নিজস্ব প্রতিবেদন : পশ্চিমবঙ্গের যে সকল পর্যটন কেন্দ্র রয়েছে সেই সকল পর্যটন কেন্দ্রের মধ্যে অন্যতম পর্যটন কেন্দ্র ধরা হয়ে থাকে পূর্ব মেদিনীপুরের দিঘাকে (Digha)। পূর্ব মেদিনীপুরের এই সমুদ্র সৈকতে রাজ্যের বিভিন্ন জায়গার পাশাপাশি দেশের বিভিন্ন জায়গা থেকেও পর্যটকরা ছুটে আসেন। আবার যে সকল পর্যটকরা দীঘা ঘুরতে আসেন তাদের অধিকাংশরাই ট্রেনে চড়ে আসেন।
দিঘায় প্রতিদিনই হাজার হাজার পর্যটকদের আগমণ এবং ট্রেনে চড়ে আগমণের কারণে ট্রেনের টিকিট নিয়ে অনেক সময় সমস্যায় পড়তে হয়। গ্রীষ্ম, বর্ষা, শীত সব সময়ই এইরকম পরিস্থিতি দেখা যায়। আর সামনেই যখন গ্রীষ্মের ছুটি সেই সময় ট্রেনের চাহিদা আরও বাড়বে এমনটাই মাথায় রেখে রেলের (indian Railways) তরফ থেকে একটি স্পেশাল ট্রেন ঘোষণা করা হলো।
রেলের তরফ থেকে দিঘা যাওয়ার জন্য নতুন যে স্পেশাল ট্রেনের ঘোষণা করা হয়েছে সেই ট্রেনটি চলবে সাঁতরাগাছি (Santragachhi to Digha Special Train) থেকে। নতুন এই স্পেশাল ট্রেনটির ফলে এখন পর্যটকরা সহজেই দীঘা পৌঁছাতে পারবেন। পাশাপাশি অনেক কম সময়ে দিঘা যাতায়াত করাও যাবে এই ট্রেনটির ফলে।
আরও পড়ুন ? Digha Special Train: হাওড়া হয়ে ঘুরে নয়, এবার বীরভূম, আসানসোল থেকে সোজা দীঘা যাওয়ার ট্রেন দিল রেল
রেল সূত্রে জানা যাচ্ছে, সাঁতরাগাছি থেকে দীঘা সামার স্পেশাল যে ট্রেনটির ঘোষণা করা হয়েছে সেই ট্রেনটি প্রতি রবিবার সাঁতরাগাছি থেকে দীঘা এবং দীঘা থেকে সাঁতরাগাছি যাতায়াত করবে। এক্ষেত্রে যে সকল পর্যটকরা হাওড়া থেকে দীঘা যাওয়ার জন্য ট্রেনের টিকিট পাবেন না তারা বিকল্প পথ হিসাবে সাঁতরাগাছি থেকে দীঘার ট্রেন ধরতে পারবেন।
০২৮৯৭ ট্রেনটি সাঁতরাগাছি থেকে দীঘার উদ্দেশ্যে রবিবার সকাল ৮:১০ মিনিটে রওনা দেবে। এরপর ট্রেনটি সকাল ১১:৫৫ মিনিটে দীঘা পৌঁছাবে। অন্যদিকে ০২৮৯৮ ট্রেনটি রবিবার দুপুর ১:১০ মিনিটে দীঘা থেকে সাঁতরাগাছির উদ্দেশ্যে রওনা দেবে। ট্রেনটি সাঁতরাগাছি এসে পৌঁছাবে বিকেল ০৪:৫০ মিনিটে। যাতায়াতের পথে ট্রেনটি উলুবেরিয়া, বাগনান, মেছেদা, তমলুক, কাঁথির মতো স্টেশনগুলিতে স্টপেজ দেবে।