Social media is abuzz with the magic of a lady polling officer in the first round of voting: ২০২৪ সালের লোকসভা ভোট গ্রহণ প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে। কোচবিহার, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি এলাকায় প্রথম দফার ভোট অনুষ্ঠিত হয়েছে ১৯ শে এপ্রিল। প্রথম দফার ভোটের জন্য প্রয়োজনীয় নির্বাচনী সামগ্রী বিতরণ করার পর থেকেই নেট দুনিয়ায় ভাইরাল হয়েছে এক পোলিং অফিসারের (Lady Polling Officer) ছবি। তিনি ছিন্দুওয়ারা লোকসভা কেন্দ্রের পোলিং অফিসার হিসেবে নিযুক্ত ছিলেন। নেটিজেনরা তার ছবি দেখে এতটাই মুগ্ধ যে, কমেন্ট শেয়ার আর লাইকের বন্যা বয়ে যাচ্ছে সেই পোস্টে।
মধ্যপ্রদেশের জনসংযোগ দপ্তর ও মুখ্য নির্বাচনী আধিকারিক এই পোস্টটি করেছিলেন। প্রথম দফার ভোটগ্রহণের জন্য প্রয়োজনীয় নির্বাচনের সামগ্রী বিতরণের পর, সেই সামগ্রী বহন করে নিয়ে যাওয়া দায়িত্বপ্রাপ্ত এক পোলিং অফিসারের (Lady Polling Officer) ছবি তুলে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন। পোস্টের ক্যাপশনে লেখেন “কর্তব্যের পথে এগিয়ে যাওয়া, আসুন ভোট দিতে যাই। ছিন্দাওয়ারা লোকসভার ১৬ নম্বর কেন্দ্রে ভোটাররা গণতন্ত্র গঠনের মহান যজ্ঞে অংশগ্রহণ করতে প্রস্তুত। আপনারাও এগিয়ে আসুন নিজেদের কর্তব্য পালনের পথে ও ভোট দিতে যান।“
ছিন্দাওয়ারা লোকসভা কেন্দ্রের পোলিং অফিসারের দায়িত্ব পালনকারী সেই মহিলার নাম সুশীলা কানেশ (Lady Polling Officer)। বর্তমানে তিনি রাজ্য সরকারের অধীনস্থ গ্রেট থ্রি অফিসার হিসেবে কর্মরত রয়েছেন। বর্তমানে সোশ্যাল মিডিয়ায় ইভিএম হাতে সুশিলার ছবি ব্যাপক ভাইরাল হয়েছে। তবে এই পোস্ট নিয়ে অনেক বিতর্ক হচ্ছে। কেউ বলেছেন এখন আমি ভোট দিতে যাব। আবার কেউ বলছেন নির্বাচন কমিশনের উচিত গ্ল্যামারের দিকে নয়, সুষ্ঠু নির্বাচনের দিকে নজর দেওয়ার। আবার কেউ বলছেন ওনাকে দেখার পর ভোটের হার অনেকটাই বেড়ে যাবে বলে মনে হয়।
মধ্যপ্রদেশের পোলিং অফিসারের (Lady Polling Officer) ছবি ভাইরাল হওয়ার ঘটনা এইবার প্রথম নয়। এর আগেও ২০১৯ সালের লোকসভা ভোটেও এক মহিলা পোলিং অফিসারের ছবি ভাইরাল হয়েছিল। ২০১৯ সালে মধ্যপ্রদেশের পাবলিক ওয়ার্কস ডিপার্টমেন্টের এক কেরানি রিনাকে নিয়ে ঘটেছিল একই ঘটনা। তার হলুদ শাড়ি পরা ছবি নেট দুনিয়ায় ব্যাপক ভাইরাল হয়েছিল। সেই সময় রিনা নেট দুনিয়ায় একপ্রকার ঝড় তুলেছিল।
মধ্যপ্রদেশে ভোটগ্রহণ প্রক্রিয়া চলবে উনিশে এপ্রিল সকাল ৭ টা থেকে সন্ধ্যা ৬ টা অব্দি। বাইহার, লাঞ্জিং আর পার্সওয়ার্দা বিধানসভা কেন্দ্রের ভোট কেন্দ্রগুলিতে ভোটগ্রহণ প্রক্রিয়া চলবলাঞ্জিং৭ টা থেকে বিকেল ৪ টে অব্দি। ভোটগ্রহণ প্রক্রিয়া শুরু হবার দেড় ঘন্টা আগে সকাল সাড়ে ৫ টা নাগাদ প্রার্থী অথবা তার অনুমোদিত এজেন্টের সামনে মকপোল সঞ্চালিত হবে। যদি কোন প্রার্থী বা এজেন্ট সেই মুহূর্তে ভোটকেন্দ্রে উপস্থিত না থাকেন, তাহলে তাকে ভোট গ্রহণকারীদের (Lady Polling Officer) জন্য অপেক্ষা করতে হবে ১৪ মিনিট। ভোট গ্রহণকারীরা এলে তারপর তাদের সামনে আবার মকপোল সঞ্চালিত হবে। নোটা সহ মোট ন্যূনতম ৫০ টি ভোট দিয়ে মকপোল প্রক্রিয়া সঞ্চালন করার নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন।