Tejas Krishna Prasad: পূরণ হয়নি অলিম্পিকের স্বপ্ন! দমে যান নি তেজস, UPSC থেকেই গড়লেন নিজের কেরিয়ার

Prosun Kanti Das

Published on:

Advertisements

Tejas Krishna Prasad made his career from UPSC as his dream of Olympics did not come true: তেজস কৃষ্ণ প্রসাদ (Tejas Krishna Prasad) এক নতুন ইতিহাস কায়েম করেছে যা সকল দেশবাসীর কাছে এক নজির সৃষ্টি করেছে। তার কথা ছিল টোকিও অলিম্পিকে অংশ নেওয়ার। তিনি বেঙ্গালুরুর বাসিন্দা। কোভিড এর জন্য এই সুটারের জীবনের মোড়টা ঘুরে গেছিল। তার সাজানো ক্রীড়া জীবনের কেরিয়ারটাই নষ্ট হয়ে গেছে। কিন্তু জীবন কখনই থেমে থাকেনা, শেষ পর্যন্ত ইউপিএসসি পরীক্ষায় সফল হলেন তিনি। খেলার কেরিয়ার শেষ করে প্রবেশ করলেন নয়া জগতে।

Advertisements

ইউপিএসসিতে তার (Tejas Krishna Prasad) স্থান হয়েছে ২৪৩ নম্বর এবং সর্বভারতীয় সিভিল সার্ভিস পরীক্ষায় তিনি সফলতার সঙ্গেই পাশ করেছেন। তিনি জানিয়েছেন, খেলোয়াড় হিসাবে তিনি সর্বদাই তার লক্ষ্যে অবিচল ছিলেন। দ্বিতীয়বার সিভিল সার্ভিস দিয়েও তিনি সেখানে সাফল্য পেয়েছেন।

Advertisements

আসলে কোভিডের কঠিন পরিস্থিতির সময় কোনও প্রতিযোগিতা হত না। সেই সময় তিনি (Tejas Krishna Prasad) সিদ্ধান্ত নিয়েছিলেন ইউপিএসসির জন্য প্রস্তুতি নেবেন। প্রথমবারের চেষ্টা সাফল্য হলেও তিনি দ্বিতীয়বার সফলতা অর্জন করেছিলেন। টোকিওর জন্য ভারতের টিম তৈরি হলে তিনি সেখান থেকে সরে আসেন। পুরোপুরি প্রস্তুতি নিয়েছিলেন ইউপিএসসির জন্য। এমনকি তিনি অনলাইন কোচিংয়ের সহায়তা নিয়েছিলেন। বিনয় কুমার ছিল তার মেন্টর। তিনি সহায়তা করেছেন প্রতিটি পদক্ষেপে। তেজসের বাবা ছিলেন ব্যবসায়ী। করোনা তাঁর জীবন থেকে খেলা কেড়ে নিয়েছিল। কিন্তু কোন পরিস্থিতিতে তিনি হাল ছেড়ে দেননি। তিনি ইউপিএসসির জন্য প্রস্তুতি নেওয়া শুরু করেন। আর তাতেই হাতেনাতে ফল পেয়েছেন তিনি। আর সফলতা অনেক মানুষকে অনুপ্রেরণা যোগায়।

Advertisements

আরও পড়ুন ? UPSC Aspirants: দম ছাড়লে হবে না, UPSC-তে ১২ বারের চেষ্টাতেও চাকরি নেই, তবুও চলছে লড়াই

টাইমস অফ ইন্ডিয়াতে দেওয়া একটি একটি ইন্টারভিউতে তিনি বলেন যে, তিনি (Tejas Krishna Prasad) ভারতের ক্রীড়াক্ষেত্রে উন্নতি করার চেষ্টা করেছিলেন মন থেকে। কিন্তু করনার পরিস্থিতি তার জীবনের মোড় পাল্টে দেয়। তার অন্যতম হবি ক্রীড়াবিদদের অটোবায়োগ্র্যাফি পড়া। ওপেন আন্দ্রে আগাসি অটোবায়োগ্রাফি সে পড়েছি কি না, সেই বিষয়টাকে জিজ্ঞেস করে চেয়ারপারসন।

তার ইন্টারভিউ চলেছিল প্রায় ২৫ মিনিট ধরে। প্যানেলের প্রধান ছিলেন শীল বর্ধন সিং। অত্যন্ত সহযোগিতাপূর্ণ মনোভাব তিনি দেখিয়েছিলেন। কিন্তু ইউপিএসসির ইন্টারভিউ কি 12th Fail-এর মতো হয়? এই বিষয়ে কি জানিয়েছেন তিনি? ইউপিএসসি পরীক্ষার ইন্টারভিউতে তিনি মোটেই নার্ভাস হয়ে পড়েন নি। সমস্ত প্রশ্নের সে সঠিক উত্তর দিয়েছিল। যে প্রশ্ন পারেন নি তা তিনি স্বীকার করেছেন।

Advertisements