কিন্তু জানেন বেতন কত পেতেন? সেখান থেকে ধনপতির স্ত্রী কীভাবে হলেন? সেই নিয়েই চর্চা নেটদুনিয়ায়।

Advertisements

জানা গিয়েছে, বিবাহের আগে বাড়িতে বসে থাকতেন না আম্বানি স্ত্রী নীতা আম্বানি (Salary of Nita Ambani)। তিনি নাচ-গান নিয়েই নিজেকে ব্যস্ত রাখতেন। তবে এর পাশাপাশি তিনি একটি কাজও করতেন। মুম্বাইয়ের “সানফ্লাওয়ার” নামক এক নার্সারি স্কুলে শিক্ষকতা করতেন তিনি। যার বিনিময়ে তিনি বেতন পেতেন মাত্র ৮০০ টাকা। যা ধনপতির কাছে হাতের ময়লা। কিন্তু কিভাবে এই ধনী পরিবারের বউ হলেন ৮০০ টাকা বেতন পাওয়া নার্সারি স্কুলের শিক্ষিকা নীতা আম্বানি?

Advertisements

মূলত নাচের সূত্র ধরেই আম্বানি পরিবারের পুত্রবধূ হয়েছেন নীতা। এক নবরাত্রি অনুষ্ঠানে ভারতনাট্যম নাচে শ্বশুরকে মুগ্ধ করেছিলেন আম্বানি সহধর্মিনী। তবে সেই সময় তিনি বিবাহের জন্য প্রস্তুত ছিলেন না। তিনি নাচ নিয়েই থাকতে চেয়েছিলেন। কিন্তু পরে শশুরের প্রস্তাবে রাজি হন নীতা আম্বানি। তারপরেই জীবন বদলে যায় মুকেশ আম্বানি স্ত্রী নীতা আম্বানির। তবে বিবাহের পর নীতাকে নাচ নিয়ে শ্বশুরবাড়ি থেকে কোনো মন্তব্য করা হয়নি।

Advertisements

আরো পড়ুন: ১২ কোটির নতুন গাড়ি বাড়ি আনলেন নীতা আম্বানি, রয়েছে এইসব ফিচার্স

কিন্তু বিবাহের পর তিনি নাচে মন দিতে পারেননি। তিনি মন দিয়েছিলেন সংসার জগতে। নিজ গুণের দ্বারা সংসারের রমণী হয়ে উঠেছিলেন নীতা। সেই সময় তিন সন্তানকে মানুষের মতো মানুষ করে তুলতে ব্যস্ত হয়ে পড়েছিলেন আম্বানি সহধর্মিনী। তারপর ছেলেমেয়েরা বড় হয়ে গেলে তিনি পেশাজগতে প্রবেশ করেন। ধীরে ধীরে রিলায়েন্সের ব্যবসায় যুক্ত হন। পাশাপাশি একটি আন্তর্জাতিক স্কুলও চালান ধনপতি স্ত্রী। এছাড়াও তিনি আরো যে সমস্ত কাজ করেন সেই কাজে কর্মী রাখলে তিনি মোটা টাকা বেতন পেতেন। তবে মালকিন হয়ে যে বেতন ছাড়া কাজ করেন তা নয়। তিনিও মাস শেষে বেতন পান। খবর রয়েছে, প্রতি মাসে নীতা আম্বানির ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢোকে ২ কোটি টাকা করে।

শোনা গিয়েছে, বিবাহের পর নীতা আম্বানি (Salary of Nita Ambani) ৮০০ টাকা বেতনের চাকরি করতে চেয়েছিলেন। কিন্তু শ্বশুরবাড়ি থেকে তাকে এই চাকরি করতে অনুমতি দেওয়া হয়নি। কারণ আম্বানি পরিবারে এই বেতনে চাকরি করা মানায় না। তবে সাম্প্রতিক সময়ে তিনি কোটি কোটি টাকার মালিক। তার পরিচয় তিনি “ধীরুভাই আম্বানি ইন্টারন্যাশনাল স্কুল”-এর মালকিন। এছাড়াও ‘মুম্বাই ইন্ডিয়ান্স’-এর কর্ণধার। পাশাপাশি রিলায়েন্স কোম্পানির চেয়ারপার্সন রয়েছেন নীতা। বলা যায় সংসার, পরিবার সবকিছু দায়িত্ব সহকারে সামলান আম্বানি সহধর্মিনী নীতা আম্বানি।

Advertisements