New Rules for Mediclaim: বদলে গেল বিমার নিয়ম! এবার নতুন নিয়মে স্বস্তি মিলবে উপভোক্তাদের

Prosun Kanti Das

Published on:

Advertisements

Several new rules are going to be added in the case of Mediclaim: ২০২৩ – ২৪ অর্থবছর শেষ হয়ে শুরু হয়েছে ২০২৪-২৫ অর্থবছর। আগের বছরের আয়, ব্যয়, সঞ্চয়ের হিসাব নিকেশ চলছে জোরকদমে। এর উপরেই ভিত্তি করে চলতি অর্থবছরে বিনিয়োগ করবে সাধারণ মানুষ। সাধারণ মানুষ সঞ্চিত টাকার পরিমান বাড়ানোর জন্য বিভিন্ন জায়গায় বিনিয়োগ করে থাকেন। এর মধ্যে মেডিক্লেম (New Rules for Mediclaim) অন্যতম। মেডিক্লেমে বিনিয়োগ করার ক্ষেত্রে একটি বিশেষ সুবিধা পাওয়া যায়। এখানে অতিরিক্ত কর কাটার সম্ভাবনা থাকে না।

Advertisements

বর্তমানে চিকিৎসা ব্যবস্থার ক্ষেত্রে সব রকম সুবিধা পাওয়ার জন্য মেডিক্লেম করা অত্যাবশক হয়ে দাঁড়িয়েছে। তবে মেডিক্লেমে বিনিয়োগ করতে চাইলে শুধুমাত্র কর বাঁচানোর জন্য নয়, সুযোগ-সুবিধার উপর ভিত্তি করে করা উচিত। সম্প্রতি আইআরডিএআই এর তরফ থেকে মেডিক্লেমের নিয়মে (New Rules for Mediclaim) বেশ কিছু পরিবর্তন আনা হয়েছে। নতুন নিয়মগুলি সাধারণ মানুষকে উপকৃত করবে বলে ধারণা করছে আইআরডিএআই। মূলত ৩ টি নিয়মের পরিবর্তন করা হয়েছে মেডিক্লেম ইন্স্যুরেন্স পলিসর ক্ষেত্রে। নতুন এই নিয়মগুলি সাধারণ মানুষকে মেডিক্লেম করার জন্য উৎসাহিত করতে পারবে বলে আশা করছেন কর্তৃপক্ষ।

Advertisements
1. আগের অসুখ

স্বাস্থ্য বীমা করার ক্ষেত্রে আগে থেকে থাকা অসুখের গুরুত্ব সবচেয়ে বেশি। কোন ব্যক্তির যদি আগে থেকে কোন অসুখ থেকে থাকে, অর্থাৎ বীমা করার আগে থেকেই যদি ব্যক্তি কোন অসুস্থতায় ভুগতে থাকেন, তাহলে সেই অসুস্থতাকে আগে থেকে থাকা অসুখ বলে ধরা হয়। আগে থেকে থাকা অসুখ হিসেবে আগে ধরা হত সর্বোচ্চ ৪ বছর পুরনো কোন অসুখকে। অর্থাৎ ৪ বছর আগে যদি আপনার কোন অসুখ হয়ে থাকে, এবং তার জেরে নতুন কোনো অসুখ আপনার হয় তাহলে বীমা কোম্পানি কোন দায়িত্ব নেবে না। আইআরডিএআইয়ের করা নতুন নিয়ম (New Rules for Mediclaim) অনুযায়ী এই সময়সীমা ৪ বছর থেকে কমিয়ে ন্যূনতম ৩ বছর করা হয়েছে।

Advertisements

আরও পড়ুন ? Higher Secondary New Rules: উচ্চমাধ্যমিকের পাশ ফেলের নতুন নিয়ম, নয়া ঘোষণা সংসদের, সুবিধা পাবে পরীক্ষার্থীরা

2. হার্টের অসুখ

স্বাস্থ্য বীমা করার ক্ষেত্রে কোন ব্যক্তির যদি বীমা করার আগে থেকেই হার্টের অসুখ থেকে থাকে, তাহলে স্বাস্থ্য বীমার নিয়ম অনুযায়ী বীমা কেনার ৮ বছর অব্দি হার্ট সংক্রান্ত কোনো সমস্যার জন্য সুযোগ-সুবিধা পাবে না বিনিয়োগকারী। ৮ বছর পর থেকে হার্ট সংক্রান্ত চিকিৎসার ক্ষেত্রে সুযোগ সুবিধা পাওয়া যাবে। নতুন নিয়মে (New Rules for Mediclaim) এই সময়সীমা কমিয়ে ৫ বছর করে দেওয়া হয়েছে। অর্থাৎ, এখন থেকে যদি আগে থেকে হার্টের অসুখ থেকে থাকে, তাহলে বীমা কেনার ৫ বছর পর থেকেই তিনি সুযোগ-সুবিধা পেতে পারেন।

3. স্পেসিফিক ডিজিজ

বিমা সংস্থাগুলির তরফ থেকে বেশ কিছু রোগকে স্পেসিফিক হিসেবে চিহ্নিত করে দেওয়া হয়। এই নিয়মের আওতায় থাকা রোগের ক্ষেত্রে ৪ বছর অব্দি আপনি স্বাস্থ্য বীমার কোন সুযোগ সুবিধা পাবেন না। কোন বীমা কোম্পানি যে রোগটিকে স্পেসিফিক ডিসিস হিসেবে নির্দিষ্ট করবে, বীমা কেনা ৪ বছর অব্দি অন্যান্য যেকোনো রোগের জন্য বীমার সুযোগ-সুবিধা পাওয়া গেলেও সেই নির্দিষ্ট রোগটির জন্য কোন সুযোগ সুবিধা পাবেন না বিনিয়োগকারী। সেই সময়সীমা আইআরডিএআই এর তরফ থেকে কমিয়ে ৩ বছর করে দেওয়া হয়েছে।

Advertisements